পাইলের মাথা ভাঙ্গা হয় কেন? | Cut Of Level Of Pile | Civil Master

Civil Master
Civil Master
18 هزار بار بازدید - 3 سال پیش - পাইলের মাথা কেন ভাঙা হয়?
পাইলের মাথা কেন ভাঙা হয়?

#কাস্ট_ইন_সিটু_পাইল এর ঢালাই এর পরে মাটি কেটে পুনরায় এর মাথার কিছু অংশ ভাঙা হয়। অনেকেই প্রশ্ন করেন এই কাজটা কেন করা হয়? যদি ভাঙ্গতেই হবে তাহলে সেটা ঢালাই  করা হয় কেন?

মুলত দুটি কারনে পাইল এর মাথা ভাঙা হয়
---------------------------------------------------------------
১) এটা বুঝতে হলে আপনাকে জানতে হবে পাইল কিভাবে ঢালাই করা হয়। পাইল এর যখন গর্ত করা হয় তখন পানির ব্যবহার করা হয়। বোরিং পাইপে পানির ব্যবহারের কারনে নিচের মাটি আলগা হয়ে উপরে চলে আসে ফলে গর্তের সৃস্টি হয়। এই গর্তেই  রডের খাঁচা ঢুকিয়ে ঢালাই করা হয়।

গর্তের নিচে কাদা জমে থাকে পানি ব্যবহারের জন্য আর সেখানে যখন কংক্রিট ঢালা হয় তখন কাদার চেয়ে ওজনে ভারি হওয়ার কারনে কংক্রিট এর মশলা নিচে চলে যায় আর কাদা উপরে উঠে আসে। এভাবে আসতে আসতে সমস্ত কাদা একেবারে মাথায় চলে আসে এবং সলিড কংক্রিট এর ঢালাই নিচে জমে শক্ত হয়ে যায়।

তো এই মাথায় উঠে আসা কিছুটা কাদা কিছুটা কংক্রিট এর মিশ্রণ খুব একটা শক্তিশালি হয় না। তাই এই উপরের অংশটা ভেঙে ফেলা হয়।

২) পাইল ক্যাপ এর রড বাঁধাই করার জন্য পাইল এর মাথার রডের প্রয়োজন হয়। একটি কলাম সাধারনত তিনটি থেকে দশটিরও অধিক পাইলের সমন্বয়ে দাঁড়িয়ে থাকে। আর এই পাইলগুলোকে একটা কলামের সাথে বেঁধে রাখে পাইল ক্যাপ। এই ক্যাপ বাঁধার জন্য পাইলের মাথা ভাঙা খুবই জরুরি।
3 سال پیش در تاریخ 1400/02/14 منتشر شده است.
18,021 بـار بازدید شده
... بیشتر