টেকনো নিয়ে এলো সাধ্যের মধ্যে ফোল্ডিং ফোন। Tecno। Folding Phone । Bijoy TV

BIJOY TV
BIJOY TV
11.4 هزار بار بازدید - پارسال - #Tecno
#Tecno #Folding_Phone
হালফ্যাশনের যুগে ছোট থেকে বড় সবার পছন্দের তালিকায় জায়গা পাচ্ছে ফোল্ডিং ফোন। অথচ সাধ্যাতীত দামের তোপে পড়ে অনেকেই পূরণ করতে পারছেন না তার ফোল্ডিং ফোন কেনার স্বপ্ন। গতানুগতিক স্মার্ট ফোনগুলোর চেয়ে ফোল্ডিং ফোন গুলোর দামের তফাত রাত আর দিনের। তবে এবার সেই সমস্ত ক্রেতা ও মধ্যবিত্ত শ্রেণীর কথা মাথায় রেখে টেকনো নিয়ে আসছে সস্তায় ফোল্ডিং ফোন। টেকনো কোম্পানিটি জানায় তাদের নতুন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড মডেলের সেই ফোল্ডিং ফোন থাকবে ক্রেতাদের সাধ আর সাধ্যের সমন্বয়কারি হিসেবে। কোম্পানিটি আরো দাবি করে এই ফোল্ডিং ফোনটির অনন্য কিছু ফিচার টেক্কা দিতে প্রস্তুত স্যামসাং এর মতো নামি দামি মোবাইল ব্রান্ডগুলোকেও।

এদিকে স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে ওয়ান প্লাস ঘোষণা দিয়েছে তাদের ফোল্ডেবল ফোনের কথা। ওয়ান প্লাসের দাবি, তাদের এই ফোল্ডেবল ফোনটি বাজারের অপো, স্যামসাং ও মটোরোলার মতো ব্রান্ডের সাথে টেক্কা দেবে। আর ঠিক সেদিনই, একই মঞ্চে টেকনোও তাদের নতুন এই মডেলের ফোল্ডেবল ফোনের সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দিল।

গ্লোবালি ইতিমধ্যেই লঞ্চ হওয়া ফ্যান্টম ভি ফোল্ড নামের এই ফোল্ডিং ফোনটি বাহ্যিকভাবে অনেকটাই স্যামসাং জেড ফোল্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ৭.৮৫ ইঞ্চির প্রাইমারি ফ্লেক্সিবল এএমওএলইডি স্ক্রিনের এই নতুন মডেলের সাথে ব্যবহারকারিরা আরো পাবেন ২ কে স্ক্রিন রেজুলেশন। এছাড়াও থাকছে এলটিপিও টেক, ১১০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট।

উপরন্তু এই মডেলটিতে ডিউরেবিলিটির জন্য ব্যবহার করা হয়েছে ড্রপ ডিজাইনের সাথে অ্যারোস্পেস-গ্রেড হিঞ্জ। ব্যবহারকারিগণ আরো পাবেন স্কিন ফ্রেন্ডলি লেদার ব্যাক প্যানেল এবং বড় ও গোলাকৃতির রিয়ার ক্যামেরা হাম্প। ফ্যান্টম ভি ফোল্ড নামের এই ফোল্ডিং ফোনটি পাওয়া যাবে ব্লাক ও হোয়াইট এই দুই কালার ভেরিয়েশনে।  

এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে।  এই ফোল্ডিং ফোনটিতে আপনি পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে ৫০ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা। আরো থাকছে ১৩ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স এবং ৪০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স।

এছাড়া ফোনটি ব্যবহারে আপনি পাবেন মিডিয়াটেক ডাইমেন্সিটি ৯০০০ প্লাস চিপসেট যেটা কি-না আসতে যাচ্ছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১২ জিবি র‍্যামের সাথে। আরো থাকবে ৫০০০ মিলি অ্যামিয়ার আওয়ার ক্যাপাসিটির খুবই শক্তিশালী ব্যাটারি। যে ব্যাটারি চার্জের জন্য টেকনো আপনাকে দেবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জারও।  

copyright © A BIJOY TV Production-2023

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: Facebook: bijoytvlimited
Youtube: bijoytvofficial
پارسال در تاریخ 1401/12/16 منتشر شده است.
11,446 بـار بازدید شده
... بیشتر