গিনিপিগ পালন পদ্ধতি A to Z | Guinea Pig Palon Breeding Care Diet

grow life
grow life
26 هزار بار بازدید - 11 ماه پیش - গিনিপিগ পালন পদ্ধতি A to
গিনিপিগ পালন পদ্ধতি A to Z | Guinea Pig Palon Breeding Care Diet
আপনি যদি গিনিপিগ পালন করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে গিনিপিগ পালন করতে হয়। কিভাবে এই প্রাণীটির যত্ন নিতে হয়। এদের কতটুকু পরিমাণ খাবার দিতে হয়। সাথেই কত বড় সাইজের খাঁচায় এই কিউট প্রানীটিকে পালতে হয়। আর সাথেই আপনি যদি এক জোড়া গিনিপিগ পালন করতে চান তবে একটা নতুন সেটআপ তৈরি করতে গিনিপিগ  এর দাম ও বাসস্থান বাবৎ আপনার কেমন খরচ হতে পারে। আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি নতুন করে গিনিপি পালন শুরু করতে চান তবে ছোট বাচ্চা কিনে এনে পালন করাটাই ভালো হবে। খরগোশের বাচ্চা যেমন দুর্বল থাকে বা মায়ের বুকের দুধ খেতে না পারলে বাঁচে না গিনিপিগ তেমন নয়। আপনি হ্যান্ড ফিটিং করাতে পারলে এ বাচ্চা গুলো খুব দ্রুততার সাথে বড় হয়ে ওঠে। আপনাকে তো একেবারে ছোট সাইজের এক জোড়া বাচ্চা কিনেন তবে 600 থেকে 1000 টাকার মধ্যে কিনতে পারবেন। তবে অনেক এলাকা এর দাম আরো কম হতে পারে।

এবারে আসন জানি গিনিপিগ কি কি খায়।
গিনিপিক এর খাবার তালিকার মধ্যে রয়েছে ঘাস লতাপাতা শসা গাজর পিলেট ইত্যাদি। এই প্রাণীটার একটা বৈশিষ্ট্য হলো এরা স্বাভাবিক এর থেকে অনেক বেশি খাবার খায়। উদাহরণ হিসেবে একই সাইজের একটা খরগোই যদি দিনে 200 গ্রাম খাবার খায় বা 200 গ্রাম ঘাস খায় তবে একটা গিনি পিক প্রায় 3০০ থেকে 3৫০ গ্রাম খাবার খাবে। এক্ষেত্রে যাদের কাছে ফ্রিতে পর্যাপ্ত ঘাসের মজুদ রয়েছে শুধুমাত্র তারাই বাণিজ্যিকভাবে গিনিপিগ পালন করতে পারেন।
যদি আমরা এই প্রাণীটির প্রাকৃতিক খাবারের দিকে তাকাই তবে প্রকৃতিতে এরা শুধুমাত্র ঘাস আর বুনো লতাপাতা খেয়েই টিকে থাকে। তাই শুধু ঘাস খাইয়েও এই প্রাণীটিকে পালন করা যায়। আর যদি আপনি ঘাস সংগ্রহ করতে না পারেন তবে অন্য লতাপাতা ও খাবার দাবার খাইয়ে আপনি এদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন ঠিকই কিন্তু এটা তাদের সঠিক ডায়েট হবে না। কেননা ঘাসের কোন বিকল্প নেই খরগোশ এবং গিনিপিগের ক্ষেত্রে।
সাধারণত এরা খুব শান্ত স্বভাবের প্রাণী তবে ক্ষুধা লাগলে কিংবা বিপদে পড়লে এরা চেচাতে থাকে। খরগোশ যেমন কোনরকম শব্দ করে না কিন্তু গিনিপিগ শব্দ করে। ওরা বিপদে পড়লে জানান দেয় কিংবা ক্ষুদা লাগলে বারবার শব্দ করতে থাকে। আপনাকে এদের খাবার সব সময় দিয়ে রাখতে পারেন আবার আপনি দুই বেলা ভাগ করে সকালে এবং রাতে দুইবার এদেরকে খাবার দিতে পারেন।
Related keywords people search the video
গিনিপিগ পালন
গিনিপিগ পালন পদ্ধতি
গিনিপিগ কতদিনে বাচ্চা দেয়
গিনিপিগ এর দাম
গিনিপিগ ছেলে মেয়ে চেনার উপায়
গিনিপিগ কি খায়
গিনিপিগ কত দিন পর পর বাচ্চা দেয়
গিনিপিগ এর পরিষ্কার পরিচ্ছন্নতা :
11 ماه پیش در تاریخ 1402/06/04 منتشر شده است.
26,021 بـار بازدید شده
... بیشتر