দুরত্ব ও সরণ ।। এসএসসি পদার্থ ২য় অধ্যায় : গতি । ssc physics chapter 2 [subrata sir]

subrata sir
subrata sir
3.7 هزار بار بازدید - 4 سال پیش - এস.এস.সি পদার্থ এর “গতি” অধ্যায়
এস.এস.সি পদার্থ এর “গতি” অধ্যায় থেকে বৃত্তাকার পথে চলমান কোন বস্তুর দুরত্ব ও সরণ সম্পর্কিত নৈর্ব্যত্তিক প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য এই ক্লাসটি করা। আশা করছি এই ক্লাসটি সম্পুর্ণ দেখার পর- দুরত্ব ও সরণ সম্পর্কিত সকল সমস্যা ও বেসিক বিষয় পরিষ্কার হয়ে যাবে।

মূলত ২০২০ সালের এসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নগুলোতে অধিকাংশ MCQ বেসিক বিষয়গুলোকে কেন্দ্র করে এসে থাকে। এই সকল বেসিক নির্ভর প্রশ্নগুলোর সমাধানের কৌশল এবং বিভিন্ন ট্রিকস ও টিপস সম্পর্কিত ভিডিও নিয়মিত আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জন্য।

২০২০ সালের ৯টি বোর্ড প্রশ্নগুলো থেকে তোমাদের জন্য শুধুমাত্র বেসিক বিষয় নির্ভর প্রশ্নের নিয়মিত ক্লাস পাবে এখন থেকে। আশা করি, সবগুলো ক্লাস দেখার পর পদার্থ বিষয়টিকে তোমাদের কাছে জটিল কিংবা কঠিন মনে হবে না।
পরবর্তীতে যে ক্লাসগুলো পাবে :-
* কিভাবে গ্রাফ বা লেখচিত্র থেকে দুরত্ব / ত্বরণ কিংবা বেগ নির্ণয় করবে
* দর্পণ ও লেন্সে কিভাবে বিম্বের অবস্থান নির্ণয় করবে
* পড়ন্ত বস্তুর যে কোন উচ্চতায় বিভব ও গতিশক্তি কিভাবে নির্ণয় করবে
* বস্তুর কত শতাংশ ভাসবে বা ডুববে - এই সম্পর্কিত ক্লাস
* একটি ‍গুলি কোন তক্তার কতটুকু ভেদ করবে এই সংক্রান্ত গণিত
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি.....উপর্যুক্ত বিষয়গুলো ছাড়াও আরও খুঁটিনাটি বিষয় নিয়েও নিয়মিত ক্লাস পাবে এই চ্যানেলে। আশা করি সঙ্গে থাকবে।

পদার্থ বিষয়ে আর কি কি ক্লাস চাচ্ছ এবং পদার্থের কোন টপিকসগুলো তোমাদের কাছে জটিল মনে হয়, জানাতে ভুলবে না স্যার।

ক্লাস পরিচালনায়
সুব্রত দাস (অপু)
বি.এস.সি(অনার্স) , এম.এস.সি (রসায়ন), বি.এড (বিজ্ঞান)
সহকারি শিক্ষক ( পদার্থ ও রসায়ন)
বোর্ড পরীক্ষক ( রসায়ন)
4 سال پیش در تاریخ 1399/11/05 منتشر شده است.
3,709 بـار بازدید شده
... بیشتر