পবিত্র কোরআন এর ৫টি অলৌকিক তথ্য।

Sabbir Ahmed SR
Sabbir Ahmed SR
65.3 هزار بار بازدید - 5 سال پیش - পবিত্র কোরআনের পাঁচটি বিস্ময়কর নিদর্শন.
পবিত্র কোরআনের পাঁচটি বিস্ময়কর নিদর্শন
. .
১) জীবনের মুল উপাদান।
** আমি সমস্ত জীব-কে সৃষ্টি করেছি পানি থেকে। তবুও কি তারা বিশ্বাস করবে না ? (২১ঃ৩০) **
.
২) লোহা
** আর আমি লোহা নাযিল করেছি যার মধ্যে রয়েছে বিরাট শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যান। (৫৭ঃ২৫)**
.
.
৩) আকাশ – সুরক্ষিত ছাদ
*** আর আমি আকাশকে করেছি একটি সুরক্ষিত ছাদ; অথচ তারা আমার এ সমস্ত নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। (২১ঃ৩২) ***.
.
৪) পাহাড়
*** আমি কি জমিনকে বিছানা বানাই নি?
আর পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মত। ? (৭৮ঃ৬-৭)***
.
৫) সমুদ্র
** অথবা তাদের উপমা সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে ছেয়ে আছে ঢেউ এর উপরে ঢেউ, যার উপরে রয়েছে ঘন কালো মেঘ; একের উপর এক অন্ধকার। মানুষ নিজের হাত বের করলে তাও দেখতে পায় না ৷  যাকে আল্লাহ আলো দেন না তার জন্য আর কোন আলো নেই ৷ (২৪ঃ৪০)**
.
** শীঘ্রই আমি তাদেরকে সবখানে আমার নিদর্শনসমূহ দেখাবো এবং তাদের নিজেদের মধ্যেও৷ যাতে তাদের কাছে একথা পরিষ্কার হয়ে যায় যে, এ কুরআন যথার্থ সত্য; এটাই কি যথেষ্টে নয় যে, তোমার রব প্রতিটি জিনিস দেখছেন ? (৪১ঃ৫৩) **
5 سال پیش در تاریخ 1398/07/19 منتشر شده است.
65,338 بـار بازدید شده
... بیشتر