CS, SA, RS, BRS খতিয়ান চেনার উপায় | খতিয়ান বা পর্চা চেনার উপায় | আমিনশীপ টিউটোরিয়াল পর্ব- ৩১

BD Land Surveyor
BD Land Surveyor
2.3 میلیون بار بازدید - 4 سال پیش - কিভাবে সহজে CS, SA, RS
কিভাবে সহজে CS, SA, RS ও City এবং BRS জরিপ / খতিয়ান চিনবেন?
শুধু ১ টি মূল প্রিন্ট নকশার খরচ ৭০০ টাকা + কুরিয়ার ৮০ টাকা।

একাধিক ম্যাপের ক্ষেত্রে প্রতি ম্যাপ  ৬৫০ টাকা।

মূল ম্যাপেরসাথে ১ টি ফটোকপি নিলে অতিরিক্ত   ৫০ টাকা।

চারটি ম্যাপ একসাথে নিলে প্রতি ম্যাপ ৬০০ টাকা।  

৫ টির বেশি ম্যাপ নিলে প্রতিটি  মূল প্রিন্ট ম্যাপ ৫৬০ টাকা।  


উত্তোলন কৃত মূল ম্যাপের সফট বা স্কেন কপি ইমেইলে নিতে ৮০ টাকা।

১ টি ম্যাপ এর উন্নত লেমিনিটিং এর খরচঃ ১৮০ টাকা।

মৌজা ম্যাপ বা নকশা তুলতে যে তথ্য দিতে হবেঃ  
১. ম্যাপ বা রেকর্ড এর নামঃ যেমন-( Cs / Sa/ RS/ BS)  
২. জেলাঃ
৩. থানাঃ
৪. মৌজা ও জে এল নম্বরঃ
৫ . সিট নম্বর অথবা দাগ নম্বরঃ

এবং কুরিয়ার এর মাধ্যমে আপনার উপজেলাতে  ম্যাপ নিতে যে তথ্য লাগবে-
১. নামঃ
২. ঠিকানাঃ
৩. মোবাইল নম্বরঃ


এই তথ্যগুলো আমাদের হোয়াটসএপ অথবা ইমুতে লিখে অথবা ছবি তুলে পাঠাতে হবে।

আমরা হোয়াটসএপ এবং ইমুর প্রত্যেকটি মেসেজ গুরুত্ব দিয়ে দেখি।

অর্ডার কনফার্ম করতে বাধ্যতামূলক ৫০০ টাকা + টাকা পাঠানোর শেষের চার ডিজিট মেসেজ দিয়ে  কনফার্ম করতে হবে।

অর্ডার কনফার্মের ৫-৭ কর্ম দিবসের  মধ্যে আমরা ম্যাপ কুরিয়ার করে থাকি।

শুধু হোয়াটস এপ বা ইমুর মেসেজের মাধ্যমে ভূমি বিষয়ক  সকল সেবা নেয়া যাবে।

01832421046 imo & whats app

মোবাইল নম্বর সেভ না করে সরাসরি হোয়াটস এপ মেসেজ করুন এই লিংকে।

হোয়াটসঅ্যাপে মেসেজ লিংক-
wa.me/8801832421046
4 سال پیش در تاریخ 1398/12/16 منتشر شده است.
2,373,269 بـار بازدید شده
... بیشتر