ফলনসহ নারকেল গাছ ছাদ বাগানে এই প্রথম কলকাতা তে/Coconut trees in roof garden/

Green Friends
Green Friends
120.3 هزار بار بازدید - 2 سال پیش - #rooftop_farming
#rooftop_farming #Coconut_tree_in roof_garden

ইতিমধ্যেই প্রায় চার বছর ধরে প্রচুর বাগান আপনাদের সামনে তুলে ধরেছি অনেক ছাদ বাগানে ঘুরেছি যেখানে বিভিন্ন ধরনের নতুন গাছ এবং সেই গাছে ফলন আমরা দেখে ফেলেছি সেইসব বাগান দেখে আমাদের মনের জোর অনেক বেড়ে গেছে প্রত্যেকটি ছাদে নতুন কিছু করার চেষ্টা করছি আমরা রোজ এবং সেই চেষ্টার ফল হিসাবে আমরা অনেক কিছু পাচ্ছি।

ধৈর্য ধরার চেষ্টা করছি যে আরও সামনে এমন কিছু দিন আসছে যেগুলি আমাদের কাছে আরো নতুন কিছু শেখারও জানার চেষ্টা সর্বদা আমাদের থাকবে। সকলে আমরা চেষ্টা করলেও হবে না হয়তো এই বলে ছেড়ে দিয়েছিলাম এতদিন নারকেল গাছ সেটা ছাদ বাগানে বহু মানুষ সেই গাছ কিনেছে কিন্তু ধৈর্য ধরে রাখতে পারেনি সেই ভাবে আজ কিন্তু সেই দিন আমাদের কাছে আর নেই ছাদ বাগানে নারকেল গাছে ফলন সহ আপনাদের সামনে হাজির করল আপনাদের প্রিয় চ্যানেল এবং শুধু তাই নয় তার সঠিক গাইডলাইন বা পরিচর্যা করে আপনাদের সামনে তুলে ধরা হলো আমরা সেই ভাবে কোনদিন কোন ছাদে গিয়ে লক্ষ্য করতে পারিনি। কিছু ছাদ বাগানে গিয়ে আমরা লক্ষ্য করেছি গাছ আছে কিন্তু এইভাবে ফলন ঝুলছে সেটা কিন্তু আমাদের দাড়ায় কোন সময় সম্ভব হয়নি। দেখানো।
আজ কিন্তু সেই দিন আমাদের কাছে আর নেই অতি সহজে কিভাবে ছাদ বাগানে নারকেল গাছ করবেন সেই গাছে কিভাবে খাবার দেবেন কিভাবে ফাঙ্গি সাইট ব্যবহার করবেন গাছের পরিচর্যা কি করবেন মাটি কিভাবে তৈরি করবেন তার সাথে সাথে ছাদ বাগান বা ছাদ যাতে নষ্ট না হয় তার জন্য আপনারা কি করলে আপনার ছাদ ভালো থাকবে নারকেল গাছের পাতা নারকেল গাছ যাতে পাশের বাড়ি পড়ে না যায় সেই জন্য করা হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর একটি ব্যবস্থাপনা।

এই ছাদ বাগান দেখে আমরা শুধুমাত্র মুগ্ধ হয়েছি তা নয় এই ছাদ বাগান দেখে হাজার মানুষের আসার আলো জোগাবে তার মনের মধ্যে যে ছাদ বাগানে নারকেল গাছ করা যায় এবং সেখান থেকে ফলন ও পাওয়া যায়। তো আপনারা আপনাদের এই চেষ্টা কোন রকম ভাবে ছাড়বেন না বা চেষ্টা থেকে দূরে সরে চলে যাবেন না আমরা আছি আপনাদের সঙ্গে সর্বদা সবসময় শেয়ার করার চেষ্টা করব।

কলকাতার কৃষ্ণপুরের রবীন্দ্রপল্লীর তে দেখানো হচ্ছে এই ছাদ বাগান এর আগে আমরা কেষ্টপুরের একটি ছাদ বাগান দিয়ে শুরু করেছিলাম ফলের গাছ আজও এমন কিছু দৃশ্য আপনাদের সামনে আসছে যেটা কেষ্টপুর থেকে এটা কিন্তু খুব ভালো লাগছে।

আগামী দিনে আরো অনেক কিছু দেখতে পাবো এবং আপনাদের কাছে শেয়ার করতে পারব রোজ দুপুরে আপনাদের জন্য নতুন কিছু ভিডিও আছে একটু ফলো করলে এই ধরনের বাগান আমরাও করতে পারব তবে শুধু ফলো করলে হবে না তার সঙ্গে সঙ্গে ধৈর্য ধরতে হবে একটি সুন্দর বাগান তৈরি করতে গেলে যে ধৈর্যটুকু লাগে সেই ধৈর্য কি কি করলে ভালো বাগান করা সম্ভব কিভাবে ভালো বাগান করবেন। সবকিছু রোজ দুপুরে তুলে ধরা হয় আপনাদের সামনে তাই ভিডিও দেখতে কোনদিন ভুলবেন না ও এই বাগান গুলি অন্যদের কাছে শেয়ার করে দিন সকলে মিলে চলুন আমরা ভালো ছাদ বাগান গড়ার প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। অবশ্যই সকলের সবুজের সঙ্গে থাকুন।
2 سال پیش در تاریخ 1401/05/16 منتشر شده است.
120,393 بـار بازدید شده
... بیشتر