সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবি, কিন্ত কেন ? Narail News ||

Katha TV News
Katha TV News
199 بار بازدید - 4 هفته پیش - কথা টিভি সংবাদ || উজ্জ্বল
কথা টিভি সংবাদ || উজ্জ্বল শেখের মুক্তি চাই ||  
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে ৯ জুন বেলা ১১টার দিকে গোবরা চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচীতে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন-হাফেজ মাওলানা আরেফ বিল্লাহ, খলিল শেখ, নুরুজ্জামান, শাহিনা আকতার, নাজমা খাতুনসহ অনেকে।

বক্তারা বলেন, গত ৩ জুন সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গোবরা গ্রামের নিউটন গাজীর প্রাইভেটকার নিজেরা পুড়িয়ে উজ্জ্বলসহ ১৫ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা উজ্জ্বল শেখের মুক্তি চাই। এছাড়া উজ্জ্বল শেখের সমর্থকদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন প্রতিপক্ষরা।

এদিকে ভুক্তভোগী গোবরা গ্রামের নিউটন গাজী জানান, গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে গত ২ জুন রাত ১২টার দিকে তার বাড়িতে হামলা চালিয়ে প্রাইভেটকার পুড়িয়ে দেয় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ প্রতিপক্ষরা। এছাড়া নিউটন গাজীর বয়োবৃদ্ধ বাবা, স্ত্রী, শিশুপুত্রসহ পাঁচজনকে মারধরে আহত করার অভিযোগ রয়েছে।  

এ ঘটনায় উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে গত ৩ জুন সদর থানায় ১৫ জনের নামে মামলা দায়ের করেন নিউটন গাজী। মামলার পরদিন উজ্জ্বল শেখ (৩৭) ও আব্দুর রাজ্জাককে (৩৯) গ্রেফতার করে সদর থানা পুলিশ।  

ভুক্তভোগীরা আরো জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করেন নিউটন গাজী। এছাড়া উজ্জ্বল শেখ পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে কাজ করেন। #
আপনাদের প্রিয় চ্যানেল-“কথা টিভি নিউজ” এর সঙ্গে থাকুন। লাইক, শেয়ার ও সাব্স্ক্রাইব্ করুন।
Your favorite Channel- “Katha TV News”. Like, share and subscribe ||
4 هفته پیش در تاریخ 1403/03/20 منتشر شده است.
199 بـار بازدید شده
... بیشتر