Reason Behind Bangladesh Cricket Downfall | Nasir Tamzid Official

Nasir Tamzid Official
Nasir Tamzid Official
19.7 هزار بار بازدید - 10 ماه پیش - Reason Behind Bangladesh Cricket Downfall
Reason Behind Bangladesh Cricket Downfall

কিন্তু, লজ্জা টা লাগে আমাদের।
নিরলজ্জ, বেহায়ার মত জ্ঞান বুদ্ধি জলাঞ্জলি দিয়ে আপনাদের খেলা দেখি।
দিনশেষে আপনারা অগোছালো খেলা ছাড়া কিছুই উপহার দেন না।

আপনাদের খেলা থাকলে আমরা সমস্ত কাজ ফেলে টিভির সামনে ছুটে আসি। স্টেডিয়াম এর লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিকিট কাটি।
আমাদের ইমোশন, ভালোবাসা সবকিছুর কতটুকু মূল্য দিলেন আপনারা?  

বাংলাদেশ ক্রিকেট দলের আসলে সমস্যা টা কোথায়?
ব্যাটিং, বলিং, ফিল্ডিং, ম্যানেজমেন্ট? নাকি অন্য কিছু?

আজকের ভিডিও তে আলোচনা করবো, আসলে সমস্যা টা কোথায়?

(ফুটেজ) : ২০১২ এশিয়া কাপ ফাইনাল।

আপনাদের সবার নিশ্চই ২০১২ এশিয়া কাপ ফাইনালের কথা টা মনে আছে। একদম জেতা ম্যাচ, এশিয়া কাপ টা ধরে দেখতে, ২ হাতে ট্রফি টা উপরে তুলে ধরে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ করতে আমরা মাত্র ৪ রান দূরে।

সারা বাংলাদেশ যখন ২ হাত জড়ো করে মোনাজাত এ চোখের পানি ফেলছে, ঠিক তখন ২ রানে হারলাম আমরা।

আমার বয়স তখন ১৩ বছর। সেই থেকে আমার জীবনে বাংলাদেশ ক্রিকেট দল যে একের পর এক দু:খ দিয়ে চলেছে, তা আজো থামেনি।

২০১৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপে, ভারতের বিপক্ষের ম্যাচ।
৩ বলে ২ রান দরকার বাংলাদেশ এর। হাতে এখনো ৪ উইকেট বাকি। একদম সিওর জেতা ম্যাচ।

মুশফিকুর রহিমের কি প্রয়োজন ছিলো এইরকম ইন্টেন্স একটা মোমেন্ট এ ছক্কা মারার চেস্টা করার?  শুধু কি মুশফিকুর রহিম এর দোষ দিবেন? মাহমুদুল্লাহ রিয়াদ চোখের সামনে দেখলেন, মুশফিক কে আউট হতে। তারপরো তিনি ছক্কা হাঁকানোর চেস্টা করলেন কোনো কারণ ছাড়াই। এগুলো কি বছরের পর বছর ধরে জাতীয় দলে এক্সপেরিয়েন্স অর্জন এর পরিচয়?

ম্যাচ টা ১ রানে হারলাম আমরা। এসব নিয়ে কিছু বলতে গেলেই তাঁরা বলেন,

দিন যত যাচ্ছে, কষ্ট যেন বেড়েই যাচ্ছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির গল্প টা একবার মনে করায় দেই। আস্তে আস্তে নিজেরাই বুঝবেন, বাংলাদেশ দলের এই বাজে অবস্থার কারণে দোষ টা আসলে কার?

নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে আবার বাংলাদেশ আর ইন্ডিয়া মুখোমুখি।
শেষ ওভারে ভারতের দরকার ১২ রান। ম্যাচ টা তখনো বাংলাদেশ এর হাতে। চিন্তা করে দেখেন এরকম টাইট একটা ম্যাচ আমরা কিভাবে হারলাম?

১ বলে যখন ৫ রান দরকার, যখন আমরা মাত্র ১ টি বল দূরে আছি একটা ইন্টার ন্যাশনাল ট্রফি ছুঁয়ে দেখার জন্য। তখন একটা লুজ বল ছাড়ার কি কোনো দরকার ছিলো সৌম্য সরকার এর?

