সেভারোডোনেটস্ক ৪ দিনেই চায় রাশিয়া। তুর্কি ড্রোন কিনবে ফিনল্যান্ড। @BDViews

BD Views infotainment
BD Views infotainment
138.9 هزار بار بازدید - 2 سال پیش - #bd_views_infotainment
#bd_views_infotainment#Bangladesh#

সেভারোডোনেটস্ক ৪ দিনেই চায় রাশিয়া। তুর্কি ড্রোন কিনবে ফিনল্যান্ড।
সেভারডোনেটস্ক শহর  পুরোপুরি ভাবে ১০ জুনের মধ্যে  মুক্ত করতে চায় রাশিয়া। সেভারডোনেটস্ক ও লিচিচানস্ক অঞ্চলের ১৫টি এলাকায় রাশিয়ার মিসাইল হামলা। পুতিনের হুমকি উপেক্ষা করে ইউক্রেনে দীর্ঘ পাল্লার মিসাইল পাঠানোর ঘোষণা বৃটেনের। ভূমধ্য সাগরে বিতর্কিত গ্যাস ক্ষেত্র নিয়ে ইসরাইলের বিরুদ্ধে লেবানন প্রেসিডেন্ট ও হিজবুল্লার হুশিয়ারি। তুরস্ক থেকে ড্রোন বিমান কিনতে চায় ফিনল্যান্ড।
সেভারডোনেটস্ক শহর পুরোপুরি দখলে নিতে চায় রাশিয়া। এজন্য রাশিয়ান জেনারেলকে সময়সীমা বেধে দিয়েছে ক্রেমলিন। এ দাবি করেছেন ইউক্রেনের জেনারেল স্টাফ। জেনারেল স্টাফ অব দি ইউক্রেন আর্মড ফোসের্স রোববার জানিয়েছেন সেভারডোনেটস্ক এবং লিচিচানস্কের আশপাশের ১৫টি এলাকায় রাশিয়া হামলা চালিয়েছে রোববার। বিমান, মাল্টিপল রকেট সিস্টেম এবং আর্টিলারি সিস্টেম থেকে এসব হামলা চালানো হয়।
জেলেনস্কি প্রশাসন রোববার দাবি করেছে সেভারডোনেটস্ক শহরের অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রনে। এর আগে গত সপ্তাহে তারা  স্বীকার করে শহরের ৮০ ভাগ রাশিয়া দখল করেছে। বৃটেন ও জেলেনস্কি প্রশাসন  জানিয়েছে,  সেভারডোনেটস্কে রাশিয়া প্রক্্িরযুদ্ধ চালাচ্ছে। রাশিয়ান আর্মির পরিবর্তে তারা সেখানে ডোনেটস্ক ও লুহানস্ক মিলিশিয়া বাহিনী ব্যবহার করছে।   তারা রাশিয়ান আর্মির তুলনায় কম দক্ষ। প্রাণহানি থেকে রাশিয়ান আর্মিকে  রক্ষায় মস্কো এ কৌশল অবলম্বন করছে। বৃটেন ও ইউক্রেন দাবি করেছে মিলিশিয়া বাহিনী অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় রাশিয়ার কাছ থেকে শহরের অনেক এলাকার নিয়ন্ত্রন নিতে সক্ষম হয়েছে ইউক্রেন সেনারা।  
ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, সেভারডোনেটস্ক শহর পুরোপুরি দখলের জন্য ক্রেমলিন রাশিয়ান জেনারেলকে ১০ জুন পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে। এজন্য তারা শহর ও শহরের আশপাশে হামলা বৃদ্ধি করেছে গত ২৪ ঘন্টায়।  তিনি বলেন, লিচিচানস্ক, স্লোভিয়ানস্কসহ কয়েকটি শর থেকে বেসামরিক লোকজন উদ্ধার করে সরিয়ে নেয়া হচ্ছে।
ইউক্রেন আর্মি জানায় রোববার রাশিয়া বিমান হামলা চালিয়েছে ডোনেটস্ক এবং ক্রামাটরস্ক শহরে। ডোনেটস্ক এবং জাপোরিজিয়ার ফ্রন্টলাইনে এখনো অবস্থান করছে ইউক্রেন সেনারা এবং রাশিয়ান আর্মি তাদের ওপর হামলা অব্যাহত রেখেছে।
রাজধানী কিয়েভে রোববার কয়েক দফা ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ধ্বংস হয়েছে বিদেশ থেকে ইউক্রেনে পাঠানো ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী আরমরড ভিহিক্যাল। রাশিয়ান প্রতিরক্ষা  মন্ত্রনালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ মস্কোয় গণমাধ্যমকে জানান, কিয়েভের বাইরে একটি রেল মেরামত কারখানায় রাখা ছিল বিপুল পরিমান বিদেশী ভারী অস্ত্র। এর মধ্যে ছিল পূর্ব ইউরোপ থেকে আসা টি-৭২ ট্যাঙ্ক এবং আরমরড ভিহিক্যাল।  কোনাশেনকভ বলেন, রোববার সকালে  বিমান থেকে দীর্ঘ পাল্লার হাই প্রিসিশন ক্রুজ মিসাইল হামলা চালানো হয় কিয়েভের রেল মেরামত কারখানা লক্ষ্য করে। রাশিয়ান গণমাধ্যমে বলা হয়েছে পোল্যান্ড ইউক্রেনকে এসব ট্যাঙ্ক পাঠিয়েছে।  গত ৩ এপ্রিল রাজধানী কিয়েভে ছেড়ে আসে রাশিয়া। এরপর জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরাসের সফরের সময় ২৮ এপ্রিল রাজধানী কিয়েভে মিসাইল হামলা চালায় রাশিয়া। এরপর  ৫ জুন  রাশিয়া কিয়েভে বড় ধরনের মিসাইল হামলা পরিচালনা করল।

#সেভারোডোনেটস্ক৪দিনেইচায়রাশিয়া,
#তুর্কিড্রোনকিনবেফিনল্যান্ড,
#তুরস্কেরড্রোনকেনারপ্রস্তাবফিনল্যান্ডের,


BD VIEWS INFOTAINMENT is one of the best YouTube feature channels in Bangladesh. This channel will provide you Art show Lal golap, defence & diplomacy update.  

Please don't forget to subscribe to this channel.


ANTI-PIRACY WARNING
---------------------------------------
This content's Copyright is solely owned by BD Views Infotainment. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the material
2 سال پیش در تاریخ 1401/03/16 منتشر شده است.
138,917 بـار بازدید شده
... بیشتر