ডন সেলিমের বিরুদ্ধে আড়ত দখল চেষ্টা ও হুমকির অভিযোগ | Don Selim | Narayanganj

Daily Sangbad Chorcha
Daily Sangbad Chorcha
18.5 هزار بار بازدید - 2 ماه پیش - #narayanganj
#narayanganj #narayanganj_news #foryou #donselim

রূপগঞ্জে কাঁচা বাজারের আড়তের জন্য জায়গা ভাড়া দিয়ে চুক্তি ভঙ্গ করে নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই আড়ৎদারদের উচ্ছেদের চেষ্টা এবং হুমকি প্রদানের অভিযোগ উঠেছে ক্যাসিনো ডন সেলিমের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় কাঁচা বাজারটির আড়তে সংবাদ সম্মেলন করে সেলিম প্রধানের বিরুদ্ধে জবর দখল ও হুমকি প্রদানের এসব অভিযোগ করেন ব্যবসায়ী এবং আড়ৎদাররা।

সংবাদ সম্মেলনে তারা জানান, ২০১৯ সালে ষোল বিঘা জায়গাটির মালিক সেলিম প্রধানের কাছ থেকে মাসে পাঁচ লাখ টাকা ভাড়ায় দশ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে ওই জায়গায় কাঁচাবাজার ও আড়ৎ পরিচালনা করে আসছেন স্থানীয় আড়ৎদাররা। জামানত বাবদ ওই সেময় সেলিম প্রধানকে অগ্রিম নগদ সত্তুর লাখ টাকাও দিয়েছিলেন তারা। এছাড়া ওই জায়গায় বালু ভরাট বাবদ সাড়ে ষোল লক্ষ টাকা খরচও করেন আড়ৎদাররা। চুক্তিনামা অনুযায়ি ব্যবসায়িদের আড়ত পরিচালনার সময়সীমা আরও পাঁচ বছর রয়েছে।

ব্যবসায়ি ও আড়তৎদারদের অভিযোগ, ক্যাসিনো মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ চার বছর কারাভোগ করে সম্প্রতি এলাকায় ফিরে এসে সেলিম প্রধান নিজেকে গরীবের ডন দাবি করে আধিপত্য বিস্তার করেন। এরই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে তিনি কাঁচা বাজার ও আড়ৎদারদের কারো সাথে কোন আলাপ আলোচনা না করে এবং চুক্তি ভঙ্গ করে আড়তের দোকানপাট ভেঙ্গে দিয়ে নিজের নামে সাইনবোর্ড লাগিয়ে অন্যায়ভাবে জায়গাটি.দখলে নেয়ার অপচেষ্টা করছেন। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন কাঁচাবাজারের নিরীহ ব্যবসায়িরা। এরপর থেকে সেলিম প্রধান প্রায় সময় নিজস্ব লোকজন নিয়ে এসে বাজারের ব্যবসায়ী ও আড়ৎদারদের অন্যত্র চলে যাওয়ার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছেন বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে আইনগত সহায়তা চেয়ে গত বৃহস্পতিবার রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ। এ ঘটনার পর থেকে আড়তটি ঘিরে উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের আশংকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। চুক্তি অনুযায়ি আরও পাঁচ বছর বাজার ও আড়ৎ পরিচালনা করার সুযোগ করে দিতে প্রশাসনের কাছে দাবি করছেন কাঁচা বাজারটির ব্যবসায়ী ও আড়ৎদাররা।
#bangladesh #latestnewsupdate #rupganj
2 ماه پیش در تاریخ 1403/03/04 منتشر شده است.
18,594 بـار بازدید شده
... بیشتر