SSC 2023 | রসায়ন ফ্রি ক্লাস | বাংলা ভার্সন

5.2 هزار بار بازدید - 2 سال پیش - SSC 2023 | রসায়ন ফ্রি
SSC 2023 | রসায়ন ফ্রি ক্লাস | বাংলা ভার্সন
SSC 2023 মডেল টেস্ট 🎯 ৭ ডিসেম্বর ১০০০/- ছাড়ে ভর্তির শেষ দিন
👉 শুরু: ১৮ ডিসেম্বর, ২০২২
🎯 বিস্তারিত ও ভর্তি হতে ক্লিক করো এই লিংকে👉 https://cutt.ly/ssc-2023-model-test
#ssc2023 #sscmodeltest #ssc_preparation

বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে উদ্ভাস এর আয়োজন “SSC 2023 মডেল টেস্ট”। শিক্ষার্থীদের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিতকরণের লক্ষ্যে কোর্সটিকে অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ফাইনাল সল্যুশন ক্লাস ও ফাইনাল মডেল টেস্ট এই ৩টি ধাপে বিভক্ত করা হয়েছে।
👉 Step 1: অধ্যায়ভিত্তিক পরীক্ষা
সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে প্রতিটি বিষয়কে সিলেবাস এবং গুরুত্ব অনুযায়ী বিভক্ত করে সর্বমোট ৩০টি অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ সর্বমোট ৩০টি সল্যুশন বুক প্রদান করা হবে। যা শিক্ষার্থীদের ধারাবাহিক প্রস্তুতিকে অধিক কার্যকরী করে তুলবে।
👉 Step 2: ফাইনাল সল্যুশন ক্লাস
এই ধাপে অধ্যায়ভিত্তিক পরীক্ষা এবং প্রতিটি বিষয়ের খুঁটি-নাটি ভুলগুলো যাতে শিক্ষার্থীরা শুধরে নিতে পারে এজন্য রাখা হয়েছে ৭টি ফাইনাল সল্যুশন ক্লাস। যা শিক্ষার্থীদের শর্ট সিলেবাসের উপর সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিতের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তুলবে।
👉 Step 3: ফাইনাল মডেল টেস্ট
শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতকরণের লক্ষ্যে এই ধাপে থাকছে ১২টি ফাইনাল মডেল টেস্ট। প্রতিটি মডেল টেস্টের সকল প্রশ্নের বিস্তারিত সমাধানে থাকছে ১২টি ফাইনাল সল্যুশন বুক। SSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার পূর্বেই নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারবে।  
🤔  SSC 2023 মডেল টেস্ট কাদের জন্য?
২০২৩ সালে বিজ্ঞান বিভাগে যারা এসএসসি বোর্ড পরীক্ষা দেবে তাদের জন্য।
যারা বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বোর্ড পরীক্ষার মান, প্রশ্নের ধরন, সময় বণ্টন ইত্যাদি সম্পর্কে ধারণা পেতে চায়।
এই মুহূর্তে যারা নিজের প্রস্তুতির মান এবং নিজের অবস্থান নির্ণয় করে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে চায়।
যারা ঘাটতির জায়গাগুলো খুঁজে বের করে অনুশীলনের মাধ্যমে ঝালাই করে প্রস্তুতি পরিপূর্ণ করতে চায়।
মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে যারা পরীক্ষা ভীতি দূর করে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে চায়।
🤔SSC 2023 মডেল টেস্ট কেন প্রয়োজন?
বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া।
সৃজনশীল প্রশ্ন-উত্তর সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ।
পড়ালেখার ধারাবাহিকতা নিশ্চিতকরণ।
একই সিলেবাস একাধিকবার রিভিশন।
ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।
বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন।
পরীক্ষাভীতি দূরীকরণ।
সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন।
পরীক্ষায় যথাযথ সময় বণ্টন।
যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন।
উত্তরপত্রের সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বৃদ্ধির দক্ষতা অর্জন।
নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ।
নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন।
প্রতিযোগিতামূলক পরিবেশে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি।
বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন।
💥 কোর্স বিবরণী:
অধ্যায়ভিত্তিক পরীক্ষা – ৩০টি
ফাইনাল সল্যুশন ক্লাস - ০৭টি
ফাইনাল মডেল টেস্ট – ১২টি
প্রিন্টেড বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক – ১২টি
সল্যুশন বুক – ৪২টি
💥 দেশসেরা মেধাবীদের জন্য ২ লক্ষ ৩৪ হাজার টাকার উৎসাহমূলক মেধাবৃত্তি
পরীক্ষাভিত্তিক মেধাবৃত্তি: ৪২*২০০০ = ৮৪,০০০/-
প্রতিটি পরীক্ষায় শীর্ষ ৫ জনকে প্রদান করা হবে মোট ২০০০/- মেধাবৃত্তি।
১ম: ৬০০/-, ২য়: ৫০০/-, ৩য়: ৪০০/-, ৪র্থ: ৩০০/-, ৫ম: ২০০/-

ফিজিক্যালি মডেল টেস্ট-এর সম্মিলিত মেধাতালিকার ভিত্তিতে প্রথম ১৫০ জনকে প্রদান করা হবে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকার চূড়ান্ত মেধাবৃত্তি সম্মাননা পুরস্কার।
💥  শুরু: ১৮ ডিসেম্বর, ২০২২
👉  কোর্স ফি: ৮,০০০/- (  ৭ ডিসেম্বর পর্যন্ত ১০০০/- ছাড়) [প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ১০০০/- ছাড়]

*Follow us on*

Our Channel Verified by
https://www.dmca.com/r/lqjk5zd

Website :
►►►http://udvash.com
►►►https://unmesh.com

**উদ্ভাস Facebook Page: ► Facebook: udvash
**উন্মেষ Facebook Page: ►Facebook: UnmeshPage
Instagram
Instagram: udvash_unmesh
Linkedin
LinkedIn: udvashunmesh

Thanks For Watching.
2 سال پیش در تاریخ 1401/09/12 منتشر شده است.
5,217 بـار بازدید شده
... بیشتر