কাজের চাপ সইতে না পেরে নিজের জীবন শেষ করলো রোবট! Bijoy TV

BIJOY TV
BIJOY TV
52.5 هزار بار بازدید - 6 روز پیش - অতিরিক্ত কাজের চাপ সইতে না
অতিরিক্ত কাজের চাপ সইতে না পেরে অনেকে কর্মস্থল পরিবর্তন করেন, অনেকেই আবার পুরো চাকরি জীবনকে বিদায় জানান। কিন্তু কাজের অসহ্য চাপের যন্ত্রনায় পুরো দুনিয়াকেই বিদায় জানায় কয়জন? তাও আবার মানুষ নয় একটি রোবট! অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে দক্ষিন কোরিয়ায়।
দক্ষিণ কোরিয়ার গামি সিটি কাউন্সিলে সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করতো রোবট সুপারভাইজার। ২০২৩ সালের আগস্ট থেকেই এটি কাজ করছিল। অফিসে নথি সরবরাহ, দায়িত্বপ্রাপ্তদের মাঝে তথ্য প্রদান এবং প্রচারণায় অংশ নেয়ার মতো দৈনন্দিন কাজগুলোতে অংশ নিত এটি।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা কাজ করতো রোবটটি। এমনকি একজন মানুষ কর্মচারীর মতো এটিকে নিজস্ব নাগরিক সেবা কর্মকর্তার পরিচয়পত্রও দেয়া হয়েছিল। অন্য রোবটগুলো যেকোনো এক তলায় কাজ করলেও এই রোবট নিজে লিফটের মাধ্যমে বিভিন্ন তলায় গিয়ে কাজ করতে সক্ষম ছিলো।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: Facebook: bijoytvlimited
Youtube: bijoytvofficial
6 روز پیش در تاریخ 1403/04/16 منتشر شده است.
52,596 بـار بازدید شده
... بیشتر