লক্ষা কবুতরের দাম পালন পদ্ধতি ও ব্রিডিং |Fantail Pigeon Price In Bangladesh And India|Kobutor Er Dam

grow life
grow life
120 هزار بار بازدید - 3 سال پیش - লক্ষা কবুতরের দাম পালন পদ্ধতি
লক্ষা কবুতরের দাম পালন পদ্ধতি ও ব্রিডিং | Fantail Pigeon Price In Bangladesh And India
প্রিয় পাখি প্রেমি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন । গ্ৰো লাইফের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি । জনপ্রিয় কবুতরের প্রজাতি গুলোর মধ্যে লক্ষা বা ময়ূরপঙ্খী কবুতর অন্যতম। ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই লক্ষা কবুতরের বিভিন্ন প্রজাতির পরিচিতি শারীরিক গঠনের বর্ণনা লক্ষা কবুতরের দাম , পালন পদ্ধতি ডিম বাচ্চা উৎপাদন প্রক্রিয়া খাঁচার মাপ খাদ্য তালিকা ও পরিচর্যা। তাছাড়া আপনি যদি এক জোড়া লক্ষা কবুতর কিনে এদের পালন করতে চান তবে খাঁচা এবং আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে কত টাকা খরচ হতে পারে এবং এই কবুতরটি মাসে কত টাকার খাবার খায় সব কিছুই জানবেন এই ভিডিওতে।

সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে এই কবুতর নিয়ে বিস্তারিত জানার পাশাপাশি কবুতরটির মনমাতানো ভিডিও উপভোগ করুন।

লক্ষা কবুতরের জাত এর ধারণ হচ্ছে ভিঞ্চি।  এই প্রজাতিটি  পাকিস্তান ভারত চীন ও স্পেন থেকে উদ্ভূত হয় বলে ধারণা করা হয়। 1150 সালের দিকে লক্ষা কবুতর টি প্রথম স্পেন থেকে ইন্ডিয়াতে আনা হয়। এবং পনেরোশো সাত সালের এটি জাত উন্নয়নে ইন্ডিয়াতে কাজ শুরু করেন পরবর্তীতে বিভিন্ন দেশ ও এর  জাত উন্নয়নে সফল ভাবে কাজ করতে সক্ষম হয়।  এদের ইংরেজি ফ্যানটেল, ইন্ডিয়ান ফান্টেল এবং থাই ফ্যানটেল এর মতো কয়েকটি উপনাম ও রয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই কবুতরটি কে লক্ষা বা ময়ূরী নামে ডেকে থাকে । সমস্ত কবুতর প্রেমীদের মনে স্থান দখল করে আছে এবার আসি দৈনিক বরননায় ফ্যানটেল প্রতিটা দেশের কবুতর প্রেমীদের কাছে একটি জনপ্রিয় প্রজাতি। এদের গড় উচ্চতা 11 ইঞ্চি হয়ে থাকে এবং এদের গড় ওজন 370 গ্রাম। ইংলিশ ফ্যানটেল তুলনামূলকভাবে একটু বড় হয়ে থাকে এবং এদেরকে ফ্যানটেল এর উন্নত এবং আধুনিক সংস্করণ হিসেবে ধরা হয়। এদের লেজ গুলো সাধারণত 30 থেকে 40 টি ফেদার দ্বারা গঠিত। যা দেখতে পাখা আকৃতির হয়ে থাকে। মূলত পাখা আকৃতির লেজের কারণে এদের ফ্যানটেল নামকরণ করা হয়েছে। এই কবুতরটির কিছু প্রজাতির পায়ে পালক রয়েছে আবার কিছু প্রজাতির পায়ে পালক থাকে না কিছু প্রজাতির ক্ষেত্রে মাথায় ঝুটি দেখতে পাওয়া যায় আবার কিছু প্রজাতির ঝুটি দেখতে পাওয়া যায় না। লক্ষা বা ফ্যানটেল কবুতরগুলো সাদা-কালো খয়রি আলমন্ড তামাটে সিলভার সহ বিভিন্ন কালারের হতে পারে।

