আয়নাঘর দেখতে কেমন? | Tarique Ahmed Siddique | আয়নাঘর | aynaghor | ঢাকা সেনানিবাস | bnanews24

Bnanews24
Bnanews24
989.1 هزار بار بازدید - ماه قبل - আলো-বাতাসহীন কক্ষে লোহা আর কাঠের
আলো-বাতাসহীন কক্ষে লোহা আর কাঠের দু’টো দরজা ছিল। সারাক্ষণ প্রচন্ড শব্দে ফ্যান ঘুরতো। দিনে  ত্রিশ মিনিটের মতো ফ্যান বন্ধ থাকলে থমথমে নীরব থাকতো রুমগুলো। কয়েকটা সাউন্ডপ্রুফ রুম টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো।চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো ওয়াশরুমে। এমন বিররণ পাওয়া গেছে মুক্তিপ্রাপ্তদের বিবরণে।

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই)এর ‘আয়নাঘরের প্রথম সন্ধান পাওয়া যায় ২০২২ সালের ১৬ই আগষ্ট, ‘নেত্র নিউজ’ নামক একটি ইউটিউব চ্যানেলে। অভিযোগ আছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের  বিরোধীতাকারিদের আটক করে সেখানে বছরের পর বছর বন্দী করে রাখতেন। কোথায় ছিল সেই আয়না ঘর তার ধারণা দিলেন সেনা বাহিনীর সাবেক  লেফটেন্যান্ট কর্নেল  হাসিনুর রহমান বীর প্রতীক।

সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আয়না ঘরে বন্দি থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর সাথে যোগাযোগ ছিল বলে জানান।

আইনের শাসন না থাকায় এমন আয়না ঘর তৈরি করেছে উল্লেখ করে হাসিনুর রহমান বলেন, শেখ হাসিনা নিজেই জঙ্গী! তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীসহ নিখোঁজদের সন্ধান চান।

প্রসঙ্গত, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরদিন দীর্ঘ ৮ বছর পর আয়নাঘর থেকে মু্ক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান । গত মঙ্গলবার জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেইসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়।
সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়।

পরে আবদুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

অপর দিকে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে দলটির সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য  মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। মঙ্গলবার জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেইসবুক পেজে এক পোস্টে এই তথ্যও জানানো হয়েছে।

২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস’র নিজ বাসা থেকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই)এর ‘আয়নাঘরের বন্দীদের’ সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। সেই সঙ্গে একটি কমিশন গঠন করে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতের আন্দোলনের কর্মসূচিতে হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তালিকা করা, পুলিশ ও বিচার বিভাগকে ঢেলে সাজানোরও দাবি জানিয়েছেন তাঁরা।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা বক্তব্য দেন। সেখানে তাঁরা নিজেরা ‘আয়নাঘরে’ বন্দী থাকার সময়ের কথা বর্ণনা করেন।

সাবেক রাষ্ট্রদূত ক্যাপ্টেন (অব.) মারুফ জামান বলেন, তিনি দীর্ঘ ১৬ মাস আয়নাঘরে বন্দী ছিলেন। তিনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ‘আয়নাঘর’ তৈরি করার পেছনে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ কয়েকজনকে দায়ী করেন।

শামীমা চৌধুরী শাম্মী
বিএনএ, নিউজ টুয়েন্টি ফোর
ماه قبل در تاریخ 1403/05/18 منتشر شده است.
989,100 بـار بازدید شده
... بیشتر