যাদের ঋণ আছে সেজদায় মাথা রেখে মাত্র ১ বার এই আমলটি করুন কোটি টাকার ঋণ ৭ দিনে শোধ হয়ে যাবে Dini Amol

Dini Amol
Dini Amol
139.1 هزار بار بازدید - 11 ماه پیش - যাদের ঋণ আছে সেজদায় মাথা
যাদের ঋণ আছে সেজদায় মাথা রেখে মাত্র ১ বার এই আমলটি করুন কোটি টাকার ঋণ ৭ দিনে শোধ হয়ে যাবে  #Dini_Amol

দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। এর প্রতিটি রুকন আদায় করতে হবে ধীরস্থিরভাবে। আর প্রতিটি রুকনেই রয়েছে মাসনুন দোয়া। যে দোয়াগুলো রাসূলুল্লাহ (সা.) পাঠ করতেন। তিনি (সা.) সিজদায় অনেক দোয়া পড়তেন।

নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পছন্দনীয় তা হচ্ছে সিজদা।

সিজদায় দোয়া কবুল হয়-
নবী করিম (সা.) বলেন, ‘বান্দা যখন সিজদারত থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করবে।’
(সহিহ মুসলিম: ৩৫০)

নামাজে সিজদায় দোয়া করার নিয়ম-
সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ পড়ে নিতে হবে। সে হিসেবে সুবহানা রাব্বিয়াল আ'লা বা অন্য কোনো তাসবিহ (৩ বার) পড়ার পরই দোয়া শুরু করতে হবে।

ঋণ মুক্তির দোয়া-
পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা দেনাদারের পক্ষ থেকে তা আদায় করে দেবেন। ঋণগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ ঋণমুক্ত করে দেবেন। হাদিসে বর্ণিত দোয়ার আমলেই তা সম্ভব।

উচ্চারণ : ‘আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’

অর্থ : ‘হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল (ঋণমুক্ত) করো।’ (তিরমিজি)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় ভয়-চিন্তা-পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন। তাই যারা ঋণগ্রস্ত; তাদের জন্য ঋণমুক্তিতে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়ার আমল করা জরুরি।

মহান আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটির আমল করার তাওফিক দিন । আমিন ।
11 ماه پیش در تاریخ 1402/05/28 منتشر شده است.
139,181 بـار بازدید شده
... بیشتر