Passport Name Change Affidavit Bangladesh - পাসপোর্টের ভুল সংশোধনের হলফনামা

আইনের গল্প
আইনের গল্প
173.3 هزار بار بازدید - 2 سال پیش - আমাদের কোর্ট অফিস ঠিকানাঃRoom: B-22
আমাদের কোর্ট অফিস ঠিকানাঃ
Room: B-22 (3rd Floor), Nahar Complex, Court House Street Road, Kotwali, Dhaka.
ফোন করুন - 0177-1119929


বরাবর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা।
নাম সংশোধন সংক্রান্ত হলফনামা

আমি মোতিউর রহমান (MOTIAR RAHMAN), পিতা- মাজেদুর রহমান খান (MAZADUR RAHMAN KHAN), মাতা-মিসেস সোনিয়া খাতুন (MRS. SONIA KHATUN), জন্ম তারিখ-০৫/০৮/১৯৮২ইং, ঠিকানা-বাসা/হোল্ডিং নং-১০ গ্রাম/রাস্তা-কাদেরাবাদ হাউসিং, ডাকঘর-মোহাম্মদপুর, পোষ্টাল কোড ১২০৭, থানা-মোহাম্মদপুর, জেলা-ঢাকা, পাসপোর্ট নম্বর BE 651354, জাতীয় পরিচয় পত্র নং-৫৪৩৫১৭৫২৮৫, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী।

এই মর্মে শপথ পূর্বক হলফ করিতেছি যে,    
১। আমি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং জন্ম সূত্রে বাংলাদেশী।        
২। আমার নামীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাসপোর্ট নম্বর- BE 651354 -এ ভুল বশতঃ আমার নাম “মোতিয়ার রহমান (MOTIAR RAHMAN)” লিপিবদ্ধ হইয়াছে। প্রকৃত পক্ষে সরকার কর্তৃক ইস্যুকৃত আমার জাতীয় পরিচয় পত্র নং-৫৪৩৫১৭৫২৮৫–এ এবং SSC সার্টিফিকেট অনুযায়ী আমার সঠিক ও শুদ্ধ নাম “মোতিউর রহমান (MOTIAR RAHMAN)” ব্যবহৃত হয়েছে।    

৩। আমি আরও ঘোষনা করিতেছি যে, আমার নামীয় ইস্যুকৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাসপোর্ট নম্বর- BE 651354 এ ভুল বশতঃ নাম “মোতিয়ার রহমান” কর্তন হইয়া তাহার স্থলে আমার  নিজের সঠিক ও শুদ্ধ নাম  “মোতিউর রহমান” ব্যবহৃত ও লিপিবদ্ধ হইবে।    
ভুল নাম সঠিক নাম
মোতিয়ার রায়হান (MOTIAR RAHMAN) মোতিউর রহমান (MOTIAR RAHMAN)

৪। আমি আরও ঘোষণা করছি যে, অদ্য হইতে আমার যাবতীয় নথিপত্র, কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একাডেমিক সার্টিফিকেট এবং এই জাতীয় যে কোনও সরকারী এবং বেসরকারি দলিলপত্রে   আমি কেবলমাত্র মোতিউর রহমান (MOTIAR RAHMAN) হিসাবে আমার নাম ব্যবহার করব ।  
৫। উক্তরূপ ভুল সংশোধন করা না হইলে আমার অপূরনীয় ক্ষতি হইবে। আমি ইতিপূর্বে এইরূপ কোন হলফনামা সম্পাদন করি নাই।  

৬। এই সব তথ্য মাননীয় ১ম শ্রেনী ম্যাজিষ্ট্রেট এর সম্মুখে হাজির হইয়া সংশোধন করিলাম।

     অত্র হলফনামার যাবতীয় বিবরণ সত্য সঠিক জানিয়া স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায়  মাননীয় ১ম শ্রেনী ম্যাজিষ্ট্রেট এর সম্মুখে হাজির হইয়া অত্র হলফনামায় নিজ নাম সহি স্বাক্ষর করিলাম।  অদ্য তাং- ২৫/০১/২০২২ইং    

 

হলফকারী আমার পরিচিত। তিনি আমার সম্মুখে অত্র হলফনামায় স্বাক্ষর করিলেন ও আমি তাকে স্বাক্ষর সনাক্ত করিলাম।    




...................................................             আইনজীবীর স্বাক্ষর
2 سال پیش در تاریخ 1400/11/10 منتشر شده است.
173,315 بـار بازدید شده
... بیشتر