পাথরের মান যাচাই (Quality of Stone) I নির্মাণে আমি I A Shah Cement Initiative

Shah Cement
Shah Cement
70.9 هزار بار بازدید - 5 سال پیش - ঢালাই কে শক্তিশালী করার জন্য
ঢালাই কে শক্তিশালী করার জন্য  মিশ্রণে  পাথর ব্যবহার করা হয়  আমাদের দেশে ৩ ধরণের পাথর বেশি ব্যবহৃত হয়। চলুন দেখে নেই পাথর সম্পর্কে বিস্তারিত।

প্রি গ্রাভেল পাথর
প্রি গ্রাভেল পাথর এর সাইজ ৩/৪ ইঞ্চি বা এর চেয়েও কম। এই  সাইজই নির্মাণ কাজে ব্যবহার করা হয়।  
গোলাকার পাথর বা শিংগেলস
গোলাকার পাথর বা সিংগলস এর সাইজ প্রি গ্রাভেল এর চেয়ে বেশি, তবে ৩ ইঞ্চি এর কম। পাইলিং এর ঢালাইয়ে প্রাকৃতিকভাবে পাওয়া শিংগেলস বেশি ব্যবহার করা হয়।

বোল্ডার ক্রাশড পাথর সাধারনত আকারে বড় থাকে এবং পাথর ক্রাশারে ভেংগে তৈরি করা হয়। সাইজ ৩/৪ ইঞ্চি এর বেশি না আবার ১/৪ ইঞ্চি এর কম হবে না।

ছোট বড় বিভিন্ন সাইজ মেশানোর কারণ বড় পাথরগুলোর ভেতরে ছোট পাথর ঢুকে কম্প্যাক্ট ঢালাই তৈরিতে সহায়তা করে।
ফাউন্ডেশন ও পাইলিং এর ঢালাইয়ে পাথরের ব্যবহার বেশি হয়।  ফাউন্ডেশন ও বীম,কলাম ও স্ল্যাবে শতভাগ বোল্ডার ক্রাশড পাথর ব্যবহার করা উচিত।

পাথর ক্রয় ও ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল করতে হবে তা হলঃ

৩/৪” ডাউনসাইজ ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে এবং এক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিন।
মরা পাথর থাকা যাবে না, অপেক্ষাকৃত হালকা পাথরকে মরা পাথর বলে।


পাথর কেনার সময় মাপ যাচাই এর জন্য পাথরের ওজন সম্পর্ক ধারণা থাকা উচিতঃ  

ভাল মানের প্রতি ঘনমিটার পাথরের ন্যু্নতম ওজন  ১৫৭০ কেজি/ঘনমিটার
5 سال پیش در تاریخ 1398/06/12 منتشر شده است.
70,943 بـار بازدید شده
... بیشتر