01 Const and let | Next Level Javascript in Bangla | From ES5 to ESNext | বাংলা

Code For Food
Code For Food
631 بار بازدید - 5 سال پیش - অরিজিনাল ফ্রি আপকামিং ফুল কোর্স
অরিজিনাল ফ্রি আপকামিং ফুল কোর্স এর লিংক - https://www.udemy.com/course/2287987

জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার এবং জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিজের ছোট খাট প্রজেক্ট থেকে শুরু করে নেটক্লিক্স, গুগল, ফেসবুক সব প্রায় সব প্রতিষ্ঠানই জাভাস্ক্রিপ্ট ফ্রন্টএন্ট এবং ব্যাকএণ্ডের বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। আর তাই এই সময়ে জাভাস্ক্রিপ্ট শেখাটা একরকম প্রয়োজন হয়ে পড়েছে। আর মর্ডান কোডিং প্যাটার্ন এবং জাভাস্ক্রিপ্ট এর নতুন এডিশনগুলো জানার কোন বিকল্প নেই যদি নিজেকে একজন দক্ষ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বলে দাবি করতে হয়। আর এই কোর্সে এই রকমই কিছু জাভাস্ক্রিপ্ট এর লেটেস্ট ব্যবহার ছোট ছোট এক্সামপল সাহায্যে দেখানোর চেষ্টা করা হয়েছে।।

এই কোর্সটি কার জন্য ?

জাভাস্ক্রিপ্ট নিয়ে আগ্রহ থাকতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপুর্ণ।

যেহেতু কোর্সে কোড করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হবে, তাই জাভাস্ক্রিপ্ট এর জ্ঞান থাকা জরুরি।

কোর্স শেষে কি শিখব ?

জাভাস্ক্রিপ্ট লেটেস্ট ভার্সন গুলোতে কোড করার দক্ষতা।



ইন্সট্রাক্টরের পরিচয় ?

হ্যালো, আমি নওশাদ। পেশায় একজন সফটওয়্যর ইঞ্জিনিয়ার এবং একজন টেকনোলজি নিয়ে আগ্রহী মানুষ। নিজের শিখতে ভাল লাগে এবং নলেজ শেয়ার করতে ভাল লাগে। কারণ আমি মনে করি শেয়ার করতে গিয়ে নিজেও ভাল ভাবে শেখা সম্ভব। এই টিউটোরিয়াল বানাতে বানাতে আমি নিজেও অনেক কিছু শিখেছি এবং বুঝেছি। আশা করি আপনারও ভাল লাগবে :)

Inspired by: ES5 to ESNext — here’s every feature added to JavaScript since 2015 by Flavio Copes
5 سال پیش در تاریخ 1398/01/04 منتشر شده است.
631 بـار بازدید شده
... بیشتر