ডিপ্লোমা ইন লাইভস্টক ২৩-২৪শিক্ষাবর্ষে ভর্তি সম্পর্কিত তথ্য।Diploma in Livestock.ডিপ্লোমা ইন লাইভস্টক

Pasha Shahinur
Pasha Shahinur
2.6 هزار بار بازدید - 11 ماه پیش - ডিপ্লোমা ইন লাইভস্টক ২৩-২৪শিক্ষাবর্ষে ভর্তি
ডিপ্লোমা ইন লাইভস্টক ২৩-২৪শিক্ষাবর্ষে ভর্তি সম্পর্কিত তথ্য। Diploma in Livestock. পশু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ সম্পর্কিত তথ্য।
ভর্তি তথ্য সকল ভর্তি খবর
ডিপ্লোমা ইন টেক্সটাইল/কৃষি/ফিসারিজ/ফরেস্ট্রি/লাইভস্টক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
August08, 2023
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ টেক্সটাইল কৃষি ফিসারিজ ফরেস্ট্রি/ লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিসারিজ, ফরেস্ট্রি ও লাইভস্টক শিক্ষাক্রমে এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিসারিজ শিক্ষাক্রমের ১ম পর্বের ১ম ও ২য় শিফটে শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে আবেদন আহবান করা হয়েছে।

ডিপ্লোমা ভর্তির শিক্ষাগত যােগ্যতা :

সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে:
ডিপ্লোমা-ইন-এপ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-লাইভস্টক ও ডিপ্লোমা- ইন-ফিসারিজ ক্ষেত্রে: সকল শিক্ষা বাের্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল এস.এস.সি ( ভোকেশনাল) / দাখিল (ভােকেশনাল) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে সি গ্রেড ও অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থীরা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এস.এস.সি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভগে উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবে। তবে ডিপ্লোমা-ইন-লাইভস্টক শিক্ষাক্রমের ক্ষেত্রে ‘জীববিজ্ঞান বিষয়ে জিপি ৩.০০ সহ বিজ্ঞান বিভাগ থেকে সম্প্রতি পাসকৃতদের অগ্রাধিকার দেয়া হবে এবং মাট জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে। এক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত জিপি বিবেচনা করা হবে।

ডিপ্লোমা ইন লাইভস্টক অন-লাইনে আবেদনের সময়সীমাঃ ১ম পর্যায় -০৯/০৮/২০২৩ হতে ৩১/০৮/২০২২ (রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত)
ফলাফল প্রকাশ :০৭/০৯/২০২৩
১ম পর্যায়ের ভর্তি নিশ্চায়ন :নির্ধারিত ভর্তি ফি জমা দান পূর্বক ০৭/০৯/২০২৩হতে ১১/০৯/২০২৩ তারিখের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে।
২য় পর্যায়ের আবেদনের সময়সীমা:১৩/০৯/২০২৩ হতে ১৫/০৯/২০২৩(রাত ৯:০০ঘটিকা পর্যন্ত)
২য় পর্যায়ের আবেদন ও অপেক্ষমান তালিকা এবং ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ :১৯/০৯/২০২৩ইং

২য় পর্যায়ের ভর্তি নিশ্চায়ন :নির্ধারিত ভর্তি ফি জমা দান পূর্বক ১৯/০৯/২০২৩হতে ২২/০৯/২০২৩ তারিখের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে।

স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চায়ন:অনলাইনে ভর্তি সম্পন্ন করার পর ২২/০৯/২০২৩হতে ০২/১০/২০২৩তারিখের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ডকুমেন্ট জমাদান পূর্বক প্রাতিষ্ঠানিক  ভর্তি নিশ্চিত করতে হবে অন্যথায় ভর্তি বাতিল হতে পারে।

প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তির সময়সূচিঃ ভর্তি নিশ্চায়ন করার ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চায়ন বাতিল করতে পারবে।

ক্লাস শুরু : উল্লেখ্য, ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের  ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ ০৮/১০/২০২৩ইং রোজ রবিবার।
ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী ও ফলাফল নির্ধারিত ওয়েবসাইট www.btebadmission.gov.bd এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd থেকে ও জানা যাবে।

এই ভর্তি নির্দেশিকার যে কোনধারা নিয়মাবলীর সংশােধন, সংযােজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অন-লাইনে সর্বোচ্চ সরকারী ১৫টি প্রতিষ্ঠান/টেকনােলজি এবং বেসকারী ১টি প্রতিষ্ঠান/টেকনােলজি তে আবেদনের জন্য ১৬০/ (একশত ষাট টাকা মাত্র) রকেট, সােনালী ব্যাংক ও বিকাশ এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। অন-লাইন আবেদনে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি www.btebadmission.gov.bd ওয়েবসাইট প্রকাশ করা হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কারিগরি শিক্ষা ক্ষেত্রে ভর্তি নীতিমালা-২০২৩ অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসএসসি পাসের ফলাফল, পছন্দক্রম, কোটা ও অন্যান্য শর্তের ভিত্তিতে প্রার্থীর মেধা তালিকা প্রণয়ন করা হবে। মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান/টেকনােলাজিভিত্তিক মাইগ্রেশনের সুযােগ পাবে। তবে শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠান টেকনােলজি ভর্ত্তির সুযােগ পেলে শিক্ষার্থীরা তার মাইগ্রেশন বন্ধ করতে হবে। অন্যথায় অটোমাইগ্রেশন হলে কারিগরি শিক্ষা বাের্ড দায়ী থাকবে না।

ভর্তি কার্যক্রমের সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অপারেটরসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। যে কোন তথ্যের জন্য বর্ণিত নম্বরসমূহে সরকারি ছুটির দিন ব্যতিত অফিস চলাকালিন সময় যােগাযােগ করা যাবে। মােবাইল: ০১৩২২-৮৩০৩০৮, ০১৩২২-৮৩০৩০৯(বোর্ড) ও ০১৭০৬৫০৪১৬৯, ০১৭৮৯০২৮১৭৩, ০১৩০৫৭০৩৮৬৫, ০১৭৬৮৬৮২২৪০(বুয়েট)

#DiplomaInLivestocks2023_2024
#ডিপ্লোমা_ইন_লাইভস্টক
#লাইভস্টক_কোর্সে_২০২৩_২০২৪শিক্ষাবর্ষে_ভর্তি_বিজ্ঞপ্তি
#PashaShahinur
11 ماه پیش در تاریخ 1402/05/25 منتشر شده است.
2,611 بـار بازدید شده
... بیشتر