আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া - দিতি দাসের ধামাইল গান Dithi Das Dhamail l Asbe Shyam Kaliy

Sylhet Tradition
Sylhet Tradition
485.4 هزار بار بازدید - 2 سال پیش - Asbe shyam Kaliya Kunjo Sajao
Asbe shyam Kaliya Kunjo Sajao Giya আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া

Singer: Dithi Das (দিতি দাস)
Lyrics & Tune: Radharaman Datta  (রাধারমন দত্ত)
Music: Sumon Dewan সুমন দেওয়ান
Dancer: Mou , Jerin, Prithi , Anjona , Soniya (জেরিন , মৌ , প্রীতি , অঞ্জনা , সনিয়া)
DOP: Juwel Islam &  Kayesh (জুয়েল ইসলাম , কায়েস আহম্মদ)
Edit & Color: Tuhin Islam (তুহিন ইসলাম)
Light: Team MB Gallery (টিম এমবি গ্যালারি)
Direction: Mostaque Bahar (মোস্তাক বাহার)

#dithidas #dhamail #dhamailgan #dhamali #radharaman #ধামাইল
গানের কথাঃ
আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া (রাইগো)
কেনো গো রাই কাঁদিতেছো পাগলিনী হইয়া।

জাতি যুথি ফুল মালতি আনগো তুলিয়া
এগো মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া।

আতর গোলাপ চুয়া-চন্দন কটরায় ভরিয়া।
এগো বন্ধু আইলে দিও চন্দন ছিটাইয়া ছিটাইয়া।

লং এলাচি জয়ফল জাতি বাটাতে সাজাইয়া
আমার বন্ধু আইলে দিও খিলি মুখেতে ‍তুলিয়া

ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
এগো আসবে তোমার প্রাণবন্ধু বাঁশিটি বাজাইয়া।

Asbe shyam kalia Lyrics:
Asbe Shyam Kalia kunjo sajaw gia
keno go rai kaditecho pagolini hoiya

jati juthi ful maloti anogo tulia
ego monononge sagaw kunjo sob sokhi milia

ator golap chua chondon kotoray voria
bondhu aile dio chondon chitaiya chitaiya

long elachi joyfol batate sajaiya
amar bondhu aile dio khili mukhete tulia

Vaibe radharaman bole monete vabia
ego asbe tomar prano bondhu bashiti bajaia

Any Query:
Cell: 01767 661288
Email: [email protected]

ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।

এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ। তবে সম্প্রতি বিভিন্ন এলাকায় পুরুষদের মাঝেও এ নাচ বেশ জনপ্রিয়।

Sylhet Tradition - সিলেটি ঐতিহ্য
2 سال پیش در تاریخ 1401/12/10 منتشر شده است.
485,475 بـار بازدید شده
... بیشتر