যেই কথা সেই কাজ, দিনেশ কারতিক লুজ বলে হাঁকিয়ে দিলেন ছক্কা। আবারো ফাইনাল হারলাম আমরা। বাংলাদেশ ক্রিকেট দল কে নিয়ে আপনি সমালোচনা করবেন? পারবেন না, তাঁদের কাছে কাউন্টার লজিক সব সময় রেডি।

এখন পর্যন্ত যেই গল্প গুলো শুনলেন, তা ছিলো একেবারে কাঁছাকাঁছি গিয়ে হেরে আসার গল্প।
এখন বলি জেতার ধারে কাছে না যাওয়ার গল্প।

বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ জিতেছে, বাকি সব হেরেছে। দিনদিন মানুষের উন্নতি হয়।
আর আমাদের ক্রিকেট দলের হয়েছে অবনতি। ঘোর অবনতি।

২০২১ টি টুয়েন্টি বিশ্বকাপে আমরা সবগুলো ম্যাচ হেরেছি। একটাও জিতিনি। ২০২২ এশিয়া কাপেও আমরা একটাও ম্যাচ জিতিনি।
একই বছর টি টুয়েন্টি বিশ্বকাপ থেকেও লজ্জা জনক হার নিয়ে বিদায় নিয়েছি আমরা। বোর্ড প্রেসিডেন্ট নিজেই এসব দেখে অবাক। কিছুতেই হিসাব মেলেনা। ২০২৩ সালের এশিয়া কাপের কথা আর কি বলবো। চোখের সামনে দেখলেন, ব্যাটিং বোলিং ফিল্ডিং এর ব্লান্ডার।

নাইম শেখ এর বিভতশ ব্যাটিং। সেঞ্চুরি করার পরেই মিরাজ এর ২ ম্যাচ ফ্লপ। হাইয়েস্ট রান করেই ইঞ্জুরি তে চলে গেলেন শান্ত।
বোলিং এ আসলেই বোলার দের আবল তাবল বোলিং। ফিল্ডিং মিস। হাবি জাবি কত কিছু।

এ এক আজব ঝামেলা পূর্ণ দল।
বাংলাদেশ ক্রিকেট দলই একমাত্র দল যারা সবার আগে ১০০ টেস্ট হারার রেকর্ড করেছে।

দিনের পর দিন ধরে শুধু শিখেই যাচ্ছেন তারা।

কবে শেখা শেষ হবে, আর কবে সেই জ্ঞান কাজে লাগবে, তা কেউ জানেনা।

এখন বলি এই সবকিছুর পেছনে দোষ টা আসলে কার?
দোষ টা আসলে আমাদের।
আমরা খাওয়া দাওয়া, কাজ-ঘুম বাদ দিয়ে বিনা কারণে খেলা দেখি। দোয়া দরুদ পড়ি আর বেহায়ার মত ভাবি, বাংলাদেশ কে যেন আল্লাহ জিতায় দেয়।

আমরা খেলা না দেখলে এই হাইপ কোনোদিন ও পেত না বাংলাদেশ ক্রিকেট দল। আমরাই তাদের কে হাইপে তুলি। তারা হারলে আমরাই সবচেয়ে বেশি কষ্ট পাই।

এক নির্লজ্জ জাতি হিসেবে হয়তো আবারো এই লাল সবুজ জার্সি পড়ে পরবর্তী খেলা দেখতে বসবো।
আবারো হয়তো বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখবো।

আমার আজকের ভিডিও তে এই জারসি পড়ার ইচ্ছা ছিলো না। কিন্তু, JERSEY ARENA BD আমাকে এই জারসি টি পাঠিয়েছে।
যে কোনো ক্লাব, ন্যাশনাল টিম সহ খেলা ধুলার প্রিমিয়াম জারসি সেরা দামে পেতে তাদের পেইজ টা ঘুরে আসতে পারেন। লিংক কমেন্ট বক্সে।

Follow me on - Facebook: NasirTamzidOfficial

Jersey Arena BD - Facebook: jerseyarenabd.shop

#bangladesh #cricket_team #BCB #shakib_al_hasan #mushfiqur_rahim #tamimiqbal #mahmudullah_riyad #nasir #nasir_tamjid_official
#nasir_tamzid_official
10 ماه پیش در تاریخ 1402/06/21 منتشر شده است.
19,793 بـار بازدید شده
... بیشتر