Antazol nasal dropনাক বন্ধ হলে এন্টাজল দিলে কি ক্ষতি হয়?নাক বন্ধ হয়ে শ্বাসের সমস্যা?ড্রপ নেশা নয়,

healthcare with ripon
healthcare with ripon
8.9 هزار بار بازدید - 3 سال پیش - এটি সাধারণ স্যালাইন দিয়ে তৈরি
এটি সাধারণ স্যালাইন দিয়ে তৈরি বলে দীর্ঘদিন ব্যবহারে কোনো সমস্যা দেখা দেয় না। এটি এক ফোঁটা করে দুই নাসাছিদ্রে দিনে তিন-চারবার ব্যবহারে সাধারণত নাক বন্ধ ভালো হয়ে যায়। তবে দীর্ঘদিন নাক বন্ধ থাকলে বা ভালো না হলে বিশেষজ্ঞ চিকিত্‍সকের পরামর্শ নিতে হবে

#শিশুর সর্দিতে নাকের ড্রপ,
নাকের ড্রপ ব্যবহারে সতর্কতা,
সর্দিতে নাক বন্ধ,
শিশুদের সর্দি ও নাক বন্ধ,বন্ধ নাকের সমস্যা দূর করে ফেলুন,
antazol nasal drop,
nasal drop,
square pharmaceuticals ltd,
সর্দিতে নাকের ড্রপ,
সর্দিতে নাকের ড্রপ এ্যান্টাজোল ০.১%

নাক বন্ধ হলে করনীয়,
নাক বন্ধ হয়ে শ্বাসকষ্ট,
বন্ধ নাক খোলার স্প্রে,

ঠান্ডায় নাক বন্ধ হলে ঔষধ,

নাক বন্ধ হওয়ার কারণ,
এন্টাজল নাকের ড্রপ,
শিশুর নাক বন্ধ হলে করণীয়,
বন্ধ নাক খোলার ড্রপ,
নাকের ড্রপ কতদিন ব্যবহার করা যায়,
এন্টাজল নাকের ড্রপ কাজ কি,
এন্টাজল নাকের ড্রপ,
এন্টাজল নাকের ড্রপ দাম,
বড়দের নাকের ড্রপ,
স্যালাইন নাকের ড্রপ,
বাচ্চাদের নাকের ড্রপ,
রাইনোজল ড্রপ,
নাকের ড্রপের নাম,
এন্টাজল প্লাস,

