Duronto Asha। দুরন্ত আশা। Rabindanath Thakur। বাংলা কবিতা। Bengali Poetry। আবৃত্তি: অপূর্ব।

অপূর্ব বাংলা APURBA BANGLA
অপূর্ব বাংলা APURBA BANGLA
708 بار بازدید - 12 ماه پیش - কবিতা : দুরন্ত আশাকবিগুরু রবীন্দ্রনাথ
কবিতা : দুরন্ত আশা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তি: অপূর্ব

মর্মে যবে মত্ত আশা
    সর্পসম ফোঁসে,
অদৃষ্টের বন্ধনেতে
    দাপিয়া বৃথা রোষে,
তখনো ভালোমানুষ সেজে
বাঁধানো হুঁকা যতনে মেজে
মলিন তাস সজোরে ভেঁজে
    খেলিতে হবে কষে!
অন্নপায়ী বঙ্গবাসী
    স্তন্যপায়ী জীব
জন-দশেকে জটলা করি
    তক্তপোশে ব’সে।

ভদ্র মোরা, শান্ত বড়ো,
    পোষ-মানা এ প্রাণ
বোতাম-আঁটা জামার নীচে
    শান্তিতে শয়ান।
দেখা হলেই মিষ্ট অতি
মুখের ভাব শিষ্ট অতি,
অলস দেহ ক্লিষ্টগতি—
    গৃহের প্রতি টান।
তৈল-ঢালা স্নিগ্ধ তনু
    নিদ্রারসে ভরা,
মাথায় ছোটো বহরে বড়ো
    বাঙালি সন্তান।

ইহার চেয়ে হতেম যদি
    আরব বেদুয়িন!
চরণতলে বিশাল মরু
    দিগন্তে বিলীন।
ছুটেছে ঘোড়া, উড়েছে বালি,
জীবনস্রোত আকাশে ঢালি
হৃদয়তলে বহ্নি জ্বালি
    চলেছি নিশিদিন।
বর্শা হাতে, ভর্‌সা প্রাণে,
    সদাই নিরুদ্দেশ,
মরুর ঝড় যেমন বহে
    সকল বাধাহীন।

বিপদ-মাঝে ঝাঁপায়ে প’ড়ে
    শোণিত উঠে ফুটে,
সকল দেহে সকল মনে
    জীবন জেগে উঠে—

অন্ধকারে সূর্যালোতে
সন্তরিয়া মৃত্যুস্রোতে
নৃত্যময় চিত্ত হতে
    মত্ত হাসি টুটে।
বিশ্বমাঝে মহান যাহা
    সঙ্গী পরানের,
ঝঞ্ঝামাঝে ধায় সে প্রাণ
    সিন্ধুমাঝে লুটে।

নিমেষতরে ইচ্ছা করে
    বিকট উল্লাসে
সকল টুটে যাইতে ছুটে
    জীবন-উচ্ছ্বাসে—
শূন্য ব্যোম অপরিমাণ
মদ্যসম করিতে পান
মুক্ত করি রুদ্ধ প্রাণ
    ঊর্ধ্ব নীলাকাশে।
থাকিতে নারি ক্ষুদ্র কোণে
আম্রবনছায়ে
সুপ্ত হয়ে লুপ্ত হয়ে
    গুপ্ত গৃহবাসে।

বেহালাখানা বাঁকায়ে ধরি
    বাজাও ওকি সুর—
তবলা-বাঁয়া কোলেতে টেনে
    বাদ্যে ভরপুর!
কাগজ নেড়ে উচ্চস্বরে
পোলিটিকাল তর্ক করে,
জানলা দিয়ে পশিছে ঘরে
    বাতাস ঝুরুঝুর।
পানের বাটা, ফুলের মালা,
    তবলা-বাঁয়া দুটো,
দম্ভ-ভরা কাগজগুলো
    করিয়া দাও দূর।

কিসের এত অহংকার!
    দম্ভ নাহি সাজে—
বরং থাকো মৌন হয়ে
    সসংকোচ লাজে।
অত্যাচারে মত্ত-পারা
কভু কি হও আত্মহারা?
তপ্ত হয়ে রক্তধারা
    ফুটে কি দেহমাঝে?
অহর্নিশি হেলার হাসি
    তীব্র অপমান
মর্মতল বিদ্ধ করি
    বজ্রসম বাজে?

দাস্যসুখে হাস্যমুখ,
বিনীত জোড়-কর,
প্রভুর পদে সোহাগ-মদে
    দোদুল কলেবর!
পাদুকাতলে পড়িয়া লুটি
ঘৃণায় মাখা অন্ন খুঁটি
ব্যগ্র হয়ে ভরিয়া মুঠি
    যেতেছ ফিরি ঘর।
ঘরেতে ব’সে গর্ব কর
    পূর্বপুরুষের,
আর্যতেজদর্পভরে
    পৃথ্বী থরহর।

হেলায়ে মাথা, দাঁতের আগে
    মিষ্ট হাসি টানি
বলিতে আমি পারিব না তো
    ভদ্রতার বাণী।
উচ্ছ্বসিত রক্ত আসি
বক্ষতল ফেলিছে গ্রাসি,
প্রকাশহীন চিন্তারাশি
    করিছে হানাহানি।
কোথাও যদি ছুটিতে পাই
    বাঁচিয়া যাই তবে—
ভব্যতার গণ্ডিমাঝে
    শান্তি নাহি মানি।


#durontoasha
#bangla_poem
#bengalipoetry
#duronto_asha
#duronto_asha_kobita
#rabindranathtagore
#rabindranathtagorekobita
#দুরন্ত_আশা
#দুরন্তআশাকবিতা
#দুরন্তআশাকবিতাআবৃত্তি
#রবীন্দ্রনাথঠাকুরেরকবিতা
#রবীন্দ্রনাথ_ঠাকুর
#রবিঠাকুর


Bangla Kobita
Bangla Kobita Abriti
Bengali Poem Recitation
All types of Bengali Poem
Sobdhoroner Bangla Kobita
Bangla Story
Bangla Golpo
Bangla Kobita
Apurba Bangla
Bangla Bhalobasher Kobita
Bhalobashar Kobita
Premer Kobita
Love Poem
Sad Poem
Romantic Poem
Romantic Kobita
Bangla Romantic Kobita
Bangla Romantic Poem
Bengali Love Poetry
Bengali Romantic Poem
Bangla Kobita Abriti
Bengali Love Poem
Bengali Sad Poem
Bangla Bhalobasher Kobita
Bangla Premer Kobita
Bengali Funny Poem
Bangla Mojar Kobita
Bangla Romantic Story
Bengali Love Story
Bangla Bhalobasher Golpo
Bangla Premer Golpo
Bangla Golopo
Abriti
Kobita Abriti
Bangla Kobita Abriti
Bengali Poem Recitation
Rabindranather Kobita
Robidranath Thakurer Kobita
Robi Thakurer Kobita
Rabindranath Tagore's Poem
Robi Thakurer Kobita
Rabindranath Thakur
Tagore Poem
Tagore's Poem
Kazi Nazrul Islam's Poem
Kazi Nazrul Islam
Kazi Nazruler Kobita
Jibananda Das
Jashimuddin
Shankha Gosh
Purnendu Potri
Joy Goshwami
Bangla Famous Poem
Bangla Bikhato Kobita
Bengali Famous Poem
12 ماه پیش در تاریخ 1402/07/13 منتشر شده است.
708 بـار بازدید شده
... بیشتر