ভিয়েতনামী খাটো জাতের নারিকেলের বাম্পার ফলন - বাংলাদেশে

Krishi Bioscope
Krishi Bioscope
24.1 هزار بار بازدید - پارسال - ছোট ছোট গাছেই নারিকেল ধরে,
ছোট ছোট গাছেই নারিকেল ধরে, তিন বছরের মাথাতেই ফুল আসে... ৪-৫ বছরে শতাধিক নারিকেল ধরে গাছে। অসাধারণ এই নারিকেলের জাত নিয়ে শুরু থেকেই বলা হয়েছে এই জাতের  গাছের বিশেষ যত্ন প্রয়োজন। বিশেষকরে নিয়মিত পানি দিতে হবে কারণ এর রুট সিস্টেম আমাদের দেশি নারিকেল গাছের মত বিস্তৃত নয়। নিয়মমত সার দিতে হবে।
অনেকে আছে ফাকা মাঠে আম গাছের মত নারিকেলের গাছ লাগিয়েছেন কিংবা এমন জায়গাতে লাগিয়েছেন যেখানে পর্যাপ্ত আলো ও পাতা বিস্তৃত হওয়ার সুযোগ কম , সার দেয়া হলেও নিয়মিত পানি দেয়া হয়না। সেসব গাছে ভাল ফলন আশা করার সুযোগ নেই।
এমনসব বাগানের ভিডিও করে কিছু কিছু মানুষ এই নারিকেল সম্পর্কে নেগেটিভ প্রচারণা চালাচ্ছে অনেকদিন থেকে - এদের মধ্যে অশিক্ষিত রিপোর্টার যেমন আছে তেমনি শিক্ষিত অফিসারও আছে। কৃষি যে একটা বিজ্ঞান সেটা বুঝার ক্ষমতা এদের নেই।  এরা সব বোঝে শুধু আলাদা  যত্ন নিতে হবে সেটা বোঝে না। আর দিন দিন যে ডাবের দাম বাড়ছে, ঝুনা নারিকেল যে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে সেটাও বোঝে না। কিছুদিন পরে যদি ডাব ইম্পোর্ট করা লাগে সেটাও অবাক হওয়ার না।
যারা ইতোমধ্যে ভিয়েতনামী খাটো জাতের নারিকেল গাছ লাগিয়েছেন তাঁরা হতাশ না হয়ে যত্ন নিন। নিয়মিত পানি দিন। যৌক্তিক হিসেবে সার দিন। যত্নে কোন ত্রুটি আছেকিনা দেখুন- সে অনুযায়ী ব্যবস্থা নিন।
দেখবেন গাছ ভরে ফল এসেছে। নারিকেল গাছ  আমাদের দেশে হয়... এবং এটা আলাদা একটা নারিকেলের জাত মাত্র। শুধু পরিচর্যা ভিন্ন। কেউ যদি বলে আমাদের দেশের আবহাওয়ায় এটা হবে না তাহলে তার জানাবুঝার ঘাটতি আছে নিশ্চিত।      
কৃষিই সমৃদ্ধি ।
پارسال در تاریخ 1402/04/13 منتشر شده است.
24,153 بـار بازدید شده
... بیشتر