আমিন হতে চাইলে কোন কোর্স করবেন। ময়নামতি না কারিগরি বাস্তবতা সহ দেখে নিন || Aminship certificate.

BD Land Surveyor
BD Land Surveyor
51.8 هزار بار بازدید - 2 سال پیش - আমিন হতে চাইলে  কোন কোর্স
আমিন হতে চাইলে  কোন কোর্স করবেন। ময়নামতি না কারিগরি বাস্তবতা সহ দেখে নিন || Aminship  certificate..

যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন আমিনশীপ কোর্স এ পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট পেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।  
ক্লাস ছাড়া শুধু পরিক্ষা দিয়ে সনদ বা  সার্টিফিকেট অর্জন করতে পারবেন।  যেহেতু এই সনদ টা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে দেয়া হয়।  তাই যারা মাঠে কাজ করেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ।  কর্মক্ষেত্রে ও চাকুরী র বিবেচনায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন ।  

সেশন জুলাই-ডিসেম্বর ২০২২, পরিক্ষা সম্ভাব্য জানুয়ারি , ২০২৩ এ হবে।
তাদের আগামী 30 ই আগস্ট  ২০২২  এর মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।  পরিক্ষা+রেজিষ্ট্রেশন+সনদ এর সর্বমোট খরচ ৩০০০ টাকা।  
প্রথম ধাপে ২০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে।  এক সেশনে ১০০ জন ছাত্রের তথ্য দেয়া যায়।  তাই প্রথম ১০০ জন এর তথ্য নেয়া হয়ে গেলে বাকিদের তথ্য নেয়ার সুযোগ নেই।

নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এর পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট নিদিষ্ট তারিখ শুক্রবার এ ৬০ মার্ক এর লিখিত  পরিক্ষা দিতে হবে।
মোট ৫০০ মার্কস এর সিলেবাস। শুধু লিখিত ৬০ মার্ক,  ও প্যাক্টিকাল ২০ মার্ক এর পরিক্ষা সশরিরে দিতে হবে।  বাকি মার্ক ধারাবাহিক মূল্যায়ন করা হবে।  

ভর্তি বা রেজিষ্ট্রেশন করতে চাইলে
Rimon sir 01832-421046 imo, whats app.
MD Israil 01811-811182 imo,  whats app.


পরিক্ষা নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এ পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট এ সরাসরি অংশগ্রহণ করতে হবে। মূল পরীক্ষা লিখিত আকারে নেয়া হয়। লিখিত পরিক্ষা ৬০ মার্ক এর মধ্যে সংক্ষিপ্ত, MCQ,  শুন্যস্থান পূরণ, শুদ্ধ, অশুদ্ধ ইত্যাদি।  

বিগত কয়েক বছর বোর্ড এর প্রশ্ন সলভ করলেই A+ পাওয়া সম্ভব ।  যে বই পড়তে হবে  ৬ মাস মেয়াদি আমিনশীপ কোর্স এর যে কোন বই।  আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন।  বই এর মূল্য ২৬০ টাকা।

যারা মাঠে কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ।।


রেজিষ্ট্রেশন করতে যা লাগবেঃ-
   জেএসসি বা এস এস সি  সার্টিফিকেট এর ছবি,
    নিজের ছবি
   ও ভোটার আইডি কার্ড এর কপি।

  হোয়াটস এপের মাধ্যমে এই তথ্য গুলো দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।  
অথবা সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস এ এসেও রেজিষ্ট্রেশন করা যাবে।  

যখন এডমিট কার্ড আসবে বাকি টাকা পেমেন্ট করে পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যারা প্রাথমিক রেজিষ্ট্রেশন এর তথ্য দিবেন তাদের হোয়াটস এপ গ্রুপে এড করা হবে।  গ্রূপে পরিক্ষা বিষয়ক সকল বিষয় এর সমাধান পাবেন।.

#bd_land_surveyor
#ভূমি_জরিপ_প্রশিক্ষণ
2 سال پیش در تاریخ 1401/05/19 منتشر شده است.
51,826 بـار بازدید شده
... بیشتر