মধ্যনগর উপজেলা | সুনামগঞ্জ 🇧🇩

Off-Trail Bangladesh
Off-Trail Bangladesh
15.4 هزار بار بازدید - پارسال - মধ্যনগর উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার
মধ্যনগর উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। সোমেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা মধ্যনগর উপজেলার আয়তন ২২২ বর্গকিলোমিটার। উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর, তৃতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর মধ্যনগর উপজেলা বৃহত্তর বংশীকুন্ডায় অবস্থিত। ১৯৭৪ সালে মধ্যনগর ইউনিয়ন, চামরদানী ইউনিয়ন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন নিয়ে মধ্যনগর থানা গঠিত হয়। থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন থেকে উপজেলা সদরের দূরত্ব ৪০ কিলোমিটারের বেশি, অপরদিকে উপজেলা সদর থেকে মধ্যনগরের দূরত্ব ২০ কিলোমিটার। যার ফলে শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক সেবা নিতে মানুষের দুর্ভোগ হচ্ছিলো। ২০০১ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ৮৬তম বৈঠকে মধ্যনগর থানা এলাকার ৪টি ইউনিয়ন নিয়ে মধ্যনগর উপজেলা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে নিকারের ৮৮তম সভায় এ সিদ্ধান্তটি বাতিল করা হয়েছিল।সর্বশেষ ২০২১ সালের ২৬ জুলাই নিকারের ১১৭তম সভায় মধ্যনগরকে পরিপূর্ণ উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে ধরমপাশা উপজেলা, পূর্বে তাহিরপুর উপজেলা ও পশ্চিমে কলমাকান্দা উপজেলা। ধর্মপাশা উপজেলার ৪টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মধ্যনগর থানার আওতাধীন। ইউনিয়নসমূহ- বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন চামরদানী ইউনিয়ন মধ্যনগর ইউনিয়ন Modhonogor or Madhyanagar (Bengali: মধ্যনগর উপজেলা) is an upazila in Sunamganj district in Bangladesh About 1.5 lakh people live in 4 unions of the upazila. The second largest haor of Bangladesh, the third Ramsar area is located at Banshikunda of Brihaur in Madhyanagar upazila of Tanguar haor. Meghalaya in India on the north, Dharampasha upazila on the south, Tahirpur upazila on the east and Kalmakanda upazila on the west. Madhyanagar Thana was formed in 1984 with Madhyanagar Union, Chamardani Union, Banshikunda North Union and Banshikunda South Union. The distance from Banshikunda North Union to Upazila Sadar is more than 40 kilometers, on the other hand the distance from Upazila Sadar to Madhyanagar is 20 kilometers. As a result, people were suffering to get education, medical and administrative services.The amount of agricultural land in this upazila is 15,600 hectares. Initially, activities were started from mid-1986 to upgrade Madhyanagar Thana to an upazila. After this, programs like hunger strike, human chain and hartal were also observed in Madhyanagar market at different times. At the 7th meeting of the National Implementation Committee on Administrative Restructuring (NICAR) in 2001, it was decided to establish Madhyanagar Upazila with 4 unions in Madhyanagar Thana area. The decision was later overturned at the 7th Nikar meeting. The last decision to make Madhyanagar a full-fledged upazila was taken at the 116th meeting of Nikar on 28 July 2021.Administrative activities of 4 unions are under Madhyanagar upazila. Banshikunda Uttar Union Banshikunda Dakkhin Union Chamradani Union Madhyanagar Union মধ্যনগর উপজেলা | সুনামগঞ্জ 🇧🇩 #মধ্যনগর #সুনামগঞ্জ
پارسال در تاریخ 1402/04/11 منتشر شده است.
15,443 بـار بازدید شده
... بیشتر