বাংলাদেশকে ভালোবাসেন শিল্পী মংইয়াও ইয়ুয়ান

CMG Bangla
CMG Bangla
61 بار بازدید - هفته قبل - | CMG BANGLA বাংলাদেশকে ভালোবাসেন
| CMG BANGLA বাংলাদেশকে ভালোবাসেন চীনের নারী মংইয়াও ইয়ুয়ান। দুই বছর ধরে তিনি বাংলাদেশে আছেন। সম্প্রতি তিনি আমাদের স্টুডিওতে এসেছিলেন। মংইয়াও ইয়ুয়ান যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়ে পড়ালেখা করেছেন। সেখানে তিনি ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়েছেন। নিতান্ত শখের বসে তিনি শুরু করেন নেইল আর্ট। নখের উপর ছবি আঁকা। নেইল আর্ট চীনের নারীদের কাছে দারুণ জনপ্রিয় একটি শিল্পমাধ্যম। চীনের অনেক নারী মনে করেন এটা সৌভাগ্য বয়ে আনে। আবার অনেকে শুধু সৌন্দর্য চর্চার অংশ হিসেবেই নেইল আর্ট পছন্দ করেন। মংইয়াও নখের উপর ছবি আঁকার ক্ষেত্রে ঐতিহ্যবাহী চীনা নকশা বেছে নেন। তিনি প্রথমে তার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের জন্য এই শিল্পচর্চা শুরু করেন। বাংলাদেশে তিনি এসেছেন মূলত তার বাবার ব্যবসায় সহায়তা করার জন্য। তার বাবা বাংলাদেশে একটি সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের মালিক। মংইয়াও তার বাবার ব্যবসা দেখাশোনা করছেন। বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় মানুষের ক্ষয়ক্ষতি দেখে তিনি বেদনা অনুভব করেছেন। নেইল আর্ট থেকে উপার্জিত অর্থ তিনি বন্যা দুর্গতদের জন্য সহায়তা হিসেবে দিতে চান। এর মধ্যেই পরিবহনযোগ্য দশটি সোলার প্যানেল তার প্রতিষ্ঠান থেকে বন্যা দুর্গত মানুষদের জন্য উপহার দিয়েছেন। এই সোলার প্যানেলগুলো ছোট আকারের। সহজে বহনযোগ্য। এর সঙ্গে যুক্ত রয়েছে আলো। মোবাইল ফোন চার্জ দেয়ার ব্যবস্থাও রয়েছে এই প্যানেলের মাধ্যমে। ফলে দুর্গম এলাকা যেখানে বৈদ্যুতিক সংযোগ নেই সেখানে এই ধরনের সোলার প্যানেল লাইট ও মোবাইল চার্জার খুবই উপযোগী। মংইয়াও বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে বেড়াতে গিয়েছেন। তিনি বাংলাদেশের খাবার পছন্দ করেন। মংইয়াও মনে করেন বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী। তারা বন্ধুত্বপরায়ণ, সরল ও আন্তরিক। বাংলাদেশে বসবাস করে বাবার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চান মংইয়াও। বাংলাদেশকে ভালোবাসেন তিনি। এদেশের মানুষের কর্মসংস্থানে ভূমিকা রাখতে চান। ============================== © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 CMG Bangla Facebook Page: https://www.facebook.com/CMGbangla CMG Bangla Dhaka Studio Facebook Page: https://www.facebook.com/CMG-Dhaka-Studio-100189621943057 CRI Bangla Facebook Page: https://www.facebook.com/ChinaABC Website: http://bengali.cri.cn/ Email: [email protected] ====================== #CMG_Bangla #CRIBangla #CMG_Bangla_Dhaka_Studio #CRI #China_Radio_International #China_News #China_Bangla_News #চীনের_সব_খবর #চীন_আন্তর্জাতিক_বেতার #চীন_বেতার
هفته قبل در تاریخ 1403/06/19 منتشر شده است.
61 بـار بازدید شده
... بیشتر