তিস্তা নদীর পানি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস || Dr. Yunus || Teesta Barrage

Bioscope Entertainment
Bioscope Entertainment
14.2 هزار بار بازدید - 2 هفته پیش - অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত
অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্কও করেন। পিটিআইকে তিনি বলেন, ‘এটা নতুন কোনও ইস্যু নয়, বরং খুবই পুরোনো বিষয়। আমরা বিভিন্ন সময় এ বিষয়ে কথা বলেছি। পাকিস্তান শাসনামল থেকেই এ নিয়ে আলোচনা শুরু।’ ড. ইউনূস আরও বলেন, ‘আন্তর্জাতিক নিয়ম মেনেই এই ইস্যুটির সমাধান করতে হবে। ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে। আমরা সেই অধিকার চাই।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘বিষয়টি (পানি বণ্টন) নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না। আমি যদি জানি, আমি কতটুকু পানি পাব, সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে।
2 هفته پیش در تاریخ 1403/06/16 منتشر شده است.
14,228 بـار بازدید شده
... بیشتر