#নাকের ড্রপ প্রায় সবার কাছেই একটি পরিচিত ওষুধ। এ নাকের ড্রপ কয়েক ধরনের হয়ে থাকে। ধরন অনুযায়ী এর ব্যবহারও বিভিন্ন। কিন্তু সাধারণ লোকজন জানেন, নাক বন্ধ হলেই নাকের ড্রপ ব্যবহার করতে হয়। সাধারণের এ ধারণা ঠিকই আছে। তবে কথা হচ্ছে, কতদিন ব্যবহার করতে হবে? অনেকেই জানেন না নাকের এসব ড্রপ বেশি দিন ব্যবহার করা যায় না। বিশেষ করে জাইলোমেটাজোলিন ও অক্সিমেটাজোলিন জাতীয় নাকের ড্রপ বেশি দিন ব্যবহার করা ঠিক নয়। বেশি দিন এ ড্রপ ব্যবহারে নাকে সমস্যা দেখা দেয়। সাধারণত সর্দি কিংবা অ্যালার্জিজনিত কারণে নাক বন্ধ থাকলে সাময়িকভাবে স্বল্প সময়ের জন্য এ জাতীয় ড্রপ ব্যবহারের নিয়ম রয়েছে। এ স্বল্প সময়ের দৈর্ঘ্য ৭ থেকে ১০ দিনের বেশি না হওয়াই ভালো। তারপরও যদি প্রয়োজন হয় সেটা চিকিৎসকই নির্ধারণ করবেন। কিন্তু  অনেকেই নিজের ইচ্ছামতো এ ড্রপ ব্যবহার করে থাকেন মাসের পর মাস কিংবা বছরের পর বছর। মাঝেমধ্যে কিছু সময় বা দিনের জন্য ব্যবহার বাদ থাকলেও আবার তা ব্যবহার করেন নিরুপায় হয়ে। এভাবে এতটা দীর্ঘ সময় ধরে ড্রপ ব্যবহারকারীদের কথা একটাই, ড্রপ ব্যবহার না করলে চলে না কিংবা ড্রপ ব্যবহার না করলে নাক বন্ধ থাকে। যাদের অবস্থা সংকীর্ণ তারা হয়ত বলেন, ড্রপ ব্যবহার করলে নাক কিছুটা খোলে কিন্তু একটু পরই আবার বন্ধ হয়ে যায়, ব্যবহার না করে থাকতে পারছি না। কিন্তু  অনেকেরই জানা নেই দীর্ঘদিন ধরে নিয়মিত নাকের ড্রপ ব্যবহারের কারণেই পর্যায়ক্রমে তাদের নাক বন্ধের এ সমস্যার সৃষ্টি হয়েছে। যে নাকের ড্রপ ব্যবহারে একসময় নাক খুলে যেত, সেই ড্রপই এখন কিছুটা সময়ের জন্য নাক খুলে দিয়ে একটু পরই নাকের পথকে বন্ধ করছে। জাইলোমেটাজোলিন ও অক্সিমেটাজোলিন জাতীয় নাকের ড্রপ দীর্ঘদিন ধরে ব্যবহার করলেই নাকের এ ধরনের সমস্যা দেখা দেয়। এটা এ জাতীয় ওষুধের স্বীকৃত পার্শ্বপ্রতিক্রিয়া, যার নাম রিবাউন্ড কনজেশন। রিবাউন্ড কনজেশন কথার সাধারণ অর্থ হচ্ছে প্রতিক্ষিপ্ত হয়ে বন্ধ হওয়া। এ জাতীয় ড্রপ অতিদীর্ঘ সময় ধরে ব্যবহার করলে এ ড্রপই নাককে বন্ধ করে দেয়। অস্বস্তিকর এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য রোগী যখন আবার এ ড্রপ ব্যবহার করে তখন কয়েক মিনিটের জন্য নাক কিছুটা খুলে গেলেও নাসারন্ধ্রের দুই পাশে অবস্থিত ঝিল্লির আবরণযুক্ত মাংসপিণ্ডের ন্যায় বস্তুগুলো ফুলে গিয়ে আবার নাক বন্ধ হয়ে যায়। কাজেই এ ধরনের অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য নাকের ড্রপ ব্যবহার সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়। নাকের ড্রপ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত নয়। তারপরও যদি নাক বন্ধ থাকে তখন একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শক্রমে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত। মনে রাখতে হবে নাকের ড্রপ দেওয়া হয়ে থাকে তীব্র সমস্যা থেকে পরিত্রাণের জন্য। বিশেষ করে নাকের কোনো অপারেশনের পর এটি হরহামেশাই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া নাক বন্ধ এবং কানের কিছু সমস্যায় এ ড্রপ ব্যবহারে সুনির্দিষ্ট উপকার পাওয়া যায়। কিন্তু অনেকেই নাকের অ্যালার্জি ও নাকের হাড় বাঁকা থাকার কারণে নাক বন্ধের জন্য এ ড্রপ ইচ্ছামাফিক ব্যবহার করেন। যার পরিণামে এক সময়ে ড্রপ ব্যবহারের কিছুক্ষণ পর নাক আরও বন্ধ হয়ে যায়। তবে সব ধরনের ড্রপেই যে নাক বন্ধ হবে তা কিন্তু নয়।
Hi....
I am best Unkowen Information,
Well come my Youtub channel
Disclaimer:
এই চ্যানেলটির মাধ্যমে আমরা ওষুধ ও স্বাস্থ্য  সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরি। আমরা কোন ওষুধ লিখি না বা আমরা আপনাকে কোন প্রকার ওষুধ সেবন করার পরামর্শও দেই না। যে কোন ওষুধ ব্যবহার করার আগে একজন  ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ।  স্বাস্থ্য সেবা চ্যানেলের ভিডিও দেখে আপনি কখনই কোন প্রকার ওষুধ সেবন করবেন না। আমরা কেবল আপনাকে ওষুধ বা ড্রাগ সম্পর্কে প্রাথমিক ধারণা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শের মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছি। যদি কেউ ওষুধ সেবন করে থাকেন তার দায়-ভার স্বাস্থ্য সেবা  চ্যানেল নিবে না।  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন |
আমাদের Channel এর সকল Updated ভিডিও পেতে আমাদের Channel টি  Subscribe করুন :
3 سال پیش در تاریخ 1400/06/28 منتشر شده است.
8,929 بـار بازدید شده
... بیشتر