বন্যায় কুমিল্লার তিতাসে ভয়াবহ অবস্থা@smartlivestock bd

Smart Livestock BD
Smart Livestock BD
33 بار بازدید - 4 هفته پیش - বন্যায় কুমিল্লার তিতাসে ভয়াবহ অবস্থা
বন্যায় কুমিল্লার তিতাসে ভয়াবহ অবস্থা ‪@SmartLivestockBD‬ কুমিল্লার তিতাস উপজেলায় সাম্প্রতিক বন্যায় ভয়াবহ রকমের ক্ষতি হয়েছে। অন্যান্য সকল সেক্টরের মত প্রাণিসম্পদ সেক্টরে ও এ ক্ষতির পরিমাণ অভাবনীয়। অনেক খামারি আজ নিঃস্ব হয়েছে বিশেষ করে মুরগির খামারিরা তাদের আসল পর্যন্ত তুলতে পারবেনা। বলা হচ্ছে গত 50 বছরেও তিতাস উপজেলা এমন বন্যা কখনো দেখেনি। তিতাস উপজেলায় মোট নয়টি ইউনিয়নের মধ্যে চারটি বন্যা আক্রান্ত। গোমতী নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় নারান্দিয়া ইউনিয়ন কলাকান্দি ইউনিয়ন ভিটিকান্দি ইউনিয়ন ও জগতপুর ইউনিয়নের বেশ কিছু খামার পানির নিচে তলিয়ে গেছে। খামারিরা অল্প কিছু মুরগি নিরাপদ স্থানে স্থানান্তর করতে পেরেছে কিন্তু অধিকাংশ মুরগি তারা অল্প দামে বিক্রি করেছে এবং প্রচুর সংখ্যক মুরগি এই বন্যায় মারা গিয়েছে। মানুষের ক্ষয়ক্ষতি সম্পদের ক্ষেত্রে প্রচুর হলেও এখানে আজকে পর্যন্ত কোন জীবন যায়নি। সর্বশেষ খবর পাওয়ার পর্যন্ত ২৫ আগস্ট দুটি শিশু স্কুল থেকে ফেরার পর স্রোতের পানির সাথে ভেসে গিয়ে মৃত্যুবরণ করে। আজকের এই ভিডিওটিতে আমরা বন্যা পরিস্থিতির সব কিছু নিয়ে আলোচনা করেছি বিশেষ করে প্রাণিসম্পদ খাতে যে যে ক্ষতি হয়েছে তার একটি স্বরূপ বর্ণনা করার চেষ্টা করেছি। আপনি অবজ্ঞা করতে পারেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি সাম্প্রতিক বন্যা ২০২৪ কুমিল্লার বন্যা ফেনীর বন্যা গোমতী নদীর তিতাসের বন্যা বন্যায় ক্ষয়ক্ষতি বন্যায় খামারে ক্ষতি বন্যায় সাম্প্রতিক ক্ষতি বন্যা থেকে কিভাবে রক্ষা পাব বন্যায় কি কি ক্ষতি হলো এ বন্যার শেষ কোথায় কত দিনে শেষ হবে এ বন্যা গোমতী নদীর পানি কমছে শুরু করেছে বন্যায় খামারীরা নিঃস্ব সর্পর্শ হারিয়েছে খামারেরা বন্যায় করণীয় কি
4 هفته پیش در تاریخ 1403/06/04 منتشر شده است.
33 بـار بازدید شده
... بیشتر