Pothe Ebar Namo Sathi ।। পথে এবার নামো সাথী ।। সলিল চৌধুরী ।। Harmonica Cover ।। Rana

Rana Harmonica
Rana Harmonica
9.8 هزار بار بازدید - 9 ماه پیش - Pothe Ebar Namo Sathi ।।
Pothe Ebar Namo Sathi ।। পথে এবার নামো সাথী ।। সলিল চৌধুরী ।। Harmonica Cover ।। Rana কথাঃ সলিল চৌধুরী সুরঃ সলিল চৌধুরী পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবেই জানা পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবেই জানা অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে (সংশয়ে) এসো এবার দ্বিধার বাধা পার হয়ে (পার হয়ে) অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে (সংশয়ে) এসো এবার দ্বিধার বাধা পার হয়ে (পার হয়ে) তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা? (কিসের মানা?) হবে চেনা, হবেই জানা পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবেই জানা তখন এ গান তোলে তুফান, নবীন প্রাণের প্লাবণ আনে দিকে দিকে (দিকে দিকে) তখন এ গান তোলে তুফান, নবীন প্রাণের প্লাবণ আনে দিকে দিকে (দিকে দিকে) কিসের বাধা? (কিসের বাধা?) বিপদ বরণ, মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে (যায় হেঁকে) তখন এ গান তোলে তুফান, নবীন প্রাণের প্লাবণ আনে দিকে দিকে (দিকে দিকে) তখন এ গান তোলে তুফান, নবীন প্রাণের প্লাবণ আনে দিকে দিকে (দিকে দিকে) কিসের বাধা? (কিসের বাধা?) বিপদ বরণ, মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে (যায় হেঁকে) তখন তো আর শোষণ বাঁধন মানবো না (মানবো না) সবার এ দেশ, সবার ছাড়া তো জানবো না (জানবো না) তখন তো আর শোষণ বাঁধন মানবো না (মানবো না) সবার এ দেশ, সবার ছাড়া তো জানবো না (জানবো না) পরোয়া নেই আকাশ বাতাস হবে আশার পরোয়ানা কিসের মানা? (কিসের মানা?) হবে চেনা, হবেই জানা পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবেই জানা পথে এবার নামো সাথী, নামো #instrumentalmusic #ranaharmonica #mouthorgan #salilchoudhary #ganasangeet #potheebarnamosathi
9 ماه پیش در تاریخ 1402/10/12 منتشر شده است.
9,899 بـار بازدید شده
... بیشتر