এই ভ্রমণ, মনকে সতেজ করে দেয়, আর খরচও খুব কম || Beri Baor Nature || India Bangladesh Border || Lake

GHURTE JABO
GHURTE JABO
45.8 هزار بار بازدید - 2 سال پیش - এই রকম ভ্রমণ, মনকে একেবারে
এই রকম ভ্রমণ, মনকে একেবারে সতেজ করে দেয়, আর খরচটাও খুব কম। এই বেড়ি বাওড় এ ( Beri Baor Nature ) ভ্রমণ করতে এলে পাবেন ভারত বাংলাদেশ বর্ডার ( India Bangladesh Border ), সর্ববৃহৎ অশ্বখুরাকৃতি হ্রদ ( Horse shaped Lake ), যতক্ষন ইচ্ছে নৌকোভ্রমন, খুব জাগ্রত একটি টেরাকোটার মন্দির, নীলকুঠি, সর্বোপরি এখানকার প্রকৃতি ( Nature । বিশেষ করে বাসু বাবু, মানে যেখানে গিয়ে উঠবেন (Om Shanti Home Stay & Picnic Garden ), সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। বাসুবাবুর ফোন নম্বর নিচে দিয়ে দিলাম। সবমিলিয়ে সারাদিনের দারুন একটা প্যাকেজ। এখানে টোটো বা অটো করে সাইট সিং ঘোরা, ইচ্ছেমতো নৌকোচাপা, ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালে চা-বিস্কুট নিয়ে জনপ্রতি ১০০০ টাকা। তবে ৫ জন বা তার বেশি হলেই এই টাকা। যদি ২-৩ জন টুরিস্ট হয়, তাহলে এই খরচ সামান্য একটু বেশি হতে পারে। এই ব্যাপারটা সম্পর্কে বাসুবাবুর সাথে আগে ফোন কথা বলে নেবেন।

পথনির্দেশ :- এয়ারপোর্ট থেকে এখানকার দূরত্ব ৬০ কিলোমিটার। নিজের গাড়ি নিয়ে গেলে, যশোর রোড ধরে নিন। ডাকবাংলো মোর, চাঁপাডালির মোর, বিড়া চৌমাথা ফেলে সোজা চলে আসুন চোঙদা মোর, সেখান থেকে ডানদিকে ২৫ কিলোমিটার গেলেই পাঁচপোতা। সেখান থেকে আবার ডানদিকে ১ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন ভাড়াডাঙ্গা। আর ট্রেনে কি করে পৌঁছবেন, সেটা ভিডিওতেই বলা আছে।

For Booking & any information
Mr. Basudeb Paul
(M) +91 9062949667
(M) +91 9153785328

#beribaor #panchpota #baor
2 سال پیش در تاریخ 1401/02/12 منتشر شده است.
45,826 بـار بازدید شده
... بیشتر