Anchoring Tips in Bengali | How to do anchoring | Public Speaking Tips | Tips for Anchoring an event

Bishal Dar Class
Bishal Dar Class
55.7 هزار بار بازدید - 4 سال پیش - Anchoring Tips in Bengali |
Anchoring Tips in Bengali | How to do anchoring | Public Speaking Tips | Tips for Anchoring an event
Call for Course - 9836646805.
ছোট বড় অনুষ্ঠান সঞ্চালনা করার সুবাদে এই উপস্থাপনা ব্যাপারটা নিয়ে বেশ কিছু ধারণা হয়েছে। এবং এই কাজটায় অনেক নতুনত্ব আনা সম্ভব বলে আমি মনে করি। 🤔

তাই ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কিছু আইডিয়া শেয়ার করছি! 😃

১) ইভেন্টের কিউ কার্ডের স্ক্রিপ্ট প্রয়োজনমতো এডিট করে নাও। এতে করে তোমাকে আরো বেশি আত্মবিশ্বাসী মনে হবে।  

২) মাইকগুলোকে নিজের সাথে অ্যাডজাস্ট করে নাও যাতে কথা ঠিকমতো শোনা যায়। মঞ্চে ওঠার আগেই মাইক্রোফোন টেস্টিং সেরে ফেলো।

৩) খাওয়াদাওয়া আর ব্রেকের পর দর্শকদের আলস্য দূর করতে একটু আধটু মজার অ্যাক্টিভিটি করাতে পারো।

৪) গৎবাঁধা স্ক্রিপ্টই পড়ে গেলে ব্যাপারটা বেশ একঘেয়ে হয়ে যাবে। মাঝে মাঝে স্ক্রিপ্টের বাইরেও কথা বলুন।

৫) দর্শকদের নিয়ে একটুখানি গবেষণা মঞ্চে ওঠার আগেই নিয়ে নাও। মিলিয়ে নাও যেই কথা, তথ্য, গল্প কিংবা হিউমার তুমি দিতে যাচ্ছো সেগুলো তাদের জন্যে প্রাসঙ্গিক কি না।

৬) মঞ্চভীতি কাটাতে আগে ভাগেই মঞ্চের সাথে নিজেকে মানিয়ে নাও। অনুষ্ঠান শুরুর আগেই কয়েকবার মঞ্চে উঠে হাঁটাহাঁটি করতে পারো। ভীতি কেটে যাবে।

৭) শুরুর বক্তব্যটা হতে হবে প্রাণবন্ত। তাহলে সেটা পুরো অনুষ্ঠানজুড়ে বজায় থাকবে।

৮) মজার মজার কিছু জোক বা স্টোরি আগেভাগেই রেডি রাখো। ঝিমিয়ে পড়া দর্শকদের জাগাতে কাজে লাগবে।  

৯) ইভেন্টের ধরণ অনুযায়ী ড্রেসকোড মেইনটেইন করো।

১০) ইভেন্টে অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারো। তুলে ধরতে পারো প্রাসঙ্গিক কোনো আঞ্চলিক ঐতিহ্য।

১১) কোনো ইভেন্টের শুরুটা যতখানি গুরুত্বপূর্ণ ঠিক তেমনি শেষটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই কেবল শুকনো ধন্যবাদ দিয়ে ইভেন্ট শেষ না করে চেষ্টা করো কিছু কল টু অ্যাকশন অর্থাৎ ইভেন্টের পর দর্শকদের করণীয় কী সেটা নিয়ে একটু ধারণা দিতে।

ভবিষ্যৎ উপস্থাপকদের জন্যে শুভকামনা!
Bishal Paul

Do you want to learn the basic tips for anchoring? Do you want to know how to do anchoring in a professional manner? If you want to know how to become a great speaker, you have come to the right place. In this video, Bishal Paul, reveals the most important tips for anchoring an event. Each tip is significant so make sure you watch this video right until the end.
Hi,
I am Bishal Paul. I have been working in Bengali News channel for last 9 years. So through this Channel I will take class on Journalism and mass communication. Also I will give training on News Reading , Anchoring ,Spot reporting , radio jockey . you can take personal class from me ,call - 9836646805. After the training I can provide you 100% Job assistance in Bengali News Channels .🔥🔥🔥
4 سال پیش در تاریخ 1399/09/12 منتشر شده است.
55,750 بـار بازدید شده
... بیشتر