পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান || RU C Unit Admission 2023 || Physics || One Shot

Physics Hujur
Physics Hujur
623 بار بازدید - پارسال - ➡️Timestamp:
➡️Timestamp:
0:00 intro
1:00 theory
12:39 maths
তোমাদের যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট টার্গেট এবং ফিজিক্স সাবজেক্ট নিয়ে টেনশনে আছো তোমাদের হাতে কিন্তু আর বেশিদিন সময় নেই। এই অল্প সময়ে তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য গুছানো রাবি চেপ্টারওয়াইজ  ফিজিক্স প্রশ্নব্যাংক সমাধান কোর্স। আমরা প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে টপিকওয়াইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করবো কারণ তোমরা এনালাইসিস করলে দেখবে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষায় বিগত সালগুলোর প্রশ্নগুলো  টাইপওয়াইজ রিপিট করে থাকে।

আমাদের কোর্সে থাকছে:
-- শর্ট সিলেবাসের প্রতিটা চেপ্টারের প্রশ্নব্যাংক সমাধান এর রেকর্ডেড ভিডিও।
-- প্রতিটা ক্লাসের স্লাইডের পিডিএফ
-- প্রতিটা ক্লাসের উপর কুইজ
-- শেষে ফিজিক্স পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল এক্সামের ব্যবস্থা
-- সবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুরূপ সকল বিষয়ের উপর মডেলটেস্টের ব্যবস্থা

যেহেতু তোমাদের হাতে তেমন সময় নেই তাই আমরা চেষ্টা করেছি কম সময়ে ইফিসিয়েন্ট ওয়েতে কীভাবে প্রস্তুতি সম্পন্ন করা যায়। সেইজন্য থাকছে লাইভ ক্লাসের পরিবর্তে রেকর্ডেড ক্লাস। তাছাড়া লাইভ সেশনের ব্যবস্থা তো থাকছেই। তো আর দেরি না করে দ্রুত লিংকে দেয়া ক্লাসগুলো দেখে সিদ্ধান্ত নাও কোর্সে এনরোল করার। কোর্সে এনরোল করলে গুগল ফরমটি পূরণ করো: https://forms.gle/mws9JzLbHzzJgBocA

কোর্স ফি নামে মাত্র: ১৯৯টাকা।

তোমাদের সাথে কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে থাকবে বিভিন্ন মেইনস্ট্রিম কোচিং এ ক্লাস নেয়া অভিজ্ঞতা সম্পন্ন ফিজিক্স ইন্সট্রাকটর
Hafez Mohammad Yusuf (Physics Hujur)
Department of physics, RU
Physics instructor of UCC
پارسال در تاریخ 1402/03/02 منتشر شده است.
623 بـار بازدید شده
... بیشتر