আবারও জাতীয় পার্টির নতুন নাটক || নির্বাচন থেকে সরে আসার ইঙ্গিত কিন্তু কেন? || জিএম কাদের ও চুন্নু

Taj tv
Taj tv
183.5 هزار بار بازدید - 7 ماه پیش - আবারও জাতীয় পার্টির নতুন নাটক
আবারও জাতীয় পার্টির নতুন নাটক || নির্বাচন থেকে সরে আসার ইঙ্গিত কিন্তু কেন? || জিএম কাদের ও মুজিবুল হক  চুন্নুর উদ্দেশ্যটা কি
___________________________
#gmquader #MujeebUlHaqChunnu #nationalparty #banglanews #sheikhhasina #habibulawal #banglanews
___________________________
জাতীয় পার্টিতে নতুন নাটক
লটি থেকে নির্বাচন কমিশনে আলাদা দুটি চিঠি পাঠানো হয়েছে। মহাজোট থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা বলেছেন রওশন। তবে জিএম কাদেরের বক্তব্য হলো, তিনি জাতীয় পার্টির প্রার্থী বাছাই বা মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। ফলে নির্বাচনের ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে জাতীয় পার্টিতে (জাপা) রওশন এরশাদ ও জিএম কাদেরের পক্ষের দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে। দলটি থেকে নির্বাচন কমিশনে আলাদা দুটি চিঠি পাঠানো হয়েছে। মহাজোট থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা বলেছেন রওশন। তবে জিএম কাদেরের বক্তব্য হলো, তিনি জাতীয় পার্টির প্রার্থী বাছাই বা মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। ফলে তিনিই সিদ্ধান্ত নেবেন।

ইসিতে পাঠানো চিঠিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি বিগত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে তিনি আরও বলেন, এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক 'লাঙ্গল' বা প্রার্থীর ইচ্ছা অনুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

মহাজোট থেকে নির্বাচন করার ব্যাপারে তিনি বলেন, এটি হবে শুধু নির্বাচনী জোট। নির্বাচন শেষে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন।

রওশন এরশাদের মুখপাত্র হিসেবে পরিচয় দেওয়া কাজি মামুন নির্বাচন কমিশনে এই চিঠি হস্তান্তর করেছেন।

অন্যদিকে, অনুরূপ চিঠিতে দলটির সভাপতি জিএম কাদের বলেছেন, সংসদ সদস্য পদে তাদের দলের মনোনীত প্রার্থী নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তিনি নিজেই প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন।

এর আগে আজ শনিবার জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, তার দল নির্বাচনে অংশ নেবে কিনা আগামী দুই-একদিনের মধ্যে পরিষ্কার সিদ্ধান্ত নেবে।
7 ماه پیش در تاریخ 1402/09/30 منتشر شده است.
183,565 بـار بازدید شده
... بیشتر