ভিয়েতনাম নারকেলের চারা সঠিক নিয়মে কিভাবে লাগাবেন // বিদেশি নারকল গাছ লাগানোর যত্ন ও পরিচর্যা 🌴 🥥

New Gardening channel
New Gardening channel
140.9 هزار بار بازدید - 3 سال پیش - ৩ বছরে
৩ বছরে ফল আসে যে নারিকেল গাছে- খাটো জ...

আমি এখানে ভিডিও লিংক দিয়েছি এটি দেখে নিলে পরে বিদেশি নারকেল গাছ লাগানোর আপনাদের একটু হলেও আগ্রহ হবে



আপনারা বিদেশি নারকেল গাছ নার্সারি থেকে এনে ডাইরেক মাটিতে লাগিয়ে দেবেন না ছায়াযুক্ত জায়গায় রোদ্দুরে লাগাতে হবে প্রথমে 30 ইঞ্চি গর্ত করতে হবে আর সাইডে 36 ইঞ্চি  করতে হবে  করার পরে সেখানে এক বস্তা গোবর সার এক কিলো ইউরিয়া সার এক কিলো 10:26:26 সার এক কিলো সুপার ফসফেট সার আর দু কিলো গুঁড়ো করা খোল  50 গ্রাম  কার্ব মিন দানা সারআর তার সঙ্গে আড়াইশো গ্রাম পটাশ আর গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন।      যেখানে গর্ত করা হয়েছে সেখানের ওপর থেকে হাফ বস্তা  মাটি তুলে রাখতে হবে এবং তার সাথে এই সারযুক্ত উপকরণ গুলি মেশাতে হবে ।
ভালোমতন মাটি মিক্স করে নিতে হবে সার গুলো দিয়ে গর্তের মধ্যে হালকা পেশারে  সার দিয়ে মাটি সেট করে দিতে হবে দিয়ে 6 ইঞ্চি ডাউন রাখতে হবে এখানে ভালো মতন জল দিয়ে ভিজিয়ে দিতে হবে 10 দিন রেস্ট খাওয়াতে হবে মাটি মধ্যে  যাতে করে সারগুলো মাটির সঙ্গে মিশে যায় 10 দিনের মধ্যে শুকিয়ে আসলে অল্প অল্প জল দিতে হবে 10 দিন পার হওয়ার পরে সেখানে গাছ লাগানো যাবে তাতে করে কোন সমস্যা হবে না আর এক বছরের মধ্যে গাছের গোড়ায় কোন সার দিতে হবে না এক বছর পরে একটা গাছ প্রতি 500 গ্রাম ইউরিয়া সার 500 গ্রাম সুপার ফসফেট আর 500 গ্রাম গুঁড়ো করা খোল এটা দুই মাস অন্তর অন্তর গাছের গোড়ায় দিতে হবে আর গাছের গোড়ায় সব সময় জল দিতে হবে নারকোল গাছ একটু জল জাতীয় জিনিস পছন্দ করে এই ভাবে যত্ন পরিচর্যা চালিয়ে গেলে বিদেশি নারকেল গাছে সঠিক সময়ে ফলন চলে আসবে যেটা তিন থেকে চার বছরের মধ্যে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছ লাগানোর একমাস পর থেকে 2 চামচ করে গাছের চারি সাইডে দানা সার দিয়ে দিতে হবে যাতে করে গাছের গোড়ায় কোন সমস্যা  হবে না আর উই  পোকার আক্রমণ হবে না ।
3 سال پیش در تاریخ 1400/12/03 منتشر شده است.
140,915 بـار بازدید شده
... بیشتر