আর কেউ আপনার কথা রেকর্ড করতে পারবে না ।। গুরুত্যপূর্ন টিপস ।। itcenter

Tech Shariear
Tech Shariear
12.7 هزار بار بازدید - پارسال - #callrecording
#callrecording
#callrecorder
#google
#callrecordingsetting
#importance
call recording,call recording setting,call recording app 2023,
baton phone call recording,call recording app for android,auto call recorder samsung
Call Recorder: থার্ড পার্টি অ্যাপ না থাকলেও থাকছে চিন্তা
কিছুদিন আগেও কল রেকর্ডিংয়ের জন্য অনেক অ্যাপ ছিল। যে কারণে গোপনে কল রেকর্ড করত পারত যেকেউ। তবে সেই ক্ষেত্রে স্মার্টফোন থাকলেই করা যেত এই কাজ। অপর প্রান্তের ব্যক্তি জানতেও পারতেন না তার কল রেকর্ডিংয়ের কথা। সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে সেই সব অ্যাপ সরিয়ে দিয়েছে কোম্পানি। এখন এই থার্ড পার্টি অ্যাপস দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে কোনও কল রেকর্ড করা যাবে না।

Tech Tips: কীভাবে চলছে কল রেকর্ডিং ?
থার্ড পার্টি অ্যাপ না থাকলেও ফোনে দেওয়া ইনবিল্ট কল রেকর্ডিং ফিচার ব্যবহার করা যাচ্ছে এই কাজে। তাই আপনার সন্দেহ হলে সহজেই কল রেকর্ডিংয়ের বিষয়ে বুঝতে পারবেন। আপনি যার সঙ্গে কথা বলছেন, তিনি কল রেকর্ড করছেন কিনা বুঝতে করতে হবে এই কাজ। এর জন্য আপনাকে শুধু কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

কল রেকর্ডিংয়ের বিষয়ে কীভাবে বুঝবেন ?

থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপগুলি বন্ধ থাকার একটি বড় সুবিধা হল, আপনি কল রেকর্ডিংয়ের বার্তা শুনতে পাবেন৷ যার অর্থ, আপনি ফোনে যার সঙ্গে কথা বলছেন, তিনি যদি আপনার কল রেকর্ড করেন, তাহলে আপনি একটি 'অ্যালার্ট সাউন্ড' পাবেন। কিন্তু পুরনো অ্যান্ড্রয়েড ফোন ও ফিচার ফোনে এই সুবিধা নেই। এর জন্য আপনাকে অন্য পদ্ধতি অনুসরণ করতে হবে। অনেক দেশে কল রেকর্ডিং ফিচার অবৈধ ঘোষণা করা হয়েছে। এই কারণে ফোন কোম্পানিগুলো কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে বিপ সাউন্ডের ফিচার যোগ করে। অতএব, আপনি যদি কথা বলার সময় একটি বিপ শব্দ শুনতে পান, তবে এর অর্থ হল আপনার কল রেকর্ড করা হচ্ছে। কল রিসিভ করার পর যদি দীর্ঘ সময় ধরে বিপ শব্দ হয়, তাহলে এটি কল রেকর্ডিংয়ের একটি সতর্ক বার্তা।


আসসালামু আলাইকুম,
ইনফরমেশন রিলেটেড ভিডিও তৈরি করা হয় এই চ্যানেলে ।
আমার দেওয়া সকল তথ্য গুলো সত্য
আশা করছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে।
নতুন নতুন সব আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাব্সস্ক্রাইব করবেন ।
پارسال در تاریخ 1402/03/29 منتشر شده است.
12,750 بـار بازدید شده
... بیشتر