গণিত উৎসবের গান

Chamok Hasan
Chamok Hasan
118.1 هزار بار بازدید - 13 سال پیش - চমক হাসান (২০০৮ এ লেখা)download
চমক হাসান (২০০৮ এ লেখা)
download link:   http://www.mediafire.com/?f5dp5y0kg01...
-------------------------------------------------------

মন মেলে শোন্, শুনতে পাবি বিজয়ের আহবান
গণিতের ধ্বনিতেই বাজে ঐ মুক্তির জয়গান
গণিতের প্রতি আছে যতো ভীতি আজ হবে সব দূর,
আজ লক্ষ প্রাণের ঐকতানে বাজবে একই সুর---

আয় আয় আয় কে স্বপ্ন দেখবি আয়
আয় আয় আয় গণিতের আঙ্গিনায়
আয় আয় আয় কে দেশটা গড়বি আয়
আয় আয় আয় গণিতের আঙ্গিনায়

একটি মানুষ দেখলে ম্বপ্ন, স্বপ্ন তারে কয়
দুজন দেখলে একই স্বপ্ন সেও তো স্বপ্ন রয়
যদি লক্ষ কোটি প্রাণ দোলে একই স্বপ্ন মূর্ছনায়
সে আর তখন থাকেনা স্বপন, সত্যি হয়ে যায়।
আয় গণিতের পথ বেয়ে, আয় নবীনেরা সব ধেয়ে
দ্যাখ, আশা নিয়ে এক জাতি আছে আজ তোদেরই পানে চেয়ে
এই দেশ জাগাবি গণিতের জীয়ন কাঠির ছোঁয়ায়

আয় আয় আয় কে স্বপ্ন দেখবি আয়
আয় আয় আয় গণিতের আঙ্গিনায়
আয় আয় আয় কে দেশটা গড়বি আয়
আয় আয় আয় গণিতের আঙ্গিনায়


কত না ধাঁধা গণিতের বাধা যেতে হবে পেরিয়ে
সংখ্যার বৈচিত্রের মাঝে যাবি নাকি হারিয়ে?
যদি দেশপ্রেম বুকে, গণিতে সুখে করিস বিচরণ
একদিন সত্যিই মিলে যাবে এ দেশের সমীকরণ
আর নেই কোন সংশয়, আজ গণিত করবি জয়
গণিতের ভাষাতে রাখবি বিশ্বে স্বদেশের পরিচয়
আমরাও পারি যে হতে সেরা বিশ্ব দেখবে তা-ই...

আয় আয় আয় কে স্বপ্ন দেখবি আয়
আয় আয় আয় গণিতের আঙ্গিনায়
আয় আয় আয় কে দেশটা গড়বি আয়
আয় আয় আয় গণিতের আঙ্গিনায়।
13 سال پیش در تاریخ 1390/10/16 منتشر شده است.
118,107 بـار بازدید شده
... بیشتر