মাওলা আলীকে ভালবাসলে যদি শিয়া হয় // ড. আতাউর রহমান মিয়াজী

Suyuti HD Media
Suyuti HD Media
69.9 هزار بار بازدید - 2 سال پیش - প্রিয় পাঠক বন্ধুরা যদি পারেন
প্রিয় পাঠক বন্ধুরা যদি পারেন একটু কষ্ট করে হলেও এই অধমের দেওয়া এই পোস্ট খানা শেয়ার করবেন।
এবং নিজেও একটু পড়ে দেখবেন। ধন্যবাদ

আহলে বাইত আলাইহিস সালাম কারা?

হযরত সাআদ ইবনু আবি ওয়াক্কাস (রাদীআল্লাহু তা'য়ালা আনহু) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন,

لما نزلت هذه الآية فقل تعالواندع أبنائنا وأبنائكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال: اللهم هؤلاء اهلی

অর্থাৎ, এই আয়াতে কারীমা যখন নাজিল হয় তখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) হযরত মাওলা আলী, হযরত মা ফাতিমা, হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হােসাইন (আলাইহিমাস সালাম) কে ডাকলেন। অতঃপর বললেন, “হে আল্লাহ! এঁরা আমার আহলে বাইত আলাইহিমাস সালাম তথা বংশধর।” (সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরীফ)

আয়াতে কারীমা নাজিল করলেন আল্লাহ পাক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এই চারজন কে ডাকলেন কারণ কি ছিলো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম জানতেন  এই আয়াতে কারীমা দ্বারা কাদের কে ইঙ্গিত করেছেন তাই তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) তাদের কেই ডেকেছেন,তারাই হলেন আহলে বাইতে খাচ্ছা, এই চারজনই হলেন আহলে বাইতে রাসূল। আর বাকি সবাই আহলে বাইতে আম্মা তথা আমভাবে আহলে বাইতে রাসূল। কিন্তু মুল আহলে বাইত চারজনই,আর চোরের ঘরের চোরেরা বলে খাছ করার হুকুম কে দিয়েছেন, আরে চোরের ঘরের চোর খাছ করার হুকুম মহান আল্লাহ পাক নিজেই দিয়েছেন। একটু তাফসীরে কিতাব এবং হাদীসের কিতাব পড়ে দেখ, শুধু শুধু ছাগলের মতো বে বে করিছ না। আমার কথায় কেউ রাগ করবেন না কারণ এই চোরের চুরির অভবাস তাই কানারা দেখে না! এই খারেজী নাসেবীরা চারজন কে আহলে বাইতে খাছ মানতে রাজী না! আরে কানার দল আরও কতো কি করবি,হায়রে তোদের মধ্যে আহলে বাইত আলাইহিমাস সালামের এতো দুশমনী আগে জানতাম না। বাটপারেরা আর কতো বাটপারি করবি? এই দুনিয়ায় বাচলেও আখেরাতে বাচতে পারবি না কানার দল মনে রাখিস! একটা পেয়েছো খালি শিয়া শিয়া, করতে থাক শিয়া শিয়া! আর আমরা মহান পাক পাঞ্জাতন আলাইহিমাস সালামের গোলামী করতেই থাকবো ইংশাআল্লাহ। এই রকম শত শত হাদীস শরীফ বিদ্যমান আছে কিতাব গুলোর মধ্যে মহা পবিত্র আহলে বাইত আলাইহিমাস সালামের শানে ও আজমতে, আর এই হয়েছে সেই হয়েছে, এইটা জাল হাদীস ঐটা জয়ীফ হাদীস! মনে রাখবেন আমাদের আকীদা সুস্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এতে কোনো ধরনের সন্দেহ বা কিল কাল নাই। আমরা যেমন আহলে বাইত আলাইহিমাস সালাম কে মোহাব্বত করি ভালোবাসী, তেমন সাহাবায়ে কেরাম রাদীআল্লাহু তা'য়ালা আনহুম গন কে মোহাব্বত ও ইজ্জত করি। আমাদের আকীদা চার মাজহাব চার তরীকা এবং তাফসীর হাদীস ফিকহী মহান ইমামগন ও সূফীদের অনুরুপ আলহামদুলিল্লাহ।
তার বাহিরে আমরা না! আলহামদুলিল্লাহ আমরা তার ভিতরে,আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।

আমরা যেমন খারেজী ও নাসেবীবাদ ঘৃণা করি তেমন শিয়া ও রাফেজীবাদ কেও ঘৃণা করি। এবং আমরা সুন্নী আকীদায় ছিলাম সুন্নী আকীদায় আছি সুন্নী আকীদায় থাকবো ইংশাআল্লাহ। ইখতিলাফী মাসআলা মাসায়েল নিয়ে আমরা কারো সাথে তর্কে জড়াইতে রাজী নই!
কবি কাজী নজরুল ইসলাম বলে ছিলেন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদুর।অবশেষে দুই লাইনের একটি কবিতা দিয়ে শেষ করবো।

আমি সত্য শুনি সত্য দেখি সত্য কথা কই
তাইতো আমি সবার কাছে ভালো মানুষ নই।

আমিন আমিন বিহুরমাতী ছাইয়্যেদীল মুরসালিনা ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন।

(Mukhtar Reza masumi.)

#mawla_ali
#ataur_rahman_miaji
2 سال پیش در تاریخ 1401/05/11 منتشر شده است.
69,904 بـار بازدید شده
... بیشتر