স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২৪

Job Exam Mate BD
Job Exam Mate BD
23.4 هزار بار بازدید - 5 ماه پیش - স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহকারী কাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২৪ জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২৪ Home Ministry Question Solution-2024 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান ২০২৪ সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503 আমাদের Facebook Page: www.facebook.com/profile.php?id=100063918170166 আমাদের Facebook Group : www.facebook.com/groups/822928402412283 আমাদের Facebook Page: www.facebook.com/profile.php?id=61553663979324&mib… ০১। এক কথায় প্রকাশ করুন (৫×১ =৫) ক) যার দুই হাত সমানে চলে = সব্যসাচী খ) সর্বজন সম্বন্ধীয় = সার্বজনীন গ) দমন করা হয়েছে এমন = ঘ) গোপনে সংবাদ সংগ্রহকারী = গুপ্তচর ঙ) সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল ০২। অর্থসহ বাক্য রচনা করুন (৫×১ =৫) ক) চাঁদের হাট (প্রিয়জনের সমাগম): সবাই ইদের ছুটিতে শামীমের এখন চাঁদের হাট। খ) শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ): সামনে মাসে ১০০০ টাকা দিতেই হবে একদম শিরে সংক্রান্তি অবস্থা। গ) তামার বিষ (অর্থের কুপ্রভাব): তামার বিষে লেখাপড়া সব শেষ। ঘ) জোর-কপাল (সৌভাগ্য): জোর কপালের জন্য তার চাকুরী হয়েছে। ঙ) হাতির পাঁচ পা (অহংকার করা): চাকুরী পেয়ে তার হাতির পাঁচ পাঁ দেখা অবস্থা। ০৩। শুদ্ধ বানান লিখুন (৫x ৫) ক) শ্রদ্ধাঞ্জলী সঠিক বানান: শ্রদ্ধাঞ্জলি খ) শারিরিক সঠিক বানান: শারীরিক গ) ভৌগলিক সঠিক বানান: ভৌগোলিক ঘ) সমীচিন সঠিক বানান: সমীচীন ঙ) প্রতিবন্ধীতা সঠিক বানান: প্রতিবন্ধী ০৪। সঠিক উত্তর লিখুন (৫x১ =৫) ক) 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-কার লেখা? উত্তর: সৈয়দ শামসুল হক খ) 'কপোল' শব্দের অর্থ কি? উত্তর: গণ্ডদেশ বা গাল গ) কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়? উত্তর: কলকাতার কালিঘাট, তাঁর পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ ঘ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দু'টি বইয়ের নাম লিখুন। উত্তর: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ঙ) ‘রাশিয়ার চিঠি' ভ্রমণকাহিনী কার লেখা? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ০৫। বাংলায় অনুবাদ করুন- (৫×১ =৫) ক) The National Mausoleum is located at Savar Upazila in Dhaka. উত্তর: জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভার উপজেলায় অবস্থিত। খ) What you have said is a white lie. উত্তর: তুমি যেটা বলেছ তা সামাণ্য মিথ্যা। গ) Self-reliance is dependency on thyself. উত্তর: স্বনির্ভরতা হলো নিজের উপর নির্ভরতা। ঘ) A bad worker quarrels with his/her tools. উত্তর: নাঁচতে না জানলে উঠান বাঁকা। ঙ) This rule will come into force from next month. উত্তর: আগামী মাসে বিধিটি কার্যকর হবে। 06. Make sentence in English with each of the following phrases with Bangla meaning (৫×১=৫): a) Wear and tear (Depreciation): অবচয়: b) To boil the ocean (undertaking an impossible task) c) Bolt from the blue (something unexpected) d) Skim through (read fast-দ্রুত পড়া): e) Crocodile tears (false sorrow মায়াকন্না) 07. Translate into English ক) কয়লা ধুইলে ময়লা যায় না। খ) দশটা বাজতে দশ মিনিট বাকি। গ) আজ খুব গরম, তাই না? ঘ) বই পড়লে আমাদের জ্ঞান বাড়ে। Answer: Reading books enriches our knowledge. ৫) সঙ্গীদের চেয়ে মধুর আর কিছুই নাই। Answer: Nothing is sweeter than companions. 08. Write the correct spelling (5x1 =5) a) Comitee_b) litareture c) Diarhead) Exagarate e) embazlement. a) Committee b) Literature c) Diarrhoea d) Exaggerate e) Embezzlement 09। Fill in the blanks (5x1 = 5) a) I don't hanker--------- money. b) Please try to be---------time for the examination. c) He was charged----------murder. d) He is very good-------making stories. e) The team is made up---------- eleven players. Answer: of 10। Change the voice (5x1 = 5): a) Let me write the application. b) He is respected by all. c) He killed himself. d) Did he do the task? e) Nobody believes a liar. ১১। সংক্ষেপে উত্তর দিন-(৫×১ = ৫) (ক) ০.২৩ কে ৩৮.২৩ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? সমাধান: ৮.৭৯২৯ (খ) যদি কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১২% বৃদ্ধি পায়, তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? (গ) বৃত্তের বৃহত্তম জ্যা কে কি বলে? উত্তর: ব্যাস (ঘ) ১২৫ এর ১২৫% কত? (ঙ) ১ মাইলে কত ইঞ্চি? উত্তর: ৬৩৬৩০ ইঞ্চি ১২। ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হলো। ১০০টি কলার ক্রয়মূল্য কত ? ১৩। a=√3+√2 হলে a^3+3a+〖3a〗^(-1)+a^(-3) এর মান কত? ১৪। ২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? ১৫। নিম্নোক্ত প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিন-(২০x১ = ২০) (ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে 'বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন? (খ) বাংলাদেশের সাংবিধানিক নাম কি? (গ) BRICS এর পূর্ণরুপ কি? (ঘ) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর: ক্যাপ্টেন এম মনসুর আলী (ঙ) Intranet কি? (চ) SWIFT কি? (ছ) প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক কি? (জ) স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি? (ঝ) ছয় দফার প্রথম দফা কি? (ঞ) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? (ট) কম্পিউটার keyboard এ কত প্রকার key থাকে? (ঠ) ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? উত্তর: টেলিমেডিসিন (ড) MS Word এর Spell checker এর ফাংশন key কোনটি? (ঢ) কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? (ণ) চ্যাট জিপিটি (ChatGPT) কী? (ত) ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা? (থ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? দ) পার্লস অক্সিমিটার কি? ধ) ১ ন্যানোসেকেন্ড ১ সেকেন্ডের কতভাগ? ন) কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন?
5 ماه پیش در تاریخ 1403/02/09 منتشر شده است.
23,482 بـار بازدید شده
... بیشتر