আব্বাসী খলীফা হারুনের সাথে তৎকালীন বিখ্যাত পাগল বাহলুলের কথোপকথন। حوار تاريخي بين الرشيد وبهلول।

Arshad Ansary
Arshad Ansary
546.9 هزار بار بازدید - 5 سال پیش - আব্বাসী আমলের সবচেয়ে প্রসিদ্ধ ও
আব্বাসী আমলের সবচেয়ে প্রসিদ্ধ ও তাক্বওয়াবান খলীফা হারুনুর রশীদের সাথে বাহলুলের এই ঘটনা বেশ প্রসিদ্ধ। বাহলুল ছিলেন হারুনুর রশীদের আমলের একজন হাকীম ও মা'রেফাতি জ্ঞানের অধিকারী। কিন্তু তিনি সে সময় পাগল হিসেবেই বিখ্যাত ছিলেন। অনেকেই বলেন, তিনি মানুষ থেকে বাঁচতে পাগলামো প্রদর্শন করতেন। ইমাম হাসান নিসাপুরী তার 'উক্বালাউল মাজানিন' গ্রন্থে এই ঘটনা উল্লেখ করেন।

-হে হারুন! হে উন্মাদ! তোমার কখন বুঝ হবে?
-পাগল আমি নাকি তুমি?
-আমি তো নিজেকে বুদ্ধিমানই মনে করি
-তোমার আবার কখন থেকে বুঝ আসা শুরু করলো?
-কারণ আমি জানি, তোমার এই প্রাসাদ অস্থায়ী। আর এই কবর স্থায়ী। তাই আমি একে আবাদ করেছি। কিন্তু তুমি তোমার প্রাসাদকে আবাদ করে এই কবরকে অনাবাদ করেছ। তাই তুমি আবাদী স্থান হতে অনাবাদী স্থানে যেতে চাওনা। অথচ তুমি জান, সে স্থানে তোমার যেতেই হবে। এই কবরগুলোতে এসে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করেছি: সম্মানিত - লাঞ্চিতরা আজ কোথায়? রাজত্বের কারণে দাম্ভিক ব্যক্তিগণ আজ কোথায়? কোথায় আজ অহংকারী প্রশংসিত ব্যক্তিগণ? হারুন! তোমার এই কাজগুলো কি পাগলামো নয়?
-ওয়াল্লাহি! তুমি সত্য বলেছ।
আমাকে আরও নসিহত কর।
-আল্লাহর কিতাবকে আঁকড়ে ধর, সেটাই যথেষ্ট। সেখানে যেমন রয়েছে সংবাদ তেমনি রয়েছে শিক্ষা।
-তোমার কোন প্রয়োজন থাকলে বল আমি পূরণ করে দিবো।
-হাঁ তিনটি প্রয়োজন। যদি পূরণ করে দিতে পার ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হবে।
-বল তাহলে।
-আমার বয়স বাড়িয়ে দাও।
-আমি পারবোনা।
-আজ্রাইল থেকে আমাকে রক্ষা কর।
-আমার সামর্থ নেই।
-আমাকে জান্নাতে প্রবেশ করাও, জাহান্নাম থেকে বাচাও।
-আমার সে শক্তি নেই।
-তাহলে জেনে রাখ তুমি বাদশাহ নও, গোলাম। আর কোন গোলামের নিকট আমার কোন প্রয়োজন নেই।
5 سال پیش در تاریخ 1398/11/22 منتشر شده است.
546,903 بـار بازدید شده
... بیشتر