নিলামে কে কতো দাম পেলো বাফুফের ১০ ফুটবলার । Bangladesh Footballers auction results

FOOTBALL BANGLADESH
FOOTBALL BANGLADESH
31.2 هزار بار بازدید - 12 ماه پیش - নিলামে কে কতো দাম পেলো
নিলামে কে কতো দাম পেলো বাফুফের ১০ ফুটবলার । Bangladesh football federation Footballers auction results
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হয়ে গেলো ফুটবলারদের নিলাম। ২৬ আগস্ট রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১০ ফুটবলারকে তোলা হয় নিলামে। দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার জন্য দল পেয়েছেণ তাদের সবাই।
‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ফুটবলারদের দাম শুরু হয় ৪ লাখ থেকে।
নিলামের শুরুটা হয়েছিল মাঝমাঠের খেলোয়াড় চন্দন রায়কে দিয়ে। তাঁকে নিয়ে শুরুতে বেশ কাড়াকাড়িও হলো দলগুলোর ভেতর। চন্দনের ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। দলগুলোর আগ্রহে ক্রমেই দাম চড়তে থাকে ১৭ বছর বয়সী মিডফিল্ডারকে ঘিরে। শেষটায় জয় হয়েছে শেখ রাসেলের। ৯ লাখ টাকায় চন্দনকে দলে টানে শেখ রাসেল।
নিলামে দ্বিতীয় ফুটবলার ছিলেন ডিফেন্ডার রুবেল শেখ। ৪ লাখ টাকা ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে শুরুতে কোনো আগ্রহই দেখায়নি ক্লাবগুলো। দ্বিতীয় দফায় তাকে ৪ লাখেই কিনেছে ব্রাদার্স ইউনিয়ন।
১৭ বছর বয়সী আসাদুল মোল্লা আক্রমণভাগের ফুটবলার। ৫ লাখ টাকার ভিত্তিমূল্যের এই ফুটবলারকে নিয়েও আগ্রহ ছিল একাধিক দলের। তাকে ৭ লাখ ৭৫ হাজার টাকায় পেয়েছে আবাহনী লিমিটেড।
বয়সভিত্তিক জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন ইমরান খান। তবে তাকে নিয়ে তেমন আগ্রহ ছিল না দলগুলোর। ৪ লাখ টাকা ভিত্তি মূল্যেই তাকে কিনেছে ব্রাদার্স ইউনিয়ন। ফরোয়ার্ড সিরাজুল ইসলাম রানাকেও ভিত্তি মূল্য ৪ লাখেই পেয়ে যায় ব্রাদার্স। ১৯ বছর বয়সী মিডফিল্ডার সাজেদ হাসান জুম্মন নিঝুমকে ৭ লাখ ২৫ টাকায় দলে টানে ফর্টিস।
নিলামে উত্তেজনা ছড়িয়েছে লেফটব্যাক আজিজুল হক অনন্তকে ঘিরে। ৫ লাখ টাকার ভিত্তিমূল্যে তাঁকে কিনে নেয় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু নিলাম পরিচালনাকারী চূড়ান্ত সংকেত দেওয়ার পর মোহামেডান দাবি করে তারাও দাম হাকিয়েছিল। এই ইস্যুতেই গরম হয়ে ওঠে নিলাম। ‘চলে যাওয়ার’ কথা বলেন মোহামেডানের কর্মকর্তারা। আলোচনার পর ব্রাদার্সের সম্মতিতে আজিজুলের বিড ‘স্থগিত’ করা হয়। পরে নিলামে আজিজুলকে নিয়ে ব্রাদার্স ও মোহামেডানের মধ্যে জমে ওঠে ‘লড়াই।’ ১০ লাখে তাকে দলে টানে ব্রাদার্স।
গোপীবাগের দলটি ১৭ বছর বয়সী ফরোয়ার্ড সুমন সরেনকে ভিত্তি মূল্য ৪ লাখে কিনে নেয়।
গোলরক্ষক মো. আসিফকে নিয়ে এরচেয়েও তীব্র লড়াই হয়েছে গত লীগের শীর্ষ দুই দল বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যে।  শুরুতে ব্রাদার্স আগ্রহ দেখালেও ধীরে ধীরে আসিফের দাম বাড়িয়ে তোলে বসুন্ধরা ও আবাহনী। লিগ শিরোপার জন্য দুই দলের লড়াইয়ের মতো এবারও বিজয়ী বসুন্ধরা। ১৩ লাখ ২৫ হাজার টাকায় আসিফকে আবাহনী থেকে কেড়ে নেয় বসুন্ধরা।
ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও ফোরয়ার্ড মিরাজুল ইসলামকে নিয়ে বেশি আগ্রহী ছিল না দলগুলো। কারণ কিছুদিনের মধ্যেই ইউরোপে যাওয়ার সম্ভাবনা আছে তার। নিলামেও উল্লেখ করা হয়, বিদেশে সুযোগ পেলে ছাড়তে হবে মিরাজুলকে।

......
For the first time in the history of Bangladesh, the auction of footballers took place. On August 26, 10 footballers were auctioned at Hotel Intercontinental in the capital. All of them have got teams to play at the highest level of football in the country.
 The auction started with midfielder  player Chandan Roy. In the beginning, there was a lot of confusion about him in the parties. The base price of sandalwood was 5 lakh rupees. The 17-year-old midfielder is increasingly interested in teams. In the end, Sheikh Russell won. Sheikh Russell pulled Chandan into the team for 9 lakh taka.
The second footballer in the auction was defender Rubel Sheikh. The clubs initially showed no interest in this player with a base price of Tk 4 lakh. Brothers Union bought him for 4 lakhs in the second phase.
17-year-old Asadul Mollah is an attacking footballer. Several teams were also interested in this footballer with a base price of Tk 5 lakh. Abahani Limited got him for 7 lakh 75 thousand rupees.
Imran Khan has captained the age-wise national team. However, the parties were not interested in him. Brothers Union bought him at the base price of Tk 4 lakh. Brothers also got forward Sirajul Islam Rana at a base price of 4 lakhs. 19-year-old midfielder Sajed Hasan Jummon Nijhum was brought in by Fortis for Tk 7 lakh 25.
There is excitement in the auction surrounding left back Azizul Haque Anant. Brothers Union bought him at a base price of 5 lakh rupees. But after the auctioneer gave the final signal, Mohammedan claimed they too had raised the price. After discussions, Azizul's bid was 'suspended' with the consent of the brothers. Later in the auction, a 'fight' between Brothers and Mohammedan over Azizul. Brothers pulled him into the team for 10 lakhs.
The Gopibag team bought 17-year-old forward Suman Saren for a base price of Rs 4 lakh.
Goalkeeper md. There has been an even fiercer fight over Asif between the top two teams of the last league, Bashundhara Kings and Abahani. Initially, the brothers showed interest, but Bashundhara and Abahani gradually increased Asif's price. Like two teams fighting for the league title, Bashundhara is the winner this time too. Bashundhara took away Asif from Abahani for 13 lakh 25 thousand taka.
The teams were not very interested in the forward Mirazul Islam even though he was in the center of interest of the football fans. Because he is likely to go to Europe within a few days. It is also mentioned in the auction, Mirazul will have to leave if he gets a chance abroad.
12 ماه پیش در تاریخ 1402/06/04 منتشر شده است.
31,247 بـار بازدید شده
... بیشتر