জমি রেজিস্ট্রেশন ফি করতে কত? | Dolil Registration Fee

Hasanul Haque Mridul
Hasanul Haque Mridul
972 بار بازدید - 2 سال پیش - জমির সাব কবলা দলিল খরচ
জমির সাব কবলা দলিল খরচ ২০২২ কত? জমি রেজিস্ট্রি করতে কি কি লাগে? Jomir Dolil Registration khoroc koto? দলিল রেজিস্ট্রেশন ফি ক্যালকুলেটর। জমি রেজিস্ট্রেশনের নতুন আইন কি? বাংলাদেশের জমি রেজিস্ট্রি খরচ কত? জমি রেজিস্ট্রি করার খরচ ২০২৩? ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ ২০২৩। সাফ কবলা দলিল রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয় এই ভিডিওতে এই বিষয়গুলো থাকছে।


কবলা দলিল রেজিস্ট্রী খরচ নিচে দেয়া হলঃ


জমি, ফ্লাট বা প্লট ইত্যাদি ক্রয়-বিক্রয়ের দলিলকে সাফ কবালা বা বিক্রয় দলিল বলে।


১। রেজিস্ট্রেশন ফিঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা। দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।


২। স্টাম্প শুল্কঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫% টাকা। দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ কোড নং  ১১৬২১০২ তে জমা করতে হবে।


৩। স্থানীয় সরকার করঃ  সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা। স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেড এ সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নম্বরে পে-অর্ডারের মাধ্যমে জমা করতে হবে।


৪। উৎস কর (53H):    
ক) জেলা সদরের পৌরসভা ব্যতীত অন্যান্য পৌরসভার ক্ষেত্রে দলিল মূল্যের উপর ২% টাকা।    
খ) অন্যান্য এলাকার জন্য দলিল মূল্যের উপর ১% টাকা।


৫। অন্যান্য ফিসসমূহঃ    
ক) ২০০ টাকার স্টাম্পে হলফনামা।    
খ) ই ফিঃ- ১০০ টাকা।    
গ) এন ফিঃ-          
        (i) বাংলায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।    
       (ii) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।    
ঘ) এনএন ফি (নকলনবিশগনের পারিশ্রমিক) -        
        (i) বাংলায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।  
        (ii) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।    
ঙ) সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি
2 سال پیش در تاریخ 1401/08/18 منتشر شده است.
972 بـار بازدید شده
... بیشتر