বিয়ে করতে চাই কিন্তূ দ্বিধা (সমকামিতা v ইসলাম)// Want to Marry but Dilemma (Homosexuality v Islam)

16.5 هزار بار بازدید - 4 سال پیش - আজ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে সমকামিতা
আজ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে সমকামিতা নিয়ে অনেক কথা বলা হচ্ছে।

অনেকেই আমার EMC পেজে (https://www.facebook.com/Early-Marria...) প্রশ্ন করেছেন। কেউ কেউ প্রশ্ন করেছেন যে
১. মেয়ে বিয়ে করতে চাই কিন্তু আগ্রহ আসে না।
২.  ছেলেদের সাথে সেক্স করেছেন? তিনি বললেন হ্যাঁ।
৩. আপনি কি মুসলমান? বললেন হ্যাঁ।

এবার মেইন প্রসংগ -

১. মুসলমানদের গ্রন্থ বলেছে - মেয়েদের এমনভাবে বানানো হয়েছে যে ছেলেরা তাদের প্রতি আকৃষ্ট হবেই (Quran 3:14)।
২. আল্লাহ কি আমাদের কেপাসিটির বাহিরে কিছু চাপিয়ে দিতে পারে কি? না (Quran 2:286) ।  যদি না পারেন তবে (ক) ছেলেদের সাথে যাওয়া কে কিভাবে প্রহিবিটেড করেছেন (Quran 7:80-82) (খ) যেহেতু তিনি মেয়েদের ছেলেদের প্রতি আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। তার মানে বেলেনস করে দিয়েছেন। ইমবালান্সড তখনি হচ্ছে যখন আমরা আল্লাহর  পরেও নিজের ইচ্ছা মত চলতে চাচ্ছি যা আল্লাহ আবার চাই না (Quran 5:49)।  
৩. তাহলে একজন মুসলমান হবার পরেও কেন একজন ছেলের প্রতি আগ্রহী কেন এবং একজন মেয়েকে বিয়ে করতে চাওয়ার পরেও ডাইলামার মাঝে কেন? আমি মনে করি সে যে গ্রন্থ অনুসারে মুসলমান হয়েছে, সেইখানে প্রসেডুরাল সমস্যা আছে। কারন বেশিরভাগ মানুষ না বুঝে আল্লাহ সাথে থাকা যেহেতু পরিবার থেকে মুসলমান হওয়া। তাই এই ভাসা ভাসা ফিলিংস আল্লাহর প্রতি তাকে কখন নিজের অবস্থানে কনফিডেন্স দেয় না। এবং এই কনফিডেন্স হিনতা তাকে না দেয় আল্লাহর জন্য এক মেয়েকে বিয়ে করতে না দেয় এক ছেলের সাথে চালিয়ে যেতে।
৪. তাই যতদিন পর্যন্ত আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কনফিডেন্স লেভেলে না যাবে আমরা একজন মেয়ে কে বিয়ে করতে পারব না। তাই বিশ্বাস ঠিক হওয়া দরকার (তা কিভাবে? এই বিষয় অন্য কোথাও কথা বলব) ।
এখানে অনেক বিষয় আলোচনা করা সম্ভব নয়। তাই কেউ যদি এ বিষয়ে কথা বলতে চান, প্লিজ FB তে আমাকে Inbox করুন। আমার ID - Shafiul Tauhid 💜
4 سال پیش در تاریخ 1399/04/14 منتشر شده است.
16,529 بـار بازدید شده
... بیشتر