ইংরেজি শিখতে কোন গ্রামার বই কিনবেন || ইংরেজি শেখার জন্য কোন বইগুলো বেস্ট || English grammar books

English Learning Point BD
English Learning Point BD
6 هزار بار بازدید - پارسال - #English_Learning_Point_bd
#English_Learning_Point_bd #minarul_islam #english_grammar #minarul_sir
#grammar_books


অনেকেই ইংরেজি শিখতে চায় কিন্ত কিভাবে শিখবেন, কোন গ্রামার বই কিনবেন এমন সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিও।

অনলাইন ব্যাচে ভর্তি সংক্রান্ত তথ্য
Learning English Zero to Advance Course

বর্তমান প্রতিযোগীতা মুলক বিশ্বে ইংরেজি জানাটা অত্যান্ত জরুরী। আমাদের অনেকেই আছে যারা অন্যান্ন বিষয়ে অনেক দক্ষ কিন্ত ইংরেজিতে দূর্বল আবার অনেকেই আছে যারা ইংরেজিতেও ভাল রেজাল্ট করে কিন্ত ব্যাসিকলি ইংরেজিতে দূর্বল। নিজে থেকে ইংরেজিতে ফ্রি হ্যান্ডে  লিখতে পারে না বা কথা বলতে পারে না।
এছাড়া আপনারা যারা এই বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। আপনাদের পরীক্ষা তো শেষ। এই সময়টি কিন্তু আপনি খুব ভালো ভাবে কাজে লাগাতে পারেন। মনে রাখতে হবে পরীক্ষা শেষ মানে কিন্ত লেখা পড়া শেষ নয়। সবে তো শিক্ষা জীবনের প্রথম ধাপ পার হতে যাচ্ছেন। সামনে কিন্ত এখনও দীর্ঘ রাস্তা বাকি। আর আপনার বাকি রাস্তাটা সহজ এবং সাফল্য মন্ডিত করতে ইংরেজি জানাটা অত্যান্ত জরুরী। তাই আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এই সময়টি অলস ভাবে না কাটিয়ে স্বল্প মূল্যে অল্প সময়ে ইংরেজি ভাষাটা শিকড় থেকে শিখে নিতে পারেন। আপনাদের এই সময়টিকে সঠিক ভাবে কাজে লাগাতে আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে Learning English Zero to Advance Course এর ৪র্থ ব্যাচ।

এখন প্রশ্ন হচ্ছে কী শিখবেন এই কোর্সে?

এই কোর্স থেকে আপনি ইংরেজি ভাষাটায় শিখে যাবেন।
কারন এই কোর্স থেকে আপনি ইংরেজি ভাষা একদম জিরো লেভেল থেকে ধাপে ধাপে এ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। Reading, Writing, Listening and Speaking এই চারটি বিষয়ে এক সাথেই দক্ষ হয়ে উঠবেন। এছাড়া আপনাদের পরবর্তী শিক্ষা জীবনে ইংরেজির ভয় সারা জীবনের জন্য কাটিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ।

একটি কমন প্রশ্ন হচ্ছে অনেক Grammar  জানার পরেও ইংরেজি ভালো পারি না কেন?

এই প্রশের সঠিক উত্তর হচ্ছে আমরা বিচ্ছিন্ন ভাবে ইংরেজি গ্রামার শিখি। কোনটার পরে কোনটা শিখতে হবে তার ধারাবাহিকতা মেইনটেইন করি না। এছাড়া একই শব্দের পূর্বে কখনও Article  ব্যবহার হয়, কখনও Preposition  ব্যবহার হয়, কখনও দুটোই ব্যবহার হয় আবার কখনও কোনটায় ব্যবহার হয় না। বাক্যের কোন অংশ আগে ব্যবহার হয় এবং কোন অংশ পরে ব্যবহার হয়? এর সঠিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। যার ফলে অনেক Grammar জানার পরেও আমরা ইংরেজিতে দূর্বল।
এই প্রশ্নের সঠিক সমাধান পাবেন  Learning English Zero to Advance Course এ। এই কোর্সের মাধ্যমে ইংরেজি আপনার কাছে ধরা দেবে এক নতুন রুপে যা আপনি আগে কখনই ভাবেননি। এক কথায় একদম শিকড় থেকে ইংরেজি শিখতে এই কোর্সে ভর্তি হতে পারেন।

কখন এবং কিভাবে ক্লাস হবে?
আগামী ৫ জুন সন্ধ্যা ৭.৩০ টা থেকে Meet এ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস হবে। লাইভে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। এছাড়া পরবর্তী দেখার জন্য রেকর্ড ক্লাস থাকবে।

কত দিনের কোর্স এবং কোর্সের ফি কত টাকা?

এই কোর্সটি মাত্র দুই মাসের। এখন প্রশ্ন হচ্ছে মাত্র দুই মাসে কি ইংরেজি শেখা সম্ভব? এর উত্তর হচ্ছে হ্যাঁ। শুধু সম্ভব নয়, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমার উপরই ছেড়ে দিন। আর এই দুই মাসের কোর্স ফি ৫০% ছাড়ে মাত্র ২৫০০ টাকা। তবে প্রথম ২০ জনের জন্য আরো ৫০০ টাকা ছাড়। অর্থাৎ প্রথম ২০ জনের জন্য মাত্র ২০০০ টাকা।

কিভাবে ভর্তি হবেন?

কোর্স ফি ০১৮৫৫৩৫৭৫৯২ (বিকাশ/নগদ পার্সোনাল) সেন্ড মানি করে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার শেষের  চারটি নাম্বার, আপনার নাম ও জেলার নাম একই নাম্বারে অথবা হোয়টসএ্যাপে ম্যাসেজ করবেন। তারপর বাকি দায়িত্ব আমার।
প্রয়োজনে উপরে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসএ্যাপে কল করতে পারেন।
আরো বিস্তারিত জানতেঃ
How to learn English in Bangla || ইংর...


Contact E-mail: [email protected]
Whatsapp no: 01855357592
Personal fb ID: Facebook: minarulislam004
Minarul Islam fans group: Facebook: 512637662866491
Like page: Facebook: elpbd21
پارسال در تاریخ 1402/03/14 منتشر شده است.
6,099 بـار بازدید شده
... بیشتر