এবার আসুন জেনে নেই লক্ষা কবুতর পালন পদ্ধতি এতে ডিম বাচ্চা উৎপাদন পদ্ধতি মানে ব্রিডিং সম্পর্কে বিস্তারিত।
লক্ষা কবুতর পালন করতে হলে আপনি এদেরকে দুইভাবে পালতে পারেন। প্রথম পদ্ধতিতে হল খাচায় পালন করা। লক্ষা যেহেতু খুব ভালো উঠতে পারেনা তাই অধিকাংশ মানুষই এদের খাচায় পালন করে। লক্ষা কবুতরের জন্য সঠিক আকৃতির খাঁচার মাপ হচ্ছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 20 ইঞ্চি । মানে খাচাটার দৈর্গ হবে 24 ইঞ্চি প্রস্থ হবে 24 ইঞ্চি এবং উচ্চতা হবে 20 ইঞ্চি।  এরকম সাইজের একটা খাচায় আপনি এক জোড়া লক্ষা কবুতর রাখতে পারবেন। এরকম সাইজের একেকটি খাচা বাজারে 300 থেকে 400 টাকার মধ্যে কিনতে পারবেন।  খাঁচায় পালন করলে খাঁচার মধ্যে পানির পাত্র খাবারের পাত্র এবং গ্রিড এর পাত্র দিতে হবে। তাছাড়া প্রজননের জন্য একটি করে মাটির মটকা দিতে হবে যার মধ্যে কবুতরগুলো বসে ডিম পাড়তে পারে। তাছাড়া 2/4  দিন পর পর এদের খাঁচা পরিষ্কার করে দিতে হবে। প্রতিদিন কমপক্ষে একবার করে খাঁচায় পানি পরিবর্তন করে দিতে হবে। আপনি যদি এই নিয়মগুলো মেনে লক্ষা কবুতর পালন করেন তবে আপনার কবুতরগুলো সুস্থ-সবল থাকবে। সাধারণত লক্ষা কবুতরের গড় আয়ু আট থেকে দশ বছর। তবে এতদিন বেঁচে থাকতে হলে অবশ্যই ওদের প্রয়োজন সঠিক খাঁচা সঠিক মানের খাবার দাবার।
এবারে আসুন জেনে নেই লক্ষা কবুতরের খাবার কি।
লক্ষা কবুতরের খাবার
লক্ষা কবুতরের খাবার তালিকা অন্যান্য কবুতরের মতই। এক একটি প্রাপ্তবয়স্ক ফিল্ম এক দিনে 30 থেকে 50 গ্রাম খাবার খায়। সে ক্ষেত্রে আপনি যদি একজোড়া কবুতর পালন করেন তবে মাসে দেড় থেকে দুই কেজি পরিমাণ  সিডমিক্স এর প্রয়োজন হতে পারে।
লক্ষা কবুতরের খাবার হিসেবে গম মটর খেশারী ভুট্টা সরিষা এবং ধান এইসব ব্যবহার করা হয়। আসলে একেকটা দেশে একেক রকমের শস্যবীজ বেশি পাওয়া যায় আর সেইসব উৎপাদিত শস্যের উপর নির্ভর করেই বিভিন্ন দেশে বিভিন্ন খাবার কবুতরকে খাওয়ানো হয় তবে বাংলাদেশ ও ভারতে খাবারগুলোই সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে।
গম              40
ভুট্রা            15
মটর ডাব্রি   15
চিনা             2
বাজরাসাদা  5
বাজরালাল   5
কলই            8
কুসুম বীজ    2
কালি মটর    2
সরিষা           1

তাছাড়া কবুতরকে খাবার পানির পাশাপাশি গ্রিট দিয়ে রাখতে হবে। কারণ সব ধরনের কবুতরই অধিকাংশ খাদ্যশস্য খোসাসহ খেয়ে ফেলে। আর এই সমস্ত খাদ্যশস্য কে হজম করার জন্য কবুতর প্রাকৃতিক ভাবে পোড়ামাটি ইটের গুড়া খেয়ে থাকে। আপনি যখন খাচায় পালন করছেন তখনও এদেরকে গ্রিট দিতে হবে। যাতে করে কবুতরগুলো খুব সহজে ঐ সমস্ত খোসাসহ খাবারগুলোকে হজম করতে পারে।

লক্ষা কবুতরের প্রজনন বা ব্রিডিং

লক্ষা কবুতর সাত থেকে আট মাস বয়সে অ্যাডাল্ট হয়। এরপর থেকে এরা ডিম বাচ্চা উৎপাদন করতে শুরু করে। প্রতিজোড়া কবুতর বছরে চার-পাঁচবার বাচ্চা উৎপাদন করে। তবে ব্রিডার যদি অনেক অভিজ্ঞ হয় সে ক্ষেত্রে আরও বেশি সংখ্যকবার বাচ্চা উৎপাদন করা সম্ভব।  তবে লক্ষা কবুতর বাচ্চা উৎপাদনের দেশি কবুতরের মতো এতোটা এক্সপার্ট নয়। এজন্য এরকম ফেন্সি জাতের দামি কবুতর গুলোর বাচ্চা মূলত দেশি কবুতর দিয়েই উৎপাদন করা হয়।

এবার আসুন জেনে নেই লক্ষা কবুতরের দাম কত।
আপনি যদি সাধারন মানের এক জোড়া লক্ষা কবুতর কিনতে চান তবে দাম পড়বে পনেরশো থেকে 4000 টাকার মধ্যে। অন্যদিকে খুব ভালো দাঁতের কোন লক্ষা কিনতে গেলে সর্বোচ্চ 5 হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে। দাম অনেকটাই নির্ভর করে লক্ষার বডি কালার লেজের পালক এর সংখ্যা এবং কোয়ালিটির উপর।
3 سال پیش در تاریخ 1400/08/14 منتشر شده است.
120,012 بـار بازدید شده
... بیشتر