ইএসআর (ESR) কী? জেনে রাখলে বাঁচবে জীবন

Dr. Muhammad Muhidul Islam
Dr. Muhammad Muhidul Islam
24.7 هزار بار بازدید - 4 سال پیش - ESR কে আবিস্কার করেন?১৮৯৭ সালে
ESR কে আবিস্কার করেন?
১৮৯৭ সালে পোল্যান্ডের প্যাথলজিস্ট ইন্ডোমাউন্ড ব্রাইয়ারন্যাকি সর্বপ্রথম রক্তের লাল রক্ত কনিকা থেকে ESR নির্নয় করেন।

Timestamps

00:00 সূচনা
00:16 ESR কী?
00:51 ESR এর আবিষ্কার ও পদ্ধতি
01:15 ESR এর নরমাল ভ্যালু
01:27 ESR কেন গুরুত্বপূর্ণ
01:40 ESR কখন কমে?
02:08 ESR কখন বাড়ে?
02:45 ESR পরিবর্তন হলে করণীয়

কি কি উপায়ে ESR করা হয়?
এই পরীক্ষাটি সাধারণত দুইটি উপায়ে করা হয়
• Westergren method
• Wintrobe method
এর মধ্যে ওয়েস্টারগ্রীন মেথডটি বেশি প্রচলিত, এই মেথডে ESR এর নরমাল লেভেল হচ্ছে
- পুরুষদের ০ থেকে ১০ মিমি পর্যন্ত(প্রথম ১ ঘন্টায়)
- নারীদের ০ থেকে ২০ মিমি পর্যন্ত(প্রথম ১ ঘন্টায়)
ESR কেন গুরুত্বপূর্ণ ?
ক্লিনিক্যালি রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে ESR খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ESR কমবেশি থাকা মানে যেকোন প্যাথলজি থাকতে পারে। যেমন- ইনফেকশন বা ইনফ্লামশন!
আসুন জেনে নেই কোন কোন রোগে ESR রেট বাড়ে ও কমে।

ESR রেট কমে যেতে পারে যেসব রোগের কারণে:
1. সিকেল সেল এ্যানিমিয়া
2. পলিসাইথেমিয়া
3. লিউকেমিয়া
4. হিমোলাইটিক এ্যানিমিয়া
5. প্লাসমা প্রোট্রিনের পরিমান কমে যাওয়া (কিডনি ও লিভার জনিত)
6. জন্মগতভাবে হার্ট ফেইলর
7. হাইপারভিসকোসিটি
8. মাইক্রোটোসিস
9. স্ফেনোসাইটোসিস
10. ফিব্রিনোজেন লেভেল কমে গেলে
11. টেকনোলজিস্ট এর অদক্ষতা

ESR রেট বৃদ্ধি পাওয়ার কারণ:
1. ইনফেকশন
2. ইনফ্লামেশন
3. গর্ভবতী মায়ের
4. রক্তশুন্যতা
5. অটোইমোইন ডিজিস ( যেমন SLE)
6. রিওম্যাটয়েড আর্থাইট্রিস(গেঁটেবাত)
7. রিওম্যাটয়েড ফিবার(বাতজ্বর)
8. টাইফয়েড জ্বর
9. নিউমোনিয়া
10. টিবি
11. নেফ্রোট্রিক সিন্ডম
12. বৃদ্ধ বয়সে ESR বাড়তে পারে
স্বল্প ও দীর্ঘস্থায়ী যেকোন ইনফেকশন বা ইনফ্লামেশনে ESR রেট বাড়তে বা কমতে পারে।


#healthcare #healthyeating #lifestyle #diet #health #healthycooking #treatment #doctor #physician #healthtips #mentalheath #nutrition #hormone #BioMedDRL #fitness


👥 Group: Facebook: BioMedDRL
🔗 FB Page: Facebook: DrMuhid
📞 Whatsapp Appointment: +8801681256331

All rights reserved by Dr. Muhid.
4 سال پیش در تاریخ 1399/11/25 منتشر شده است.
24,726 بـار بازدید شده
... بیشتر