কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটাররিডার কাম ম্যাসেঞ্জোর পদের প্রশ্ন সমাধান: Exam Date: 01-09-2024

Job Exam Mate BD
Job Exam Mate BD
1.7 هزار بار بازدید - 6 روز پیش - কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটাররিডার
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটাররিডার কাম ম্যাসেঞ্জোর পদের প্রশ্ন সমাধান: Exam Date: 01-09-2024 PDF Question Link: https://drive.google.com/file/d/1QvMJI2C2NNjZ6GXJD56o-0BfB0bW69ue/view?usp=sharing সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503 আমাদের Facebook Page: https://www.facebook.com/profile.php?id=100063918170166 আমাদের Facebook Group : https://www.facebook.com/groups/822928402412283 আমাদের Facebook Page: https://www.facebook.com/profile.php?id=61553663979324&mibextid=ZbWKwL পূর্ণমান: ৬০, পরীক্ষার তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, সময়: ৬০ মিনিট ১. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার ‍উপরে নাই’- এটি কার উক্তি? ক. চণ্ডীদাস খ. স্বামী বিবেকানন্দ গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম উত্তর: ক. চণ্ডীদাস ২. ‘অনিন্দ্য’ শব্দের অর্থ কী? ক. নিন্দনীয় খ. আনন্দ গ. নিখুঁত ঘ. দুঃখ উত্তর: গ. নিখুঁত ৩. ‘সাগরকন্যা’ বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম? ক. কক্সবাজার খ. কুয়াকাটা গ. ভোলা ঘ. সেন্টমার্টিন উত্তর: খ. কুয়াকাটা ৪. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ক. ৯ টি খ. ১১ টি গ. ১২ টি ঘ. ১৫ টি উত্তর: খ. ১১ টি ৫. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ক. ধ্বনি খ. শব্দ গ. বর্ণ ঘ. অক্ষর উত্তর: ক. ধ্বনি ৬. যা দমন করা কষ্টকর। এক কথায়- ক. অদম্য খ. দুর্দমনীয় গ. দুর্নিবার ঘ. অনিবার্য উত্তর: খ ৭. সমাস ভাষাকে কি করে? ক. সংক্ষেপ করে খ. বিস্তৃত করে গ. অর্থপূর্ণ করে ঘ. অর্থের রূপান্তর করে উত্তর: ক. সংক্ষেপ করে ৮. মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি? ক. ৪ টি খ. ৭ টি গ. ৮ টি ঘ. ১১ টি উত্তর: ক. ৪ টি (এ, ঐ, ও, ঔ) ৯. লালসালু উপন্যাসের রচিয়তা কে? ১০. স্পেনের রাজধানীর নাম কী? ১১. বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা আছে? ১২. বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে? ১৩. জাপানের পতাকার রঙ কী? ১৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী চা বাগান আছে? ১৫. শব্দ: বর্ণ : আলো:---------? ক. অন্ধকার খ. চক্ষু গ. বুদ্ধি ঘ. জ্ঞান উত্তর: খ. চক্ষু ১৬. কচুশাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান? ১৭. সোনায় মরিচা ধরে না কেন? ১৮. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? ১৯. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? ২০. ইন্টারনেটের ব্যান্ডউইথ কি? ২১. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর: গ. ১৩৬ ২২. বিশ্বের কোন দেশের নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক? উত্তর: গ. অস্ট্রেলিয়া ২৩. আর্ন্তজাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? উত্তর: গ. ০৮ মার্চ ২৪. যেকোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম কয় চরণ গাওয়া হয়? ক. চার খ. পাঁচ গ. সাত ঘ. আট উত্তর: ক. চার ২৫. শুদ্ধ বানান কোনটি? উত্তর: ক. Collaboration ২৬. Choose the correctly spelt word. উত্তর: ক. Tsunami ২৭. আমার যদি পাখির মত ডানা থাকত। এর সঠিক ইংরেজি কোনটি? উত্তর: খ. Had I the wings of a bird! ২৮. The word Army is a-------------? ক. Proper Noun খ. Common Noun গ. Collective Noun ঘ. Material Noun উত্তর: গ. Collective Noun ২৯. Which word is an Adjective? ক. Organic খ. Orgam গ. Organise ঘ. Organically উত্তর: ক. Organic ৩০. The medicine-------my headache. উত্তর: খ. Relieved ৩১. ইয়াট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? উত্তর: ঘ. Yacht ৩২. Hand out এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে? উত্তর: খ. জ্ঞাপনপত্র ৩৩. I saw---------beggar. উত্তর: ক. a one-eyed ৩৪. The view------- the open window is very pretty. ক. through খ. by গ. for ঘ. along উত্তর: ক. through ৩৫. পানি: পাইপ: বিদ্যুৎ : -------------? ক. জেনারেটর খ. তার গ. আলো ঘ. মিটার উত্তর: খ. তার ৩৬. “কিশোর কবি” কার উপাধি? উত্তর: খ. সুকান্ত ভট্টাচার্য ৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে “নাইটহুড” উপাধিতে ভূষিত হন? উত্তর: ক. ১৯১৫ ৩৮. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দশন কোনটি? উত্তর: গ. চর্যাপদ ৩৯. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর: খ. ৬.১৫ ৪০. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি? উত্তর: ঘ. বীর উত্তম ৪১. টাকায় ১০ টি কমলা কিনে টাকায় ৮ টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ৪২. ১ থেকে ৫০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? ৪৩. রহিমের বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ১১০৫০ টাকা হয়েছে পূর্বে তার বেতন কত টাকা ছিল? ৪৪. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ২১ কিলোমিটার ও ৭ কিলোমিটার। তাহলে নদীপথে ৮৪ কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে? ৪৫. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২,৩,৫,৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকবে? ৪৬. ০২ টি সংখ্যার গুণফল ৬০০। এদের গ.সা.গু ১৫ হলে ল.সা.গু কত? ৪৭. এই ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? ১, ৫, ৭, ১৩, ২১, ৩৫,------------? ৪৮. Ten hours---------- to long to wait. ক. is খ. are গ. are ঘ. none উত্তর: ক. is ৪৯. The correct noun form of “see” is------- ক. seen খ. saw গ. sight ঘ. seeing উত্তর: গ. sight ৫০. Passive voice of “Never tell a lie.” উত্তর: ক. Let not a lie ever be told. ৫১. He is -----------to help him. ক. like খ. will গ. willing ঘ. none উত্তর: গ. willing ৫২. This is --------- useful book for research. ক. an খ. a গ. the ঘ. none উত্তর: খ. a ৫৩. পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত? ৫৪. ৫ টি গরু ১৫ টি ছাগলের মূল্যের সমান। ১ টি গরুর মূল্য ৬০০০ টাকা হলে একটি ছাগলের মূল্য কত হবে? ৫৫. একটি বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ৪০ মিটার হলে এর ক্ষেত্রফল কত? ৫৬. ১ মিটার = কত ইঞ্চি? ৫৭. ১ সরলকোণ সমান কত ডিগ্রি? ৫৮. ভাজক = ৫, ভাগফল = ৪ এবং ভাগশেষ = ১ হলে ভাজ্য কত? ৫৯. ১০ জন একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি ৫ জনের কতদিন লাগবে? ৬০. a+b = 7 এবং a^2+b^2=25 হলে নিচের কোনটি ab এর মান হবে?
6 روز پیش در تاریخ 1403/06/23 منتشر شده است.
1,749 بـار بازدید شده
... بیشتر