NTRCA লিখিত পরীক্ষার হলে করণীয় বিষয়াবলী এবং দোয়া মাহফিল !!

Biddabari
Biddabari
8.3 هزار بار بازدید - 2 ماه پیش - ✅১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল,স্কুল-০২
✅১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল,স্কুল-০২ ও কলেজ পর্যায়ের সম্পূর্ণ প্রশ্ন সমাধান PDF ডাউনলোড লিংক: ln.run/Va7OS ✅১১ থেকে ২০ গ্রেডের সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৩ টি পরীক্ষার সকল প্রশ্নপত্র ln.run/Kr6_r ✅১০ম থেকে ৪৫ তম BCS সর্বমোট ৩৫ টি পরীক্ষার প্রশ্নোত্তর PDF ডাউনলোড লিংক: ln.run/7U9Aer ✅প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের সকল পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান ডাউনলোড লিংকঃ ln.run/Kr6_ NTRCA- ৫ম গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৯৭০০০ হাজারের বেশি লোক এমপিও-ভুক্ত স্কুল ও কলেজ পর্যায়ে কোন রকম তদবির বা ঘুষ ছাড়াই নিয়োগ হবে। এতোগুলো পদে এবার কারা চাকরি পাবেন? সহজ কথায় উত্তর হচ্ছে যারা ১৬ ও ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা নিয়োগ পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে, ১৬ ও ১৭তম নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন প্রায় মাত্র ২৫ হাজার প্রার্থী। তাহলে, প্রায় ৯৭ হাজার লোক ১৬ ও ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া তো অসম্ভব। এই বাকি প্রায় ৭০ হাজার লোকের নিয়োগ হবে ১৮তম এবং ১৯তম নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য হওয়া প্রার্থীদের মধ্যে থেকে। সামনে কী দারুণ একটি সুযোগ! এখন তাহলে করনীয় কী? ১৮তম নিবন্ধনে যেসকল প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করবে অর্থাৎ বেশি নম্বর পাবে তাদের মধ্যে এই ৭০ হাজার থেকে ৩০-৩৫ হাজার প্রার্থী চাকরি পাবে। আর বাকি ৩০-৩৫ হাজার নিশ্চিতভাবেই ১৯তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ চাকরি পাবেন। ১৯তম নিবন্ধন পরীক্ষায় চাকরি নিশ্চিত করতে হলে কী করতে হবে? অবশ্যই নিবন্ধন MCQ পরীক্ষায় ৪০+ নম্বর এবং এর সাথে লিখিত পরীক্ষায় ৬০%-৮০% নম্বর তুলতে হবে। নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি পর্বে প্রিলি. কোর্সে আমরাই সেরা ফলাফল দিতে পেরেছি। এবং লিখিত কোর্স দেশে প্রথমবারের মত আমরাই চালু করেছি। নিবন্ধন প্রিলি. পরীক্ষায় সাফল্যের পরিপ্রেক্ষিতে সেরা প্রস্তুতির জন্য এবার আমরা আয়োজন করেছি স্পেশাল ব্যাচ- “NTRCA Preli. Advance Live Batch-5” ৫০% মেগা ছাড়ে ভর্তি চলছে… ✅কোর্সটিতে যা থাকছে- 💠 মোট ক্লাস সংখ্যা- ৮৫টি। যার মধ্যে- 👉বিষয়ভিত্তিক লাইভ ক্লাস-৭০টি (তথ্যবহুল এ সকল লাইভ লেকচার ক্লাস প্রতিটি দুই ঘন্টার অধিক) 👉১০টি লাইভ সলভ ক্লাস। (১) বিষয়ভিত্তিক ক্লাস সমূহ- (i) ইংরেজি- ১৬টি; (ii) গণিত- ২০টি; (iii) বাংলা- ১৫টি; (iv) বাংলাদেশ বিষয়াবলি- ০৯টি; (v) আন্তর্জাতিক বিষয়াবলি- ০৫টি; (vi) সাধারণ বিজ্ঞান- ০৩টি; (vii) আইসিটি- ০২টি; (২) কেয়ার ক্লাস- ৫টি; (৩) প্রতি ক্লাসেই Class Test; (৪) মডেল টেস্ট- ১০টি; (৫) পরিকল্পিত Home Assignment; (বাড়ির কাজ) (৬) সাপ্তাহিক ‍বিশেষ পরীক্ষা; (৭) Monthly Evaluation Test; এই কোর্সের আরেকটি জরুরী বিষয় হচ্ছে, আমাদের রয়েছে তথ্য সমৃদ্ধ ১৩০০ পৃষ্ঠার পরীক্ষায় কমন উপযোগী লেকচার শিট। [এবারের ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ সকল লেকচার শিট থেকে প্রায় ৯০%+ প্রশ্ন কমন এসেছে] বিসিএস ক্যাডার স্যার এবং বিদ্যাবাড়ির স্পেশাল রিসার্চ টিমের গবেষনার ভিত্তিতে এই শিটগুলো তৈরি করা হয়েছে। আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী ছাড়া শিটগুলো অন্য কোথাও বিক্রি করা হয় না। ✅কোর্সটি কতদিন চলবে❓ 👉আগামী ৬ মাস পর্যন্ত চলবে। ✅ ওরিয়েন্টেশন ক্লাস- ০৭ জুলাই, ২০২৪ (রাত ৯ টায়) ✅ কোর্স ফি কত❓ 👉কোর্সটির রেগুলার ফি ৭ হাজার টাকা। তবে, আগামী ২ দিনের জন্য ৫০% বিশেষ ছাড়ে মাত্র ৩৫৫০ টাকায় ভর্তি হতে পারবেন। (অফারটি সীমিত সময়ের জন্য) ☎ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বা পরামর্শ পেতে নিচের নাম্বার গুলোতে WhatsApp-এ SMS করুন অথবা সরাসরি কল করুন- 📞01896060800 📞01896060801 📞01896060802 📞01896060803 📞01896060804 📞01896060805 আপনার সফলতার শুরু হোক বিদ্যাবাড়িতেই 💯 NTRCA লিখিত পরীক্ষার হলে করণীয় বিষয়াবলী এবং দোয়া মাহফিল !! Biddabari #biddabari #allgovtjob #jobpreaparation #bcs Follow Our Other's Social Media Account: ➤ Facebook Page : www.facebook.com/biddabaribcs ➤ Visit Our Website : biddabari.com/ ➤ Download Our App : cutt.ly/N8edvmF Other'
2 ماه پیش در تاریخ 1403/04/21 منتشر شده است.
8,336 بـار بازدید شده
... بیشتر