#দুবাই থেকে ওমান মাত্র ১০০ দিরহামে #Dubai To Oman only 100 AED সুন্দর দেশ ওমান #Beautiful Oman

Maximous SiD
Maximous SiD
35.4 هزار بار بازدید - 2 سال پیش - বাংলাদেশের শ্রমশক্তির একটি ‘বড় বাজার’
বাংলাদেশের শ্রমশক্তির একটি ‘বড় বাজার’ ওমান। বর্তমানে ওমানে প্রায় ৬ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনাতে অবস্থিত রাষ্ট্র। ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকারী নাম ওমান সুলতানাত। ওমানের পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। মাসকাত ওমানের রাজধানী এবং বৃহত্তম নগর। হাজার বছর পূর্বে ওমান ছিল সমুদ্রবেষ্টিত দেশ। এদেশের ছেলেরা সাধারণত সাদা জোব্বা পরে। মেয়েরা পোশাকের সঙ্গে হিজাব পরে। সুমেরীয় সভ্যতার প্রাচীন ফলকে ওমানের তামার খনির উল্লেখ আছে। ওমানের সুলতান হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান। ওমানের সুলতানেরা বংশানুক্রমে ক্ষমতায় আসেন। ওমানের শতকরা ৮০ ভাগেরও বেশি এলাকা মরুভূমি, ১৫% পর্বত এবং মাত্র ৩% উপকূলীয় সমভূমি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মাজলিস আল জিন এখানে অবস্থিত। সারা বছর খুব গরম পড়ে এবং আবহাওয়া খুব শুকনো। তবে সমুদ্রতীরের জলবায়ু আর্দ্র। শতকরা ৫০ ভাগ লোক রাজধানী মাস্কাট ও বাটিনাহ শহরে বাস করে। দেশের শতকরা ১ ভাগেরও কম জায়গা কৃষিকাজের উপযোগী। এর বেশিরভাগই খেজুরবাগান। খেজুর ছাড়াও টমেটো, তরমুজ এবং কলার চাষ হয়। দেশের ভেতরে কোনও নদী বা খাল নেই। অনেককাল আগে মানুষ সেচের জন্য খাল তৈরি করেছিল। এখনও সেখানে থেকেই পানির ব্যবস্থা করা হয়। ওমানে বহু বিদেশীর বাস। এখানকার ৩৩ লক্ষ লোকের মধ্যে প্রায় ৭ লক্ষ লোক ওমানি নাগরিক নন, মূলত ভারত, পাকিস্তান ও ইরান থেকে আগত বিদেশী কর্মী। ওমান মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশী বৈচিত্র্যপূর্ণ পরিবেশের অধিকারী দেশ। দেশটি নিজেকে একটি সফল সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ওমানের আকর্ষণীয় পর্যটন স্থলসমূহের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর প্রকৃতি, সৈকত, প্রাচীন বাজার, দুর্গ, প্রাচীন বসতি, স্তম্ভ এবং জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য এলাকাসমূহ। দর্শনার্থীরা ভ্রমণ, পাহাড়ে আরোহন কচ্ছপ ডলফিন ও পাখি দর্শন এবং মরুভূমিতে সাফারিসহ বিভিন্ন আনন্দ দায়ক কর্মকান্ডে অংশ নিতে পারেন। ইউনেস্কো ওমানের দক্ষিণাঞ্চলীয় সালাহ নগরী এবং বহু প্রাচীন নিদর্শন স্থল বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে তালিকাভুক্ত করেছে। ওমানের লোকেরা খুব অতিথিপরায়ণ। অতিথিকে খেজুর, এলাচ দিয়ে তৈরি কফি (কাহওয়া) এবং অন্যান্য ফল দিয়ে তারা আপ্যায়ন করে। নানারকম ঝাল মাংস ওমানের লোকদের প্রিয়। তাদের প্রতিদিনের খাবার তালিকায় মুরগি, মাছ আর খাসির মাংস থাকবেই। এছাড়া বিশেষ পছন্দের পানীয় হচ্ছে লাবান। লাবান হল এলাচের গন্ধওয়ালা এক ধরনের লবণাক্ত ঘোল। ঈদের সময় তারা নানারকমের হালুয়া রান্না করে। ওমানের আয়তন তিন লাখ নয় হাজার ৫০০ বর্গকিলোমিটার। আয়তন বড় হলেও দেশটির জনসংখ্যা কম। আসলে জনবসতি হওয়ার মতো জায়গাই তো কম, মোট স্থলভাগের মাত্র ৩ শতাংশ। description credit : রাজীব নুর Instagram : https://www.instagram.com/maximous_sid/?hl=en TikTok : https://www.tiktok.com/@maximous_sid Facebook : https://www.facebook.com/anm.sid.921
2 سال پیش در تاریخ 1401/02/21 منتشر شده است.
35,461 بـار بازدید شده
... بیشتر