ইংরাজিতে অনর্গল কথা বলুন এই ৫০ টি বাক্য শিখে || Learn to Speak English Fluently in Bangla easily

Bangla to English Speaking Course
Bangla to English Speaking Course
1.8 میلیون بار بازدید - 6 سال پیش - ইংরাজিতে অনর্গল কথা বলুন এই
ইংরাজিতে অনর্গল কথা বলুন এই ৫০ টি বাক্য শিখে- Learn to Speak English Fluently in Bangla easily at home using only one tips. It is very helpful for you at the beginner level. You can learn English easily without fear and any hesitations. Learning English is very difficult for some people but I hope it will help them a lot.  

আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজিতে একদমই কথা বলতে পারেন না তাদের জন্য। ইংরেজিতে কথা বলতে না পারার নানান কারন হতে পারে। যেমন কেউ ভয় পায় আবার কেউ ইংরেজি জানে কিন্তু বলতে লজ্জা পায়। ইংরেজি শিখতে গেলে সবার প্রথমে ভয় এবং লজ্জাকে দূরে সরাতে হবে তবেই আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন।

ইংরেজি শেখার অনেক পদ্ধতি আছে, আপনি যদি ইন্টারনেটে search দেন তো হাজার হাজার টিপস পেয়ে যাবেন। যেমন –How to learn English easily? কিংবা How to learn English through Bengali?  ইত্যাদি। কিন্তু জানেন কি এই সব টিপস দিয়ে কিছুই হয় না। শুধুমাত্র মনে একটা স্বান্তনা আসে যে আমি পদ্ধতি গুলো শিখে গেছি। এবার ইংরেজিটা গড় গড় বলেই ফেলব। বাস্তবটা এত সহজ নয় বন্ধু।

ইংরেজি শিখতে চাই আপনার অসীম ধৈর্য আর নিয়মিত অভ্যাস। অনেকেই আছেন একদিন পড়া শুরু করলেন তো আর দশদিন কোন পাত্তাই নেই। এ রকম করলে হবে না। আপনার যদি একঘণ্টা সময় থাকে তো সেটা নিয়মিত চালিয়ে যান। এই নিয়মিত অভ্যাসই আপানকে একদিন ইংরেজি বলতে শেখাবে।

অনেকে করেন কি ইংরেজি শেখার জন্য Dictionary নিয়ে বসে পড়েন মুখস্ত করতে। কারন ইংরেজি বলতে গেলে vocabulary লাগবে, তাই! আরে থামুন থামুন। আপনাকে কেউ বলেনি  গোটা Dictionary টা মুখস্ত করতে। আর গোটা Dictionary টা মুখস্ত করে নিলেই কি আপনি ইংরেজি বলতে পারবেন? না পারবেন না। এটা করলে যদি ইংরেজি বলা হয়ে যেত তাহলে সবাই তাই করত। আর সবাই ইংরেজি বলতে পারত।

তো চলুন আমি বলে দিই ইংরেজি শেখার সহজ একটি পদ্ধতি- আপনি একদম ছোট ছোট ইংরেজি বাক্য শিখতে শুরু করুন। তাহলে কি হবে ? একদিকে যেমন আপনি বাক্যের গঠন শিখতে পারবেন। তারসাথে আপনার vocabulary শেখা হয়ে যাবে। তারমানে আপনি একটি word শিখলেন এবং তার সাথে word টির ব্যবহারও সিখতে পারলেন। মানে 2 in 1 এর মত কাজ করবে। আর আপনার শিখতেও ভালো লাগবে। তাছাড়া বাক্যগুলি আপনি আপনার প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারবেন। আর আমার মনে হয় এটাই ইংরেজি শেখার সবচেয়ে ভালো পন্থা।



ইংরাজি শেখার জন্য আরও কিছু ভিডিওঃ ইংরাজি শিখুন খুব সহজে। ইংরাজিতে ভয় আর নয়!

Follow me on Facebook
Facebook: B2ESC

Watch my YouTube channel:
banglatoenglishspeakingcourse

Subscribe My Channel"Bangla to English speaking course"
https://goo.gl/sZwqSz

Follow me on Google+
https://goo.gl/TEjgGM
6 سال پیش در تاریخ 1397/12/16 منتشر شده است.
1,856,725 بـار بازدید شده
... بیشتر