EB-3 ভিসা নিয়ে কিভাবে আমেরিকা আসবেন? ॥ সরাসরি চাকরি নিয়ে আমেরিকা আসুন॥ EB3 VISA Explained

Md. Arifur Rahman, USA
Md. Arifur Rahman, USA
12.7 هزار بار بازدید - 12 ماه پیش - EB-3 ভিসা নিয়ে কিভাবে আমেরিকা
EB-3 ভিসা নিয়ে কিভাবে আমেরিকা আসবেন? ॥ সরাসরি চাকরি নিয়ে আমেরিকা আসুন॥ EB3 VISA Explained

অদক্ষ শ্রমিকদের জন্য EB-3 ভিসা
EB-3 ভিসা পেশাদার, দক্ষ এবং অদক্ষ কর্মীদের জন্য একটি কর্মসংস্থান ভিত্তিক অভিবাসন বিভাগ।
এই পোস্টটি অদক্ষ কর্মী শ্রেণীর উপর ফোকাস করে।
প্রতি বছর 10,000 EB-3 অদক্ষ ভিসা জারি করা হয়।
যে চাকরিগুলিতে সাধারণত 2 বছর বা তার কম কাজের অভিজ্ঞতার প্রয়োজন হয় সেগুলি অদক্ষ কর্মী বিভাগে রয়েছে।

কাদের জন্য ইবি ৩ ভিসা প্রযোজ্য?
উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, ইবি ৩ ভিসা কাকে বলে। তো এবার আমাদের জানতে হবে যে, কাদের জন্য ইবি ৩ ভিসা প্রযোজ্য হবে। এবং উপরের আলোচনায় আমি আপনাকে মোট ০৩ টি ক্যাটাগরি সম্পর্কে বলেছি। সেগুলো হলো,

০১ – যাদের কোনো কাজে দক্ষতা ও অভিজ্ঞতা আছে
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে প্রফেশনাল ভাবে ওয়ার্কার না হওয়ার পরেও। তাদের নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা আছে। সেটা হতে পারে বিভিন্ন কাজ যেমন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভলপার ইত্যাদি।

তো যাদের এই ধরনের বিভিন্ন কাজে পূর্ণাঙ্গ দক্ষতা ও অভিজ্ঞতা আছে। তারা চাইলে এই ধরনের ইবি ৩ ভিসার মাধ্যমে আমেরিকাতে স্থায়ী ভাবে বসবাস করার সুবিধা পাবে।

০২ – যারা প্রফেশনাল ভাবে ওয়ার্কার
এবার আমাদের জানতে হবে যে, প্রফেশনাল ওয়ার্কার বলতে কি বোঝানো হয়েছে। মূলত আমাদের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পেশার সাথে নিযুক্ত আছে। আর সেটি বিভিন্ন পেশা হতে পারে যেমন, শিক্ষক, ডক্টর, আর্কিটেকচার ইত্যাদি। তো এই ধরনের ব্যক্তিদের প্রফেশনাল ওয়ার্কার এর ক্যাটাগরি তে নেওয়া হয়।

আর আপনারা যারা এই ধরনের প্রফেশনাল কাজের সাথে যুক্ত আছেন। এবং যাদের এই কাজে ২-৩ বছর এর অভিজ্ঞতা আছে বা তার চেয়েও কম অভিজ্ঞতা আছে। তারা চাইলে আমেরিকা তে স্থায়ী ভাবে থাকার জন্য ইবি ৩ ভিসার আবেদন করতে পারবেন।

০৩ – যাদের নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা নেই
ইবি ৩ ভিসার জন্য দক্ষ ও প্রফেশনাল ব্যক্তিরা আবেদন করার পাশাপাশি। আমাদের মধ্যে যে সকল মানুষ গুলো আনস্কিলড। চাইলে তারাও ইবি ৩ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তার আগে আমাদের জানতে হবে যে, এখানে আনস্কিলড বলতে কোন মানুষ গুলো কে বোঝানো হয়েছে।

তো এমন অনেক কাজ আছে, যে গুলোর করার পরও আপনাকে আনস্কিলড ওয়ার্কার হিসেবে ধরা হবে। যেমন, ছোটো ছোটো বাচ্চাদের দেখাশোনা করা। বৃদ্ধ অসুস্থ পিতা বা মাতার কেয়ার করা। কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লিনার এর কাজ করা ইত্যাদি। যারা মূলত এই ধরনের কাজ গুলো করেন। তাদের আনস্কিলড ক্যাটাগরির মধ্যে রাখা হয়।

#arifurrahman #bangladeshi_vlogger #আমেরিকা #নিউইয়র্ক #study_in_usa #নিউইয়র্ক_ডাইরী
12 ماه پیش در تاریخ 1402/05/29 منتشر شده است.
12,744 بـار بازدید شده
... بیشتر